Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
World's Largest Residence

বাকিংহাম প্রাসাদের চার গুণ, রয়েছে বাঙালি যোগ! কোথায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় বসতবাড়ি?

ইট-কাঠ-পাথরের বড় বড় ইমারত তৈরি করা সহজ। কিন্তু সেই ইমারতকে বাড়ি বানাতে দরকার আরও অনেক কিছু। পৃথিবী জুড়ে তেমন বড় ইমারত অনেক আছে। কিন্তু সবচেয়ে বড় বসত বাড়িটি রয়েছে আমাদের ভারতে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৯:৫৬
Share: Save:
০১ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

ইট-কাঠ-পাথরের বড় বড় ইমারত তৈরি করা সহজ। কিন্তু সেই ইমারতকে বাড়ি বানাতে দরকার আরও অনেক কিছু। পৃথিবী জুড়ে তেমন বড় ইমারত অনেক আছে। কিন্তু সবচেয়ে বড় বসত বাড়িটি রয়েছে আমাদের ভারতে।

০২ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

আকারে এতটাই বড় সেই বাড়ি, যে বাকিংহাম প্রাসাদকেও টেক্কা দেয়!

০৩ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

যদিও এই বাড়ি দেশের ধনীশ্রেষ্ঠ মুকেশ অম্বানির সাধের অ্যান্টিলিয়া নয়। আদানি কিংবা বিড়লাদের বাড়িও নয়।

০৪ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

এই বাড়ির ঠিকানা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে। যদিও তাঁর সঙ্গে এই বাড়ির কোনও যোগ নেই।

০৫ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

যোগ রয়েছে এই বাংলারই দুই অভিনেত্রীর। রিয়া সেন এবং রাইমা সেনের।

০৬ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের দুই নাতনির সঙ্গে এই প্রাসাদের যোগ কী ভাবে? সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে জেনে নেওয়া যাক এই বাড়ির ইতিহাস।

০৭ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

আকারে ব্রিটেনের রাজবাড়ি বাকিংহাম প্রাসাদের থেকে চারগুণ বড় এই প্রাসাদোপম বাড়ির মালিক বরোদার গায়েকোয়াড় রাজপরিবার। মরাঠী এই রাজবংশ এককালে গুজরাতের বরোদাতেও রাজত্ব করেছে।

০৮ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

এই বংশেরই রাজা মহারাজা তৃতীয় সওয়াজি রাও গায়কোয়াড় বানিয়েছিলেন এই রাজপ্রাসাদ। নাম ‘লক্ষ্মীবিলাস প্যালেস’। সেটা ১৮৯০ সাল।

০৯ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

৫০০ একর বিস্তৃত জমির উপর ওই বিরাট প্রাসাদ বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটেনের নামী স্থপতি মেজর চার্লস মন্তকে।

১০ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

মন্ত ততদিনে কোলাপুর আর দ্বারভাঙ্গার প্রাসাদ বানিয়ে বিখ্যাত। বরোদার মহারাজার প্রস্তাবে তিনি রাজি হন। তবে মোটা পারিশ্রমিকও নেন। কারণ কাজটা ছিল তাঁর অন্যান্য কাজের থেকে অনেক বেশি কঠিন।

১১ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

তিন কোটি চার লক্ষ ৯২ হাজার বর্গফুটের একখানা বিশাল রাজপ্রাসাদকে দাঁড় করানো মুখের কথা নয়। বিষয়টা কতখানি বড় তা ব্রিটেনের রাজপ্রাসাদের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে।

১২ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

বাকিংহাম প্যালেস দাঁড়িয়ে রয়েছে মাত্র আশি লক্ষ ২১ হাজার ৮২১ বর্গফুট এলাকায়। বরোদার লক্ষ্মীবিলাস প্যালেসে এমন চারটি প্রাসাদ অনায়াসে ঢুকে যাবে।

১৩ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

শোনা যায় এই প্রাসাদটি বানাতে সেই সময় খরচ হয়েছিল এক লক্ষ ৮০ হাজার ব্রিটিশ পাউন্ড স্টারলিং। আর আজকের দিনে এই প্রাসাদের মূল্য কম করে হলেও দাঁড়াবে ২৫ হাজার কোটি টাকায়।

১৪ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

মন্তের মোটা পারিশ্রমিকের অবশ্য আরও অনেক কারণ আছে। সে যুগে এই প্রাসাদে ছিল আধুনিক এবং বিলাসবহুল ব্যবস্থাপনার খনি।

১৫ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

আজ থেকে ১৩৩ বছর আগে তৈরি সেই প্রাসাদে ছিল লিফট। রাজবাড়িতে আসা ইউরোপীয় অতিথিদের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিল ‘টেন হোল গল্ফ কোর্স’ বা গল্ফ খেলার মাঠ। প্রাসাদের প্রশস্ত উদ্যানে ছিল ক্লাব হাউসও। এখন সেই গল্ফের মাঠ অবশ্য অবারিত জনতার জন্য।

