Which Indian cricket players have made the most money through match fees in T20I in 2023 dgtl
Indian Cricketers Fees
টি-টোয়েন্টি খেলেই বাজিমাত! রোহিত-কোহলিদের ছাপিয়ে গেলেন ভারতের তরুণ ক্রিকেটারেরা
১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাই ম্যাচ ফি বাবদ সব থেকে বেশি আয়ও করেছেন তিনিই। এই তালিকায় নেই বিরাট কোহলি, রোহিত শর্মা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
২০২৩ সালে টি-টোয়েন্টি খেলে ম্যাচ ফি বাবদ যে ভারতীয় ক্রিকেটারেরা উপরের দিকে রয়েছেন তাঁরা প্রত্যেকেই তরুণ। ফলে ম্যাচ ফি বাবদ রোজগারের দিক থেকেও উপরে রয়েছেন তরুণ ক্রিকেটারেরাই।
০২১১
২০২৩ সালে ভারতের হয়ে প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ৩ লক্ষ টাকা করে ম্যাচ ফি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুতরাং যিনি যত বেশি ম্যাচ খেলেছেন তাঁর রোজগার বেশি। দেখে নিন তালিকায় কারা রয়েছেন।
০৩১১
এই বছর এখনও অবধি সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আরশদীপ সিংহ। ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। তাই ম্যাচ ফি বাবদ সব থেকে বেশি আয় করেছেন তিনি। ৫৭ লক্ষ টাকা।
০৪১১
সাদা বলের ক্রিকেটে ভাল খেললেও ভারতের বিশ্বকাপের দলে অবশ্য সুযোগ পাননি আরশদীপ। বাঁ হাতি পেসারের নাম নিয়ে জল্পনা শুরু হলেও তাঁকে দলে রাখেননি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
০৫১১
অন্য দিকে তালিকাতেই নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর থেকে আর কুড়ি-বিশের ক্রিকেটে দেখা যায়নি তাঁদের। তাই তাঁদের ভাঁড়ার শূন্যই।
০৬১১
দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে তিনিই টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
০৭১১
চলতি বছর ১৬টি ম্যাচ খেলে ৪৮ লক্ষ টাকা রোজগার করেছেন তরুণ ক্রিকেটার সূর্য। যশস্বী জয়সওয়াল, অক্ষর পটেল ও তিলক বর্মা। তাঁরা ১৩টি করে ম্যাচ খেলে ৩৯ লক্ষ টাকা রোজগার করেছেন।
০৮১১
চার নম্বরে রয়েছেন ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, রবি বিষ্ণোই ও শুভমন গিল। প্রত্যেকে ১১টি করে ম্যাচ খেলে ৩৩ লক্ষ টাকা রোজগার করেছেন।
০৯১১
রুতুরাজ গায়কোয়াড় ও রিঙ্কু সিংহ ১০টি করে ম্যাচ খেলে রোজগার করেছেন ৩০ লক্ষ টাকা।
১০১১
বছরে ১০টির কম ম্যাচ খেলা ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়নি। ২০২৩ সালে মোট ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। জিতেছে ১৪টি। হেরেছে ৬টি।
১১১১
পাঁচটি সিরিজ়ের মধ্যে চারটি সিরিজ় জিতেছে দল। তা ছাড়া এশিয়ান গেমসের ক্রিকেটে সোনাও জিতেছে ভারতের পুরুষদের দল। এই প্রতিযোগিতা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়েছিল।