Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Highest Paid Actors in 2022

শাহরুখ, সলমন না অক্ষয়! উপার্জনের নিরিখে ২০২২ সালে বলিপাড়ার কোন অভিনেতা এগিয়ে?

২০২২ সালে উপার্জনের নিরিখে বলিপাড়ার কোন অভিনেতা এগিয়ে রয়েছেন? অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমার... কার সম্পত্তির পরিমাণ বেশি?

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১৬:৩৫
Share: Save:
০১ ২০
Shah Rukh Khan

২০২৩ সালের শুরুতেই বলিপাড়ায় উঠেছিল ‘পাঠান’ ঝড়। ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ফিল্ম। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় চমক নিয়ে এসেছিলেন শাহরুখ খান। ২০২২ সালে কোনও হিন্দি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা না গেলেও একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ২০২২ সালে বলি অভিনেতাদের মধ্যে উপার্জনের নিরিখে এগিয়ে রয়েছেন শাহরুখই।

০২ ২০
Shah Rukh Khan

বলিউড সূত্রে খবর, একটি ছবিতে অভিনয় করতে ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন শাহরুখ। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ২৯২ কোটি টাকা)।

০৩ ২০
Amitabh Bachchan

শাহরুখের পরেই উপার্জনের শীর্ষে রয়েছেন বলিউডের ‘বিগ বি’। ২০২২ সালেবলি অভিনেতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’, ‘উঁচাই’, ‘গুডবাই’-এর মতো হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘ফক্ত মহিলাও মাতে’ নামের একটি গুজরাতি ছবিতেও কাজ করেছিলেন অমিতাভ।

০৪ ২০
Amitabh Bachchan

ছবি প্রতি ১০ থেকে ৩০ কোটি টাকা উপার্জন করেন অমিতাভ। বলিপাড়ার অন্যান্য অভিনেতাদের চেয়ে পারিশ্রমিক কম নিলেও সম্পত্তির পরিমাণে বাকি তারকাদের টেক্কা দিয়েছেন তিনি। অমিতাভের মোট সম্পত্তির পরিমাণ ৫০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮৫ কোটি টাকা।

০৫ ২০
Salman Khan

শুধু বড় পর্দাতেই নয়, ছোট পর্দায় রিয়্যালিটি শোয়ে সঞ্চালনা করে দর্শকের মন জিতে চলেছেন সলমন খান। ২০২২ সাল পর্যন্ত উপার্জনের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন ‘ভাইজান’।

০৬ ২০
Salman Khan

২০২২ সাল পর্যন্ত সলমনের মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। পারিশ্রমিকও কম পান না অভিনেতা। ছবি প্রতি ১০০ কোটি থেকে ১৫০ কোটি টাকা উপার্জন করেন তিনি।

০৭ ২০
Hrithik Roshan

চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন। বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে যে, আগামী নভেম্বরে শীত দেখা দিতে না দিতেই প্রেমিকা সাবা আজাদের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অভিনেতা। বলি তারকাদের মধ্যে উপার্জনের নিরিখেও খুব একটা পিছিয়ে নেই তিনি।

০৮ ২০
Hrithik Roshan

২০২২ সাল পর্যন্ত হৃতিকের মোট সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ হাজার ৮৫৯ কোটি টাকা। ছবি প্রতি ৭৫ থেকে ১০০ কোটি টাকা উপার্জন করেন হৃতিক।

০৯ ২০
Akshay Kumar

হৃতিকের পরেই উপার্জনের তালিকায় নাম জ্বলজ্বল করছে অক্ষয় কুমারের। ২০২২ সালে ‘রামসেতু’, ‘বচ্চন পান্ডে’, ‘কাটপুতলি’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষাবন্ধন’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয়।

১০ ২০
Akshay Kumar

ছবি প্রতি ৭০ থেকে ১১৫ কোটি টাকা উপার্জন করেন অক্ষয়। ২০২২ সাল পর্যন্ত অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার ৭৭৮ কোটি টাকা।

১১ ২০
Aamir Khan

বলি অভিনেতার মধ্যে উপার্জনের নিরিখে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন আমির খান। ২০২২ সালে মাত্র একটি ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘লাল সিংহ চড্ডা’য় মুখ্যচরিত্রে অভিনয় করার পাশাপাশি ‘সালাম ভেঙ্কি’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে।

১২ ২০
Aamir Khan

ছবি প্রতি ১০০ থেকে ১৫০ কোটি টাকা উপার্জন করেন আমির। ২০২২ সাল পর্যন্ত অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ১ হাজার ৯২০ কোটি টাকা)।

১৩ ২০
Saif Ali Khan

ছবির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা করে নিয়ে‌ছেন সইফ আলি খান। ছবি প্রতি অভিনয় করতে পারিশ্রমিক কম নিলেও বিজ্ঞাপনের প্রচার থেকে শুরু করে ওয়েব সিরিজ়ে অভিনয়— সব মিলিয়ে উপার্জনের নিরিখে অভিনেতাদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন সইফ।

১৪ ২০
Saif Ali Khan

একটি ছবিতে অভিনয় করতে ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন সইফ। ২০২২ সাল পর্যন্ত অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১৮০ কোটি টাকা।

১৫ ২০
Ajay Devgn

২০২২ সালে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘দৃশ্যম ২’, ‘রানওয়ে ৩৪’, ‘থ্যাঙ্ক গড’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন। উপার্জনের নিরিখে বলি নায়কদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন তিনি।

১৬ ২০
Ajay Devgn

ছবি প্রতি ৬০ থেকে ১২৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন অজয়। ২০২২ সাল পর্যন্ত তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৪৪৯ কোটি ৪২ লক্ষ টাকা)।

১৭ ২০
Ranbir Kapoor

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে রণবীর কপূর অভিনীত ‘তু ঝুঠী ম্যায় মক্কার’ ছবিটি। ২০২২ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রথম পর্বে শিবা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবি প্রতি ৬০ থেকে ৭৫ কোটি টাকা পারিশ্রমিক পান অভিনেতা।

১৮ ২০
Ranbir Kapoor

২০২২ সাল পর্যন্ত বলিপাড়ার অভিনেতাদের মধ্যে উপার্জনের নিরিখে তালিকায় নবম স্থানে রয়েছেন রণবীর কপূর। অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৪ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় এই পরিমাণ প্রায় ৩৬৮ কোটি টাকা।

১৯ ২০
Ranveer Singh

পেশোয়া প্রথম বাজিরাও হোক বা আলাউদ্দিন খিলজি— প্রতিটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেন রণবীর সিংহ। উপার্জনের নিরিখে বলি অভিনেতাদের তালিকায় রণবীর কপূরের পরেই দশম স্থানে রয়েছে অন্য এক রণবীরের নাম।

২০ ২০
Ranveer Singh

ছবি প্রতি অভিনয় করে ৩০ থেকে ৪৫ কোটি টাকা রোজগার করেন রণবীর সিংহ। ২০২২ সাল পর্যন্ত তাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৮৬ কোটি টাকা)।

সব ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy