Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Waqar Younis

সর্বকালের সেরা একাদশ বাছলেন ওয়াকার, ভারত থেকে শুধুই সচিন

ওয়াকার ইউনিস বেছে নিলেন তাঁর সর্বকালের সেরা ক্রিকেট একাদশ। সেই একাদশে ভারত থেকে আছেন মাত্র একজন। অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের প্রাধান্যই বেশি ওয়াকারের ক্রিকেট একাদশে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:০০
Share: Save:
০১ ১৩
ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ফাস্ট বোলার। দুরন্ত গতি, রিভার্স সুইং আর নিখুঁত ইয়র্কার দিয়ে বিপক্ষ ব্যাটসম্যানকে বোকা বানাতে ‘বুরেওয়ালা এক্সপ্রেস’-র জুড়ি মেলা ভার। চোট আঘাতে বারবার ক্রিকেট কেরিয়ার হোঁচট খেলেও তাঁর ঝুলিতে আছে ৩৭৬টি টেস্ট উইকেট আর একদিনের ক্রিকেটের ৪১৬টি উইকেট।

ছিলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম বিধ্বংসী ফাস্ট বোলার। দুরন্ত গতি, রিভার্স সুইং আর নিখুঁত ইয়র্কার দিয়ে বিপক্ষ ব্যাটসম্যানকে বোকা বানাতে ‘বুরেওয়ালা এক্সপ্রেস’-র জুড়ি মেলা ভার। চোট আঘাতে বারবার ক্রিকেট কেরিয়ার হোঁচট খেলেও তাঁর ঝুলিতে আছে ৩৭৬টি টেস্ট উইকেট আর একদিনের ক্রিকেটের ৪১৬টি উইকেট।

০২ ১৩
ওয়াকার ইউনিস বেছে নিলেন তাঁর সর্বকালের সেরা ক্রিকেট একাদশ। সেই একাদশে ভারত থেকে আছেন মাত্র একজন। অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের প্রাধান্যই বেশি ওয়াকারের ক্রিকেট একাদশে।

ওয়াকার ইউনিস বেছে নিলেন তাঁর সর্বকালের সেরা ক্রিকেট একাদশ। সেই একাদশে ভারত থেকে আছেন মাত্র একজন। অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের প্রাধান্যই বেশি ওয়াকারের ক্রিকেট একাদশে।

০৩ ১৩
তালিকার শুরুতেই আছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তী অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের ধারেকাছে আজও কোনও ব্যাটসম্যান পৌঁছতে পারেননি। ৯৯.৯৪ গড় সহ টেস্টে ৬,৯৯৬ রান করেছিলেন ব্র্যাডম্যান। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৩৪।

তালিকার শুরুতেই আছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তী অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের ধারেকাছে আজও কোনও ব্যাটসম্যান পৌঁছতে পারেননি। ৯৯.৯৪ গড় সহ টেস্টে ৬,৯৯৬ রান করেছিলেন ব্র্যাডম্যান। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৩৪।

০৪ ১৩
ইউনিসের স্বপ্নের দলে ব্র্যাডম্যানের সঙ্গে ইনিংস শুরু করবেন আরেক অস্ট্রেলীয় ম্যাথু হেডেন। খুব কম সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার হয়ে উঠেছিলেন ‘হেডোস’। টেস্টে হেডেনের মোট রান ৮,৬২৫। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৮০। একদিনের ক্রিকেটে ২০০৩ আর ২০০৭, দু’টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হেডেন।

ইউনিসের স্বপ্নের দলে ব্র্যাডম্যানের সঙ্গে ইনিংস শুরু করবেন আরেক অস্ট্রেলীয় ম্যাথু হেডেন। খুব কম সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ওপেনার হয়ে উঠেছিলেন ‘হেডোস’। টেস্টে হেডেনের মোট রান ৮,৬২৫। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৮০। একদিনের ক্রিকেটে ২০০৩ আর ২০০৭, দু’টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন হেডেন।

০৫ ১৩
তিন নম্বর আছেন বিশ্ব ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪০১। টেস্ট ক্রিকেটে লারার মোট রান ১১,৯১২।

তিন নম্বর আছেন বিশ্ব ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা। টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪০১। টেস্ট ক্রিকেটে লারার মোট রান ১১,৯১২।

০৬ ১৩
চার নম্বরে আছেন ‘আধুনিক ডন’ সচিন তেন্ডুলকর। টেস্টে ১৫,৯২১ রান আর একদিনের ক্রিকেটে ১৮,৪২৬ রান আছে তাঁর সংগ্রহে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৪৮। একদিনের ক্রিকেটে মোট ছ’টি বিশ্বকাপ খেলেছেন সচিন। ভারত থেকে একমাত্র সচিনই আছেন ইউনিসের সেরা একাদশে।

