All need to know about IFS officer Nidhi Tewari who is appointed as private secretary to PM Narendra Modi dgtl
Nidhi Tewari
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামলেছেন বহু গুরুদায়িত্ব! মোদীর ব্যক্তিগত সচিব হওয়া বারাণসীর কন্যা নিধি কে?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিধি উত্তরপ্রদেশের কন্যা। প্রধানমন্ত্রী মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর মেহমুরগঞ্জের বাসিন্দা তিনি।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৩:২৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘প্রাইভেট সেক্রেটারি’ (ব্যক্তিগত সচিব) পদে নিযুক্ত হলেন আইএফএস অফিসার নিধি তেওয়ারি। সোমবার তেমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
০২১৪
একটি আদেশনামা অনুযায়ী, এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন নিধি। সেখান থেকে তাঁকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব করা হয়েছে।
০৩১৪
২৯ মার্চের ওই আদেশনামায় বলা হয়েছে, “মন্ত্রিসভার নিয়োগ কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-সচিব হিসাবে কর্মরত নিধি তিওয়ারিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করেছে। নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।’’
০৪১৪
সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই নিধিকে নিয়ে হইচই পড়েছে। তিনি কে, তা জানতে খোঁজখবর শুরু করেছে আমজনতা।
০৫১৪
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিধি উত্তরপ্রদেশের কন্যা। প্রধানমন্ত্রী মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর মেহমুরগঞ্জের বাসিন্দা তিনি।
০৬১৪
ইউপিএসসি উত্তীর্ণ হওয়ার পর ২০১৪ সালে আইএফএস অফিসার হিসাবে কাজে যোগ দিয়েছিলেন নিধি।
০৭১৪
প্রতিবেদন অনুযায়ী, নিধি ‘ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন’ বা ইউপিএসসি পরীক্ষায় ৯৬তম স্থান অর্জন করেছিলেন।
০৮১৪
আইএফএস অফিসার হওয়ার আগে বারাণসীতে সহকারী কমিশনার (কমার্শিয়াল ট্যাক্স) হিসাবে কাজ করতেন নিধি। চাকরির পাশাপাশি চলত ইউপিএসসির প্রশিক্ষণও। অক্লান্ত পরিশ্রমই তাঁকে সাফল্য এনে দেয়।
০৯১৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিধি যোগ দেন ২০২২ সালে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্ডার সেক্রেটারি হিসাবে যোগ দেন তিনি। এর পর ২০২৩ সালের ৬ জানুয়ারি তাঁকে উপ-সচিব করা হয়।
১০১৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘বিদেশ এবং নিরাপত্তা’ বিভাগে উপ-সচিব হিসাবে কাজ করছিলেন নিধি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালকে রিপোর্ট করতেন তিনি।
১১১৪
বিদেশ মন্ত্রকের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগেও কাজ করেছেন নিধি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করা কমবয়সি আমলাদের মধ্যে তিনি অন্যতম।
১২১৪
২০২৩ সালে নয়াদিল্লিতে বসেছিল জি২০ শীর্ষ সম্মেলনের আসর। সেই সময় পুরো বিষয়টি আয়োজনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নিধি।
১৩১৪
প্রধানমন্ত্রী মোদীর দু’জন ব্যক্তিগত সচিব রয়েছেন— বিবেক কুমার এবং হার্দিক সতীশচন্দ্র শাহ। ফেব্রুয়ারিতে আরবিআইয়ের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে প্রধানমন্ত্রী মোদীর মুখ্য সচিব-২ পদে নিযুক্ত করা হয়েছিল।
১৪১৪
উল্লেখ্য, সংঘাতে জর্জরিত মণিপুরের চুরাচান্দপুর জেলার প্রাক্তন ডেপুটি কমিশনার পবন যাদবকে গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত সচিব হিসাবে মনোনীত করা হয়েছে।