Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
Playboy

কখনও শরীরে উল্কি আঁকা, কখনও বিনোদনের জন্য..., কী কী হয় এই ‘ম্যানসন পার্টি’তে

অতিথিদের বিনোদনের জন্য রয়েছে হরেক রকম ব্যবস্থা। খানাপিনার মাধ্যমে অতিথিদের মন ভরে গেলেও পার্টি ফ্লোরের কোনায় কোনায় ভেসে ওঠে উদ্দাম উত্তেজনা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ক্যালিফর্নিয়া শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৩ ১৩:৫২
Share: Save:
০১ ১৭
যত রাত বাড়ছে, পার্টিতে বেড়ে উঠছে অতিথিদের ভিড়। তবে এই পার্টি জনসাধারণের জন্য নয়। নামীদামি তারকাদের জন্য বিলাসবহুল প্রাসাদসম বাড়িতে মনোরঞ্জনের আয়োজন করা হয়েছ। সেই পার্টিতে কখনও আসেন হলিপাড়ার পরিচালক, কখনও আসেন হলিউডের সুন্দরীরা।

যত রাত বাড়ছে, পার্টিতে বেড়ে উঠছে অতিথিদের ভিড়। তবে এই পার্টি জনসাধারণের জন্য নয়। নামীদামি তারকাদের জন্য বিলাসবহুল প্রাসাদসম বাড়িতে মনোরঞ্জনের আয়োজন করা হয়েছ। সেই পার্টিতে কখনও আসেন হলিপাড়ার পরিচালক, কখনও আসেন হলিউডের সুন্দরীরা।

প্রতীকী ছবি।

০২ ১৭
অতিথিদের বিনোদনের জন্য রয়েছে হরেক রকম ব্যবস্থা। খানাপিনার মাধ্যমে অতিথিদের মন ভরে গেলেও পার্টি ফ্লোরের কোনায় কোনায় ভেসে ওঠে উত্তেজনা।

অতিথিদের বিনোদনের জন্য রয়েছে হরেক রকম ব্যবস্থা। খানাপিনার মাধ্যমে অতিথিদের মন ভরে গেলেও পার্টি ফ্লোরের কোনায় কোনায় ভেসে ওঠে উত্তেজনা।

প্রতীকী ছবি।

০৩ ১৭
পার্টির মাঝেই ঘোরাফেরা করতে দেখা যায় কমবয়সি তরুণীদের। তবে তাঁদের পরনে সুতোর লেশমাত্র নেই।

পার্টির মাঝেই ঘোরাফেরা করতে দেখা যায় কমবয়সি তরুণীদের। তবে তাঁদের পরনে সুতোর লেশমাত্র নেই।

প্রতীকী ছবি।

০৪ ১৭
Tiffany Lang

কোনও তরুণীর গায়ে পোশাক না থাকলেও তাঁর নগ্নতা ঢেকেছেন তুলির ছোঁয়ায়। সারা শরীরে এমন ভাবে উল্কি আঁকিয়েছেন, রং করেছেন— যা খালি চোখকে চটজলদি ফাঁকি দিতে পারে।

ছবি: সংগৃহীত।

০৫ ১৭
তবে, বিলাসবহুল বাড়ির এই জাঁকজমকপূর্ণ গোপন পার্টিতে দিশাহীন হয়ে ঘুরে বেড়ান না তরুণীরা। অতিথি হিসাবে নিমন্ত্রিত না হলেও তাঁদের আহ্বান জানানো হয় অতিথিদের বিনোদনের জন্য।

তবে, বিলাসবহুল বাড়ির এই জাঁকজমকপূর্ণ গোপন পার্টিতে দিশাহীন হয়ে ঘুরে বেড়ান না তরুণীরা। অতিথি হিসাবে নিমন্ত্রিত না হলেও তাঁদের আহ্বান জানানো হয় অতিথিদের বিনোদনের জন্য।

প্রতীকী ছবি।

০৬ ১৭
Tiffany Lang

তথাকথিত গোপন পার্টি আসলে প্লেবয় ম্যানসনের অন্দরমহলের কাহিনি। ক্যালিফর্নিয়ার এই ম্যানসনে কোনও পার্টি হলে দেখা মিলত টিফ্যানি ল্যাঙ্গের।

ছবি: সংগৃহীত।

০৭ ১৭
Tiffany Lang

২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত প্লেবয় ম্যানসনের ‘পেইন্ট গার্ল’ হিসাবে পরিচিত ছিলেন টিফ্যানি।

ছবি: সংগৃহীত।

০৮ ১৭
Tiffany Lang

প্লেবয় ম্যানসনের সেই বিলাসবহুল পার্টির পাশাপাশি নিজের জীবনের নানা ঘটনার কথা উল্লেখ করেছেন টিফ্যানি। ডেলি স্টারকে দেওয়া এক প্রতিবেদনে তিনি জানান যে, বাইরে থেকে প্লেবয় ম্যানসন নিয়ে সকলের উৎসাহ থাকলেও এর ভিতরের পরিবেশ আন্দাজ করাও কঠিন।

