These Photos proved How Arctic Glaciers has been changed over 100 years dgtl
Arctic Glaciers
সুমেরুর এতটা বদল! চোখ কপালে উঠেছে বিজ্ঞানীদের
উনিশ শতকের গোড়ার দিকে সুমেরু অঞ্চলে অভিযাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯০৬-তে রবার্ট পেরি নামে এক অভিযাত্রী দাবি করেন, তিনিই প্রথম পা রেখেছেন সুমেরুতে। এরপর প্রায় ১০০ বছর ধরে চলে আসছে রহস্যময় সুমেরু অঞ্চলকে নিয়ে নানা গবেষণা, সমীক্ষা। সুমেরু নিয়ে আমরা যত জানতে সেখানে গিয়েছি, ততই নষ্ট করেছি তার সৌন্দর্য।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ১৭:৩৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
ক্রিস্টিয়ান আসলাদ একজন চিত্র সাংবাদিক। গ্রিনপিস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গেও যুক্ত তিনি।
০২১৪
এখন (২০০২)
০৩১৪
সুমেরু কতটা বদলেছে? এই গবেষণা করতে গিয়ে নরওয়ের স্ভালবার্ডের হিববাহকে নিয়ে বেশ কিছু পুরনো ছবি জোগাড় করেন নরওয়ে পোলার ইনস্টিউট থেকে।
০৪১৪
এখন (২০০২)
০৫১৪
ওই ছবিগুলি যে যে জায়গা থেকে তোলা হয়েছিল, ঠিক সেই জায়গা থেকে ২০০২ সালে নতুন করে ছবি তোলেন আসলাদ। তিনি যে সব ছবি ক্যামেরাবন্দি করলেন, তা দেখে রীতিমতো অবাক। এতটা বদলে গিয়েছে সুমেরু!
০৬১৪
এখন (২০০২)
০৭১৪
আসলাদের এই ছবি প্রকাশ পেতেই রীতিমতো ঝড় ওঠে। একটি ‘মাই ক্লাইমেট অ্যাকশন’ হ্যাশ ট্যাগ দিয়ে ক্যাম্পেন শুরু করে ন্যাশনাল জিওগ্রাফি।
০৮১৪
এখন (২০০২)
০৯১৪
শুধুমাত্র ন্যাশনাল জিওগ্রাফি নয়, সুমেরুর পরিবেশ সংরক্ষণের প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ মানুষও। গ্রিনপিস নামে এই স্বেচ্ছসেবী সংস্থাও আন্দোলনে সামিল হয়েছে।
১০১৪
এখন (২০০২)
১১১৪
কী তাঁদের প্রতিবাদ? পরিবেশ সংরক্ষণের পাশাপাশি সুমেরুর বরফের চাদরে ড্রিল করে খনিজ তেল তোলাকে নিষিদ্ধ করার আর্জি জানায় ইউরোপীয় ইউনিয়নের কাছে।
১২১৪
এখন (২০০২)
১৩১৪
১৯৬৮ থেকে শুরু হয়েছে সুমেরু মহাদেশে খননকার্য। ২০০৮-র মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের একটি রিপোর্ট বলছে, সুমেরু মহাদেশের বরফের তলায় এখনও প্রায় ৯ হাজার কোটি ব্যারেল খনিজ তেল রয়েছে।