
লোহিত সাগরের মূর্তিমান আতঙ্কের নাম হুথি। ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীটিকে শিক্ষা দিতে ইয়েমেনে বড় আকারের বিমানহানা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে অবশ্য বিষাক্ত সাপ তেহরান। পারস্য উপসাগরের কোলের শিয়া মুলুকটিকে খোলাখুলি হুমকি দিয়েছেন তিনি। এতে পশ্চিম এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।

বিশেষজ্ঞদের একাংশের দাবি, পরমাণু হাতিয়ার তৈরির খুব কাছাকাশি পৌঁছে গিয়েছে ইরান। পর্দার আড়ালে থেকে তেহরানকে এ ব্যাপারে ক্রমাগত সাহায্য করে চলেছে চিন এবং রাশিয়া। গুপ্তচর সংস্থা মারফৎ এই খবর কানে যেতেই আতঙ্কিত যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের শিয়া মুলুকটি পরমাণু শক্তিধর হলে আমেরিকা যে তাদের খোলা চ্যালেঞ্জের মুখে পড়বে, তা বলাই বাহুল্য।