তিনি প্রধানমন্ত্রীর চেয়ারেও আছেন, আবার ঝাঁটা হাতে মাঠেঘাটেও আছেন। কখনও তেজস বিমানে আকাশে মহড়া দিচ্ছেন, তো কখনও ডুব দিচ্ছেন সমুদ্রতলে! গত দেড় থেকে দু’বছর মোদীর গতিবিধিতে নজর দিলে দেখা যাবে, তিনি রণে-বনে-জলে-জঙ্গলে সর্বত্র বিদ্যমান। শুধু তা-ই নয়, ‘রোমে গেলে রোমান সাজা’র নীতিকে মাথায় রেখে মোদীর বেশভূষাও বদলেছে প্রতিটি সফরে। লোকসভা নির্বাচনের আগে তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোশাকনামায় চোখ রাখল আনন্দবাজার অনলাইন।
মাস চারেক আগেই তেজসে উঠে একটা ছোটখাটো মহড়া বা ‘সর্টি’ নিয়ে এলেন প্রধানমন্ত্রী। তেজস বায়ুসেনাবাহিনীর যুদ্ধবিমান, যা যুদ্ধক্ষেত্রে শত্রুঘাঁটি ধ্বংস করার পাশাপাশি উদ্ধারকাজেও ব্যবহার হয়। মোদী যুদ্ধক্ষেত্রে না গেলেও পুরোদস্তুর বায়ুসেনার পোশাকেই সেজেছিলেন। বসেছিলেন তেজসের কো-পাইলটের আসনে। পরে বিমান থেকে নেমে কালো রোদচশমা পরে কোমরের কাছে হেলমেটটিকে ধরে যখন এগিয়ে আসছিলেন, তখন সেই দৃশ্য দেখে ঈর্ষান্বিত হয়েছিলেন গ্ল্যামার জগতের বহু তারকাও। অনেকে দৃশ্যটিকে টম ক্রুজ অভিনীত হলিউডের ছবি ‘টপ গান: মাভেরিক’-এর সঙ্গেও তুলনা করেছিলেন।