২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে ভারতীয় ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল মহেন্দ্র সিংহ ধোনির। তার পর কেটে গিয়েছে ষোলো বছর। অভিষেক ম্যাচে ধোনির সতীর্থরা ব্যাট প্যাড তুলে রেখেছেন আগেই। কিন্তু তিনি, ধোনি এখনও বহমান। ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের সেই ম্যাচের সতীর্থরা আজ কে কোথায়? দেখে নেওয়া যাক।
সৌরভ গঙ্গোপাধ্যায় — তখন ভারতীয় দলের রিমোট কন্ট্রোল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। তাঁর নেতৃত্বেই ধোনির অভিষেক হয়েছিল ভারতীয় দলে। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে ওপেন করতে নেমেছিলেন সৌরভ। দলের অধিনায়কও ছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য একেবারেই রান পাননি। ২০০৮ সালে অবসর নেন সৌরভ। এখন তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট।