Temperature rises by 3 degrees, met department predicts rain in South Bengal at the end of this week dgtl
West Bengal Weather Update
দরজায় কড়া নাড়ছে বসন্ত, তবে কি শীতের ‘ছুটি’র ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে?
রাজ্য থেকে পাকাপাকি ভাবে চলে যাচ্ছে শীত? যে ভাবে তাপমাত্রা বাড়ছে, তাতে ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্যে কি এ বার বসন্তের আগমন ঘটছে?
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতাশেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
বেড়েই চলেছে তাপমাত্রা। তবে কি মাঘ মাস শেষ হওয়ার আগেই বিদায় নেবে শীত? কী বলছে হাওয়া অফিস?
০২১২
পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেল প্রায় তিন ডিগ্রি।
০৩১২
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস।
০৪১২
যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি।
০৫১২
তা হলে তার আগেই কি রাজ্য থেকে পাকাপাকি ভাবে উধাও হতে চলেছে শীত? ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্য প্রবেশ করতে চলেছে বসন্ত?
০৬১২
অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে হাওয়া অফিসের পূর্বাভাস থেকে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে।
০৭১২
তবে শীত আবার ফিরবে কি না, তার কোনও নিশ্চয়তা দেয়নি আলিপুর।
০৮১২
গত দু’দিন ধরেই রাজ্যে ঊর্ধ্বমুখী পারদ। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনেও রাজ্যে তাপমাত্রায় বিশেষ কোনও হেরফের থাকবে না।
০৯১২
তাপমাত্রা কমারও কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা।
১০১২
আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়াই বদল আসতে পারে। রবিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে একাধিক জেলা।
মঙ্গলবার দার্জিলিঙের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।