USA has the strongest military in the world According to the Global Firepower rankings 2024, India ranks fourth dgtl
2024 Military strength ranking
প্রথম আটেও নেই পাকিস্তান, সামরিক শক্তিতে আমেরিকা সেরা! ঘাড়ের কাছে নিশ্বাস চিন, ভারতের
সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমেরিকা। তবে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে রাশিয়া, চিন। খুব বেশি পিছিয়ে নেই ভারতও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৪ ১২:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
সেরার মুকুট নিজেদের মাথায় ধরে রাখল জো বাইডেনের দেশ। সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আমেরিকাই।
০২১১
ঘাড়ের কাছে চিন নিশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনও রয়েছে দু’নম্বরে। কত নম্বরে রয়েছে ভারত?
০৩১১
সম্প্রতি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে।
০৪১১
ওই তালিকা জানাচ্ছে, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসেবে চিন রয়েছে তৃতীয় স্থানে। গত বছরেও তিন নম্বরে ছিল চিন।
০৫১১
সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান এবং সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা।
০৬১১
বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। গত বছরেও এই তালিকা অনুযায়ী ভারত চতুর্থ ছিল। অর্থাৎ তালিকায় প্রথম চারটি দেশের কোনও পরিবর্তন হয়নি।
০৭১১
‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এ প্রথম দশে থাকা পরের দেশগুলি হল দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইটালি।
০৮১১
তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দশের মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র তথা রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স!
০৯১১
গত বছরে প্রথম দশে ফ্রান্স থাকলেও এই বছরে সেই জায়গায় প্রথম দশে স্থান পেয়েছে তুরস্ক। বাকি দেশগুলির স্থান উপর-নীচে হলেও তারা প্রথম দশেই ছিল।
১০১১
ভারতের পড়শি পাকিস্তান গত বছর সাত নম্বরে থাকলেও এই বছরে নেমে এসেছে নবম স্থানে। দক্ষিণ কোরিয়া ছয় থেকে পাঁচে উঠে এসেছে। পাঁচ থেকে ছয়ে নেমেছে ব্রিটেন।
১১১১
বছর দু’য়েক আগে সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’-এ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ জানিয়েছিল, আমেরিকাকে টপকে বিশ্বে পয়লা নম্বর শক্তি হয়ে উঠেছে চিন। সেই সূচকেও ভারত চতুর্থ স্থানে ছিল।