নারায়ণ সান্যালের ‘প্রবঞ্চক’-এর কাহিনি মনে পড়ে? কী ভাবে লিওনার্দো দ্য ভিঞ্চির বিশ্ববিখ্যাত মোনালিসা চুরি যায়, এবং কী ভাবে তা উদ্ধার হয়, তার রোমহর্ষক বর্ণনা রয়েছে সেই উপন্যাসে। দ্য ভিঞ্চির মোনালিসার মতোই বিখ্যাত শিল্পসৃষ্টি ‘দ্য স্ক্রিম’। এডওয়ার্ড মুনখ এঁকেছিলেন এই ছবি। এই ছবি নিয়েও রহস্য নেহাত কম নেই। রহস্য এর বিষয় বা শৈলী নিয়ে নয়। রহস্য, এই শিল্পকর্ম চুরি যাওয়া নিয়ে। এক বার নয়, দু’বার চুরি গিয়েছিল ছবিটি।