হিরে ব্যবসায়ীর বাড়ি থেকে আড়াই কোটির হিরে এবং কয়েক লক্ষ টাকা চুরি করার অভিযোগ উঠল দুই পরিচারকের বিরুদ্ধে।
০৩১২
আধার কার্ড থেকে দু’জনের পরিচয় সংগ্রহ করে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।
০৪১২
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন রাজা যাদব এবং শত্রুঘ্ন কুমার। মুম্বইয়ের এক হিরে ব্যবসায়ীরা বাড়িতে পরিচারকের কাজ করতেন দুই যুবক।
০৫১২
গত ১০ ফেব্রুয়ারি রাতে ব্যবসায়ীর খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন রাজা এবং তাঁর সঙ্গী শত্রুঘ্ন। ওই ব্যবসায়ীর দাবি, রাতে খাওয়ার পরই তাঁরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন।
০৬১২
পর দিন সকালে ঘুম ভাঙার পর দেখেন বাড়ির সব কিছু ওলটপালট হয়ে রয়েছে। ব্যবসায়ীর দাবি, তখনই বুঝতে পেরেছিলেন, কিছু একটা অঘটন ঘটেছে।
০৭১২
তখনই দেখা যায় যে, আড়াই কোটি টাকার হিরে গায়েব। সঙ্গে কিছু গয়না এবং নগদ টাকাও চুরি গিয়েছে।
০৮১২
দুই পরিচারকেরও হদিস মিলছিল না। এর পরই ওই ব্যবসায়ী পুলিশের দ্বারস্থ হন।
০৯১২
মুম্বই পুলিশ দুই যুবকের ঘর থেকে উদ্ধার হওয়া আধার কার্ড থেকে তাঁদের বাসস্থানের হদিস পায়।
১০১২
তার পরই তারা বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মুম্বই পুলিশের একটি দল বিহারেও যায়।
১১১২
সেখানে বিহার পুলিশের সহযোগিতায় তারা তল্লাশি চালিয়ে প্রথমে শত্রুঘ্নকে গ্রেফতার করে। তাঁকে জেরা করে রাজারও হদিস পায় পুলিশ।
১২১২
দু’জনের কাছ থেকে চুরির টাকা এবং হিরে উদ্ধার হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।