When did bollywood actor Amitabh Bachchan realize that his stardom was shifted to Shah Rukh Khan dgtl
Bollywood Gossip
তাঁর জনপ্রিয়তার সূর্য অস্তমিত, মধ্যগগনে শাহরুখ! একসঙ্গে শুটিংয়ের সময় উপলব্ধি করেন অমিতাভ
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ এবং শাহরুখ। তবে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি তাঁদের।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
এক দিকে বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন, অন্য দিকে বলিপাড়ার ‘বাদশা’ শাহরুখ খান। হিন্দি ফিল্মজগতের দুই সুপারস্টার ১৭ বছর পর আবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন। এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে বলিপাড়ায়।
০২১৪
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে একসঙ্গে দৌড়তে দেখা যাচ্ছে শাহরুখ এবং অমিতাভকে। তাঁদের পরনে কালো স্যুট। শোনা যাচ্ছে ‘ওয়াদা’ ছবির জন্য একসঙ্গে শুটিং করবেন তাঁরা। যদিও তা এখনও নিশ্চিত নয়।
০৩১৪
২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘মহব্বতে’। এই ছবির মাধ্যমেই প্রথম জু়টি বেঁধে অভিনয় করেছিলেন অমিতাভ এবং শাহরুখ। এই ছবির শুটিংয়ের সময় নাকি অমিতাভ বুঝতে পেরেছিলেন তাঁর জনপ্রিয়তা কমে গিয়েছে। বরং বলিপাড়ার সমস্ত নজর কেড়ে নিয়েছেন শাহরুখ।
০৪১৪
বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ‘মহব্বতে’ ছবির সেটে অমিতাভ এবং শাহরুখ দু’জনে উপস্থিত থাকলেও সেটে উপস্থিত অনেকেই শাহরুখের সঙ্গে সহজ ভাবে মিশে যেতেন।
০৫১৪
অমিতাভের পাশাপাশি শাহরুখকেও সেটে উপস্থিত সকলে ‘স্যর’ বলে সম্বোধন করতেন।
০৬১৪
‘মহব্বতে’ ছবির সেটে উপস্থিত জিমি শেরগিল, যুগল হংসরাজ, উদয় চোপড়া, কিম শর্মা এবং শমিতা শেট্টির মতো তারকারা তখন সবে তাঁদের কেরিয়ার শুরু করেছিলেন।
০৭১৪
কেরিয়ার সংক্রান্ত কোনও মতামতের প্রয়োজন হলে অমিতাভের পরিবর্তে শাহরুখের কাছেই যেতেন নবাগত তারকারা।
০৮১৪
‘মহব্বতে’ ছবির সেটে শাহরুখকে নিয়ে মাতামাতি দেখে অমিতাভ বুঝতে পারেন যে অমিতাভ বলিপাড়া থেকে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা কালের নিয়মেই ধীরে ধীরে কমে যাচ্ছে। তাঁর জায়গা দখল করছেন শাহরুখ।
০৯১৪
অমিতাভ ভাবেন সময়ের চাকা হয়তো উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। বলিউডের প্রথম সুপারস্টার হিসাবে পরিচিত ছিলেন রাজেশ খন্না। কিন্তু অমিতাভ আসার পর সময়ের সঙ্গে সঙ্গে রাজেশের জনপ্রিয়তা কমতে শুরু করে।
১০১৪
রাজেশের পরিবর্তে হিন্দি ফিল্মজগতে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন অমিতাভ। বলিউডের ‘শাহেনশাহ’ হয়ে ওঠেন তিনি।
১১১৪
রাজেশের পর অমিতাভ যেমন বলিউডের সুপারস্টার হয়ে উঠেছিলেন, ঠিক তেমন অমিতাভের পর শাহরুখ সেই জায়গা করে নিচ্ছেন তা বুঝতে পারেন অমিতাভ।
১২১৪
তবে শাহরুখের সঙ্গে কখনও অমিতাভের সম্পর্কের সমীকরণে অসমতা দেখা যায়নি। বরং ‘মহব্বতে’র পর একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই তারকা।
১৩১৪
‘কভি খুশি কভি গম’, ‘পহেলি’, ‘কভি অলবিদা না কহে না’, ‘ভূতনাথ’, ‘বীর জ়ারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন অমিতাভ এবং শাহরুখ।
১৪১৪
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ এবং শাহরুখ। কিন্তু একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি তাঁদের। দুই অভিনেতাকে একসঙ্গে শেষ বার ‘কভি অলবিদা না কহেনা’ ছবিতে দেখা গিয়েছে। ১৭ বছর পর আবার দুই তারকাকে দেখা যাবে কি না সেই অপেক্ষায় রয়েছেন দর্শক।