চার নম্বরে আছেন ‘আধুনিক ডন’ সচিন তেন্ডুলকর। টেস্টে ১৫,৯২১ রান আর একদিনের ক্রিকেটে ১৮,৪২৬ রান আছে তাঁর সংগ্রহে। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৪৮। একদিনের ক্রিকেটে মোট ছ’টি বিশ্বকাপ খেলেছেন সচিন। ভারত থেকে একমাত্র সচিনই আছেন ইউনিসের সেরা একাদশে।

০৭ ১৩
পাঁচ নম্বরে বিশ্ব ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৯১। টেস্ট ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ছিয়াশির ওপর। টেস্টে তাঁর সংগ্রহে আছে ৮,৫৪০ রান।

পাঁচ নম্বরে বিশ্ব ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৯১। টেস্ট ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ছিয়াশির ওপর। টেস্টে তাঁর সংগ্রহে আছে ৮,৫৪০ রান।

০৮ ১৩
ছয় নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স। টেস্টে ৮,০৩২ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ২৩৫ টি টেস্ট উইকেট। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৬৫।

ছয় নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স। টেস্টে ৮,০৩২ রানের পাশাপাশি তাঁর ঝুলিতে আছে ২৩৫ টি টেস্ট উইকেট। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৬৫।

০৯ ১৩
ইউনিসের সেরা একাদশে সাত নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। দুরন্ত উইকেটকিপিং-র পাশাপাশি টেস্ট ক্রিকেটে ‘গিলি’-র সংগ্রহে আছে ৫,৫৭০ রান। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৩।

ইউনিসের সেরা একাদশে সাত নম্বরে আছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ধ্বংসাত্মক উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। দুরন্ত উইকেটকিপিং-র পাশাপাশি টেস্ট ক্রিকেটে ‘গিলি’-র সংগ্রহে আছে ৫,৫৭০ রান। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৩।

১০ ১৩
আট নম্বরে ‘কিং খান’। ইউনিসের এক সময়ের বোলিং পার্টনার, অধিনায়ক। এই দলের অধিনায়ক হিসেবেও ইমরানকেই রাখছেন তিনি। টেস্টে ৩,৮০৭ রানের পাশাপাশি ৩৬২ উইকেট আছে তাঁর ঝুলিতে। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল তাঁর অধিনায়কত্ব।

আট নম্বরে ‘কিং খান’। ইউনিসের এক সময়ের বোলিং পার্টনার, অধিনায়ক। এই দলের অধিনায়ক হিসেবেও ইমরানকেই রাখছেন তিনি। টেস্টে ৩,৮০৭ রানের পাশাপাশি ৩৬২ উইকেট আছে তাঁর ঝুলিতে। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল তাঁর অধিনায়কত্ব।

১১ ১৩
নয় নম্বরে ইউনিস রাখছেন তাঁর বোলিং জুড়ি ওয়াসিম আক্রমকেই। তাঁর সুইং বোলিং-র দাপটে ত্রস্ত হতেন সেরা ব্যাটসম্যানরাও। দুরন্ত বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে ঝলসে উঠতো তাঁর ব্যাটও। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৫৭।

নয় নম্বরে ইউনিস রাখছেন তাঁর বোলিং জুড়ি ওয়াসিম আক্রমকেই। তাঁর সুইং বোলিং-র দাপটে ত্রস্ত হতেন সেরা ব্যাটসম্যানরাও। দুরন্ত বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে ঝলসে উঠতো তাঁর ব্যাটও। টেস্টে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৫৭।

১২ ১৩
দশ নম্বরে ইউনিস রাখছেন আরেক অস্ট্রেলীয় শেন ওয়ার্নকে। তর্কাতীত ভাবে এখনও পর্যন্ত বিশ্বের সর্বকালের সেরা লেগ স্পিনার। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৮/৭১।

দশ নম্বরে ইউনিস রাখছেন আরেক অস্ট্রেলীয় শেন ওয়ার্নকে। তর্কাতীত ভাবে এখনও পর্যন্ত বিশ্বের সর্বকালের সেরা লেগ স্পিনার। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ৮/৭১।

১৩ ১৩
এগারো নম্বরে ফের আরেক অস্ট্রেলীয় গ্লেন ম্যাকগ্রা। তাঁকে অনেকে ডাকেন ‘পিজিয়ন’ নামে। নিঁখুত বোলিং-র জন্য বিখ্যাত ম্যাকগ্রা-র ঝুলিতে আছে ৫৬৩ টেস্ট উইকেট। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে ৮/৩৮।

এগারো নম্বরে ফের আরেক অস্ট্রেলীয় গ্লেন ম্যাকগ্রা। তাঁকে অনেকে ডাকেন ‘পিজিয়ন’ নামে। নিঁখুত বোলিং-র জন্য বিখ্যাত ম্যাকগ্রা-র ঝুলিতে আছে ৫৬৩ টেস্ট উইকেট। টেস্টে তাঁর সেরা পারফরম্যান্স ইংল্যান্ডের বিরুদ্ধে ৮/৩৮।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE