ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন বটে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই নির্দেশের পিছনে কি তাঁর একার মগজাস্ত্রই কাজ করেছে? নাকি তাতে রয়েছে পুতিন-ঘনিষ্ঠ ‘নবরত্নে’র পরামর্শ। এমনই প্রশ্ন উঠছে সংবাদমাধ্যমে। পুতিনের ঘনিষ্ঠ বৃত্তের সেই নয় ব্যক্তি কারা?
রাশিয়ান সেনাবাহিনীর সর্বাধিনায়ক হওয়ায় স্বাভাবিক ভাবেই ইউক্রেনের যুদ্ধের যাবতীয় দায়ভার পড়েছে পুতিনের উপর। যুদ্ধবিরোধী আন্দোলনকারীরা তাঁকে একনায়কের তকমাও দিয়ে দিয়েছেন। তবে রাশিয়ার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু-র ভূমিকাও কম নয়। সুরক্ষা বিশেষজ্ঞ আন্দ্রেই সলডাটভের দাবি, ‘‘রাশিয়ার সেনাবাহিনীর দায়িত্বের পাশাপাশি যুদ্ধাভিযানের পিছনেও শোইগুর মতামত গুরুত্বপূর্ণ।’’