ছবি: সংগৃহীত।

০৯ ১৭
প্লেবয় পত্রিকার মুখ্য সম্পাদক হিউগ হেফনার তাঁর এই প্রাসাদসম বাড়িতে বিনোদনের কোনও অভাব রাখতেন না বলে দাবি করেন টিফ্যানি।

প্লেবয় পত্রিকার মুখ্য সম্পাদক হিউগ হেফনার তাঁর এই প্রাসাদসম বাড়িতে বিনোদনের কোনও অভাব রাখতেন না বলে দাবি করেন টিফ্যানি।

ছবি: সংগৃহীত।

১০ ১৭
Tiffany Lang

টানা তিন বছর হিউগের পার্টি প্যাডের প্রধান সদস্যা ছিলেন টিফ্যানি। জনসাধারণ ম্যানসনের পার্টিতে আসতে পারতেন না। তবে হলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে টিফ্যানির।

ছবি: সংগৃহীত।

১১ ১৭
প্লেবয় ম্যানসনের এক পার্টিতে উপস্থিত ছিলেন ‘কিল বিল’ ছবির পরিচালক কোয়ান্তিন তারান্তিনো। পরিচালকের বিনোদনের জন্য নগ্নও হতে হয়েছিল টিফ্যানিকে।

প্লেবয় ম্যানসনের এক পার্টিতে উপস্থিত ছিলেন ‘কিল বিল’ ছবির পরিচালক কোয়ান্তিন তারান্তিনো। পরিচালকের বিনোদনের জন্য নগ্নও হতে হয়েছিল টিফ্যানিকে।

ছবি: সংগৃহীত।

১২ ১৭
Tiffany Lang

তবে, নগ্নতা ঢাকা দিয়েছিলেন ‘পেইন্ট গার্ল’। ‘কিল বিল’ ছবিতে বহুল পরিচিত হলুদরঙা পোশাক অনুকরণ করে তাঁর শরীরে রং করেছিলেন তিনি। পরিচালকের সঙ্গে ছবি তুলে জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন।

ছবি: সংগৃহীত।

১৩ ১৭
Tiffany Lang

টিফ্যানি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার এক প্রাক্তন প্রেমিক ভেবেছিল এই বাড়ির ভিতর থাকলে দুর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী থাকা যায়। তবে ম্যানসনে কিছু সময় কাটানোর পর ও আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আমি এখানে কী করছি?’’

ছবি: সংগৃহীত।

১৪ ১৭
টিফ্যানিকে পার্টিতে পোশাকহীন অবস্থায় হাঁটাচলা করতে দেখেন তাঁর প্রাক্তন প্রেমিক। ম্যানসনের অন্দরমহলে টিফ্যানিকে কী কাজের নির্দেশ দেওয়া হয় তা দেখে অবাক হয়ে যান ওই যুবক।

টিফ্যানিকে পার্টিতে পোশাকহীন অবস্থায় হাঁটাচলা করতে দেখেন তাঁর প্রাক্তন প্রেমিক। ম্যানসনের অন্দরমহলে টিফ্যানিকে কী কাজের নির্দেশ দেওয়া হয় তা দেখে অবাক হয়ে যান ওই যুবক।

প্রতীকী ছবি।

১৫ ১৭
Tiffany Lang

টিফ্যানি বলেন, ‘‘আমরা যাঁরা এখানে থাকি, তাঁদের কাছে সব কিছু খুবই স্বাভাবিক। কিন্তু বাইরে থেকে কেউ এখানে হঠাৎ করে এলে এ সব তাঁর কাছে অস্বাভাবিক লাগতে বাধ্য।’’

ছবি: সংগৃহীত।

১৬ ১৭
Tiffany Lang

২০১৫ সালে প্লেবয় ম্যানসনের পার্টি প্যাডের চাকরি ছেড়ে দেন টিফ্যানি। তার পর অন্য চাকরির সন্ধান করতে থাকেন তিনি। কিন্তু ‘পেইন্ট গার্ল’-এর তকমা তাঁর নামের সঙ্গে জুড়ে যাওয়ায় কেউ কাজ দিতে চাননি টিফ্যানিকে।

ছবি: সংগৃহীত।

১৭ ১৭
Tiffany Lang

বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরির চেষ্টা করেছিলেন টিফ্যানি। কিন্তু অতীত কখনও তাঁর পিছু ছাড়েনি বলে জানিয়েছেন তিনি। বর্তমানে গোপন পার্টির অন্ধকার থেকে তিনি বহু দূরে রয়েছেন। তিন সন্তান নিয়েই ব্যস্ত জীবন টিফ্যানির।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy