এ যেন ৯/১১-র হাড়হিম করা জঙ্গি হামলার পুনঃসম্প্রচার! রাশিয়ার কাজ়ান শহরে ইউক্রেনীয় ড্রোন আক্রমণে দু’দশক পর ফিরল তার স্মৃতি। গগনচুম্বী বহুতলে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে আগুন। কী ভাবে মস্কোর যাবতীয় ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’কে (এয়ার ডিফেন্স সিস্টেম) ফাঁকি দিয়ে হামলা চালাল কিভ? ঘটনার পর এই প্রশ্নেরই চুলচেরা বিশ্লেষণে নেমেছেন দুনিয়ার তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সীমান্ত থেকে অন্তত হাজার কিলোমিটার (৬২০ মাইল) ভিতরে ড্রোন আক্রমণ চালিয়েছে ইউক্রেনীয় ফৌজ। রাজধানী মস্কোর ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত কাজ়ান শহরের ছ’টি সুউচ্চ বিলাসবহুল অট্টালিকাকে নিশানা করে কিভ। এর জন্য মোট আটটি মানববিহীন উড়ুক্কুযান ব্যবহার করেছেন তাঁরা। যদিও সরকারি ভাবে এই ড্রোন হামলার কথা স্বীকার করেনি ইউক্রেন।