১৬ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

প্রাসাদের ভিতরেই ছিল রাজকন্যা এবং রাজপুত্রদের জন্য স্কুল। আর সেই স্কুলে তাদের নিয়ে যাওয়ার জন্য আসত বিশেষ ট্রেন। সেই ছোট রেলগাড়ি এবং ছোট রেললাইনও প্রাসাদের ভিতরেই তৈরি করিয়েছিলেন মহারাজা সওয়াজি রাও। সেই স্কুল অবশ্য এখন জাদুঘর। নাম মহারাজা ফতে সিংহ মিউজিয়াম। আর সেই রেলগাড়ির ইঞ্জিনটিও প্রদর্শিত রয়েছে সেখানেই।

১৭ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

রাজবাড়ির ভিতরে মোতিবাগে তৈরি করা হয়েছিল ক্রিকেট খেলার মাঠ। তবে সেই মাঠে শুধু ক্রিকেট নয়, ব্যবস্থা ছিল টেনিস এবং ব্যাডমিন্টন খেলারও। কাঠের মেঝে তৈরি করে বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল সেই ব্যাডমিন্টনের কোর্ট। এক কালে এই কোর্টে অল ইন্ডিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ খেলাও হয়েছে।

১৮ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

লক্ষ্মীবিলাস প্রাসাদে সে যুগেও ছিল শরীর চর্চার কেন্দ্র, ছিল সাঁতার সরোবর। সে সবের এখন আধুনিকীকরণ হয়েছে। এখন প্রাসাদের ভিতরে রয়েছে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের মূল দফতর।

১৯ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

রাজপ্রাসাদের রাজদরবারও দেখার মতো। নামী চিত্রকরদের আঁকা ছবি, ঝকঝকে স্ফটিকের ঝাড়বাতি, শ্বেত মর্মরে রঙিন পাথরের নকশা করা মেঝে। দেওয়ালে, স্তম্ভে সূক্ষ্ম কারুকাজ। সিলিংয়ে রঙিন কাচের মিনাকারি।

২০ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

এ হেন প্রাসাদটি প্রায় পুরোটাই তৈরি করে ফেলার পর ব্রিটিশ স্থপতির হঠাৎ মনে হয় প্রাসাদটি খুব শীঘ্রই ভেঙে পড়বে। প্রবল অপরাধবোধ থেকে তিনি কাজ অসম্পূর্ণ রেখেই আত্মহত্যা করেন। যদিও ওই প্রাসাদ আজও নিজের জায়গা থেকে টলেনি।

২১ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

মন্তের বাকি থাকা কাজ সম্পূর্ণ করেন ব্রিটেনেরই আরও এক স্থপতি রবার্ট ফেলোজ ক্রিসহোম।

২২ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

বর্তমানে এই প্রাসাদ বংশানুক্রমে হাতে এসেছে মহারাজা সমরজিৎ সিংহ গায়কোয়াড়ের। তাঁর স্ত্রী রাধিকারাজে গায়কোয়াড়।

২৩ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

আর এঁরা জন্মসূত্রে বাংলার অভিনেত্রী রাইমা এবং রিয়ার আত্মীয়।

২৪ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

সম্পর্কের সূত্র অবশ্য এই প্রাসাদের প্রতিষ্ঠাতা মহারাজা সওয়াজি রাও নিজেই।

২৫ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

তাঁর জ্যেষ্ঠা কন্যা ইন্দিরা দেবীর সঙ্গে বিয়ে হয় কোচবিহারের রাজপুত্র জিতেন্দ্র নারায়ণের সঙ্গে। যিনি পরে কোচবিহারের রাজা হন।

২৬ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

ইন্দিরা দেবী ছিলেন সওয়াজি রাওয়ের দ্বিতীয় স্ত্রী ছিমিবাইয়ের কন্যা। এবং কোচবিহারের রানি।

২৭ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

তাঁরই পাঁচ পুত্র কন্যার মধ্যে বড় মেয়ে ইলাদেবীর সন্তান ভারত দেববর্মণ। যিনি ত্রিপুরার রাজপুত্র এবং বিয়ে করেছিলেন বাঙালি অভিনেত্রী সুচিত্রা-কন্যা মুনমুন সেনকে।

২৮ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection tooতিম

ইন্দিরা দেবীর পাঁচ সন্তানের মধ্যে জগৎ সিংহ ছিলেন কোচবিহারের রাজা। কনিষ্ঠা কন্যা রাজকুমারী গায়ত্রী দেবী পরে হন রাজস্থানের রাজা মান সিংহের রানি।

২৯ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

তিন কন্যার মধ্যে জ্যেষ্ঠ ইলা দেবীর (ছবিতে ডান দিকে) বিয়ে হয়েছিল ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকৃষ্ণ দেববর্মার সঙ্গে। তাঁদেরই সন্তান ভরত। রিয়া-রাইমা সম্পর্কে ইলা দেবীর নাতনি।

৩০ ৩০
This is the world largest residence which is housed in india and have a bengal connection too

অর্থাৎ বিশ্বের অন্যতম বড় প্রাসাদ আর সবচেয়ে বড় বাসস্থান গুজরাতের বরোদায় হলেও তার সঙ্গে খুব দূরের সম্পর্ক নয় বাংলার। বরং সুতোয় হালকা টানেই একে একে চলে আসবে কলকাতা থেকে কোচবিহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy