Advertisement
২২ নভেম্বর ২০২৪
Cruise Ship

প্রতি রাতে ২টি করে শো…! প্রমোদতরীর অন্দরমহলের কাহিনি

জাহাজে দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। বাড়ি থেকে দীর্ঘ দিন দূরে থাকলে বাড়ির মতো পরিবেশ তৈরি করে নেওয়া খুব জরুরি বলে মনে করেন অনেকে। তাই জাহাজকে যতটা সম্ভব ‘ঘর’ করে তোলা হয়।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১২:২৯
Share: Save:
০১ ১৫
জাহাজে যাত্রীদের মনোরঞ্জন করেই তাঁদের পেট চলে। জলেই ঘুরে বেড়ান, গান গেয়ে শোনান যাত্রীদের। কেউ কেউ আবার নাচও করেন। গভীর সমুদ্রের মাঝে জাহাজের এই সমস্ত বিনোদনকর্মীদের জীবন কেমন? তাতে কি আদৌ রয়েছে বিলাসিতার ছোঁয়া? কেমন করেই বা সাজানো বিলাসিতায় মোড়া জাহাজ?

জাহাজে যাত্রীদের মনোরঞ্জন করেই তাঁদের পেট চলে। জলেই ঘুরে বেড়ান, গান গেয়ে শোনান যাত্রীদের। কেউ কেউ আবার নাচও করেন। গভীর সমুদ্রের মাঝে জাহাজের এই সমস্ত বিনোদনকর্মীদের জীবন কেমন? তাতে কি আদৌ রয়েছে বিলাসিতার ছোঁয়া? কেমন করেই বা সাজানো বিলাসিতায় মোড়া জাহাজ?

০২ ১৫
র‌্যাচেল হাডসন তেমনই এক বিনোদন শিল্পী। যাত্রীবাহী জাহাজে গান শোনান তিনি। জলেই কেটে যায় জীবনের অধিকাংশ সময়। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার শহরের বাসিন্দা র‌্যাচেলের জীবন যেন কাব্যের মতো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জল-জীবনের খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন র‌্যাচেল।

র‌্যাচেল হাডসন তেমনই এক বিনোদন শিল্পী। যাত্রীবাহী জাহাজে গান শোনান তিনি। জলেই কেটে যায় জীবনের অধিকাংশ সময়। ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার শহরের বাসিন্দা র‌্যাচেলের জীবন যেন কাব্যের মতো। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জল-জীবনের খুঁটিনাটি ভাগ করে নিয়েছেন র‌্যাচেল।

০৩ ১৫
তিনি জানিয়েছেন, জাহাজে তাঁর দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। বাড়ি থেকে দীর্ঘ দিন দূরে থাকলে বাড়ির মতো পরিবেশ তৈরি করে নেওয়া খুব জরুরি বলে মনে করেন তিনি। তাই সকাল সকাল চা না হলে চলে না।

তিনি জানিয়েছেন, জাহাজে তাঁর দিন শুরু হয় এক কাপ চা দিয়ে। বাড়ি থেকে দীর্ঘ দিন দূরে থাকলে বাড়ির মতো পরিবেশ তৈরি করে নেওয়া খুব জরুরি বলে মনে করেন তিনি। তাই সকাল সকাল চা না হলে চলে না।

০৪ ১৫
জাহাজে যাত্রীদের মনোরঞ্জনের জন্য র‌্যাচেলকে সপ্তাহে ৪ দিন কাজ করতে হয়। দিন না বলে অবশ্য রাতই বলা চলে। কারণ রাতেই শুরু হয় র‌্যাচেল এবং তাঁর সহকর্মীদের শো।

জাহাজে যাত্রীদের মনোরঞ্জনের জন্য র‌্যাচেলকে সপ্তাহে ৪ দিন কাজ করতে হয়। দিন না বলে অবশ্য রাতই বলা চলে। কারণ রাতেই শুরু হয় র‌্যাচেল এবং তাঁর সহকর্মীদের শো।

০৫ ১৫
সকাল সকাল চা খেয়ে সপ্তাহের এই ৪টি রাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন র‌্যাচেল। তাঁর কথায়, ‘‘শো-এর দিনগুলি সবচেয়ে ব্যস্ত থাকি। প্রথমেই যাবতীয় যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। কোথাও যাতে কোনও রকম প্রযুক্তিগত ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে হয় সকলকে।’’

সকাল সকাল চা খেয়ে সপ্তাহের এই ৪টি রাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন র‌্যাচেল। তাঁর কথায়, ‘‘শো-এর দিনগুলি সবচেয়ে ব্যস্ত থাকি। প্রথমেই যাবতীয় যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। কোথাও যাতে কোনও রকম প্রযুক্তিগত ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে হয় সকলকে।’’

০৬ ১৫
কাজেই দিনের অধিকাংশ সময় কাটিয়ে দেন র‌্যাচেল। তবে কাজের ফাঁকে ফাঁকে জল-জীবনের রোমাঞ্চও তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করেন। চলার পথে যে সব জায়গায় জাহাজ থামে, সেখানকার পরিবেশও ঘুরে দেখেন তিনি ও তাঁর সহকর্মীরা।

কাজেই দিনের অধিকাংশ সময় কাটিয়ে দেন র‌্যাচেল। তবে কাজের ফাঁকে ফাঁকে জল-জীবনের রোমাঞ্চও তিনি তারিয়ে তারিয়ে উপভোগ করেন। চলার পথে যে সব জায়গায় জাহাজ থামে, সেখানকার পরিবেশও ঘুরে দেখেন তিনি ও তাঁর সহকর্মীরা।

০৭ ১৫
জাহাজের মধ্যেই এক জায়গায় রয়েছে নানা রকম ফুলের বাগান। গাছগাছালির মাঝে অবসর যাপন করেন র‌্যাচেল। এ ছাড়া, নানা রেস্তরাঁ ও ক্যাফে রয়েছে যাত্রী এবং জাহাজকর্মীদের বিনোদনের জন্য।

জাহাজের মধ্যেই এক জায়গায় রয়েছে নানা রকম ফুলের বাগান। গাছগাছালির মাঝে অবসর যাপন করেন র‌্যাচেল। এ ছাড়া, নানা রেস্তরাঁ ও ক্যাফে রয়েছে যাত্রী এবং জাহাজকর্মীদের বিনোদনের জন্য।

০৮ ১৫
র‌্যাচেল বলেছেন, ‘‘এই সব রেস্তরাঁ এবং ক্যাফেতে দিব্যি সময় কেটে যায়। মনেই হয় না সমুদ্রের মধ্যে আছি। তবে শো যে দিন থাকে না, সে সব দিনেই রেস্তরাঁয় যাওয়ার সুযোগ হয়।’’

র‌্যাচেল বলেছেন, ‘‘এই সব রেস্তরাঁ এবং ক্যাফেতে দিব্যি সময় কেটে যায়। মনেই হয় না সমুদ্রের মধ্যে আছি। তবে শো যে দিন থাকে না, সে সব দিনেই রেস্তরাঁয় যাওয়ার সুযোগ হয়।’’

০৯ ১৫
ঘড়ির কাঁটায় ৫টা বাজলেই রাতের শো-এর তোড়জোড় শুরু হয়ে যায়। স্নান করা, নির্দিষ্ট পোশাক পরা, উপযুক্ত মেক আপে সেজে ওঠা, সবই করতে হয় যন্ত্রের মতো।

ঘড়ির কাঁটায় ৫টা বাজলেই রাতের শো-এর তোড়জোড় শুরু হয়ে যায়। স্নান করা, নির্দিষ্ট পোশাক পরা, উপযুক্ত মেক আপে সেজে ওঠা, সবই করতে হয় যন্ত্রের মতো।

১০ ১৫
প্রতি রাতে ২টি করে শো করেন র‌্যাচেল। শ্রোতাদের মাতিয়ে রাখেন তাঁর মোহময়ী ভঙ্গিতে। প্রথম শো শুরু হয় রাত সাড়ে ৮টায়। পরের শো রাত সাড়ে ১০টায়।

প্রতি রাতে ২টি করে শো করেন র‌্যাচেল। শ্রোতাদের মাতিয়ে রাখেন তাঁর মোহময়ী ভঙ্গিতে। প্রথম শো শুরু হয় রাত সাড়ে ৮টায়। পরের শো রাত সাড়ে ১০টায়।

১১ ১৫
শো শেষ হলে জাহাজের বারে চলে যান র‌্যাচেল। ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তাস খেলেন।

শো শেষ হলে জাহাজের বারে চলে যান র‌্যাচেল। ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তাস খেলেন।

১২ ১৫
জল-জীবনের সেরা মুহূর্ত কী? র‌্যাচেল বলেন, ‘‘সমুদ্রের নীল জলরাশির মাঝে ঘুম ভাঙা, প্রথম চোখ মেলার যে অনুভূতি, তার চেয়ে ভাল কিছু হতে পারে বলে আমার মনে হয় না।’’

জল-জীবনের সেরা মুহূর্ত কী? র‌্যাচেল বলেন, ‘‘সমুদ্রের নীল জলরাশির মাঝে ঘুম ভাঙা, প্রথম চোখ মেলার যে অনুভূতি, তার চেয়ে ভাল কিছু হতে পারে বলে আমার মনে হয় না।’’

১৩ ১৫
 জাহাজটাকেই ‘ঘর’ বানিয়ে ফেলেছেন র‌্যাচেল। তবে মাঝেমাঝে আসল ঘরের কথাও মনে পড়ে তাঁর। নিজেই জানিয়েছেন, বাবা-মা, পরিবার, বন্ধুবান্ধবদের কথা ভেবে মনখারাপ লাগে।

জাহাজটাকেই ‘ঘর’ বানিয়ে ফেলেছেন র‌্যাচেল। তবে মাঝেমাঝে আসল ঘরের কথাও মনে পড়ে তাঁর। নিজেই জানিয়েছেন, বাবা-মা, পরিবার, বন্ধুবান্ধবদের কথা ভেবে মনখারাপ লাগে।

১৪ ১৫
বাড়িতে থাকলে রান্নাবান্না করতে ভালবাসেন র‌্যাচেল। গাড়ি চালানোর শখও রয়েছে। জাহাজে সে সব করা হয় না। বাড়ি গেলে তাই এই কাজগুলিই চুটিয়ে উপভোগ করেন তিনি।

বাড়িতে থাকলে রান্নাবান্না করতে ভালবাসেন র‌্যাচেল। গাড়ি চালানোর শখও রয়েছে। জাহাজে সে সব করা হয় না। বাড়ি গেলে তাই এই কাজগুলিই চুটিয়ে উপভোগ করেন তিনি।

১৫ ১৫
বিলাসবহুল রেস্তরাঁ, ক্যাফেটেরিয়া, পার্ক, ফুলের বাগান, সবই রয়েছে জাহাজের মধ্যেই। সেই জাহাজে রোজ যাত্রীদের মনোরঞ্জন করেন র‌্যাচেল আর তাঁর সঙ্গীরা। নোনা জলের সমুদ্রে সে এক অন্য জীবন।

বিলাসবহুল রেস্তরাঁ, ক্যাফেটেরিয়া, পার্ক, ফুলের বাগান, সবই রয়েছে জাহাজের মধ্যেই। সেই জাহাজে রোজ যাত্রীদের মনোরঞ্জন করেন র‌্যাচেল আর তাঁর সঙ্গীরা। নোনা জলের সমুদ্রে সে এক অন্য জীবন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy