Which pan Indian movie had insurance cover higher than box office gross of all films dgtl
Pan Indian Movies
বিমার পরিমাণ তাক লাগানো! কোন অভিনেতার ছবির বিমা বহু ছবির আয়ের চেয়েও বেশি?
ভারতে এমন একটি ‘প্যান ইন্ডিয়ান’ ছবি মুক্তি পেয়েছে যার বিমার পরিমাণ এতটাই বেশি যে তা বহু ছবির আয়কেও ছাপিয়ে গিয়েছে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’। শাহরুখ খানের পাশাপাশি এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি এবং নয়নতারা। ক্যামিয়ো চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতের পাশাপাশি বিশ্বব্যাপীও এই ছবিটি ব্যবসা করছে প্রচুর। কিন্তু ভারতে এমন একটি ‘প্যান ইন্ডিয়ান’ ছবি মুক্তি পেয়েছে যার বিমার পরিমাণ এতটাই বেশি যে তা বহু ছবির আয়কেও ছাপিয়ে গিয়েছে।
০২১৪
ছোট বা বড় প্রযোজনা সংস্থার তরফে যে কোনও ছবি মুক্তি পেলে তার জন্য বিমা করানো বিদেশে বাধ্যতামূলক। ভারতেও সিনেমা মুক্তির আগে প্রযোজকেরা বিমার জন্য আবেদন করেন। সব ভারতীয় ছবি না হলেও মোটের উপর অন্তত ৫ থেকে ১০ শতাংশ ছবির বিমা করানো হয় ভারতে। তথ্য সংগ্রহ করে এমনটাই দেখা গিয়েছে।
০৩১৪
বিমার পরিমাণের দিক দিয়ে ভারতীয় ছবির তালিকায় নজির গড়ে তুলেছে দক্ষিণী পরিচালক এস শঙ্করের ‘২.০’। সূত্রের দাবি, এই ছবির জন্য ৩৩০ কোটি টাকা বিমা করানো হয়।
০৪১৪
এখনও পর্যন্ত ভারতে যতগুলি সিনেমা মুক্তি পেয়েছে তাদের মধ্যে ‘২.০’ ছবির প্রযোজক সর্বোচ্চ বিমার আবেদন করেছিলেন।
০৫১৪
সূত্রের খবর, ভারতের মোট তিনটি বিমা সংস্থা ‘২.০’ ছবির সঙ্গে যুক্ত ছিল।
০৬১৪
রজনীকান্ত, অক্ষয় কুমার এবং অ্যামি জ্যাকসন অভিনীত ‘২.০’ ছবিটি বানাতে ৫৭০ কোটি টাকা খরচ হয়।
০৭১৪
বক্স অফিস থেকে বিশ্বব্যাপী ৭০০ কোটি টাকার উপর ব্যবসা করে ‘২.০’। শুধুমাত্র ভারত থেকেই ১৯০ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।
০৮১৪
২০১৯ সালে রাজ মেহতার পরিচালনায় মুক্তি পায় ‘গুড নিউজ়’। অক্ষয় কুমার, করিনা কপূর খান, কিয়ারা আডবাণী এবং দিলজিৎ দোশাঞ্জ অভিনীত এই ছবিটি ৩১৮ কোটি টাকার ব্যবসা করে যা ‘২.০’-র বিমার পরিমাণের থেকে কম।
০৯১৪
চলতি বছরে মুক্তি পায় বিজয় অভিনীত তামিল ছবি ‘বারিসু’। এই ছবিটি ৩০৬ কোটি টাকার ব্যবসা করে যা ‘২.০’ ছবির বিমার পরিমাণের থেকে কম।
১০১৪
দক্ষিণী তারকা অজিত কুমারের ছবিও ব্যবসার দিক থেকে ‘২.০’-র বিমার পরিমাণ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।
১১১৪
চলতি বছরে মুক্তি পায় অজিতের ছবি ‘থুনিভু’। মুক্তির পর এই ছবিটি বক্স অফিসে ২২৩ কোটি টাকা আয় করে।
১২১৪
হিন্দি ছবির বিমার দিক থেকে প্রথম সারিতে রয়েছে বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের ছবি।
১৩১৪
২০১৪ সালে রাজকুমার হিরানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পিকে’ ছবিটি। আমিরের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন অনুষ্কা শর্মা এবং সুশান্ত সিংহ রাজপুত।
১৪১৪
বলিপাড়া সূত্রে খবর, ‘পিকে’ ছবির জন্য ৩০০ কোটি টাকার বিমা করা হয়।