Some Indian players who might be on their last tour to England dgtl
Cricket
এটাই শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে এই ভারতীয় ক্রিকেটারদের
ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এ বারের ইংল্যান্ড সফর বিশেষ গুরুত্বপূর্ণ। এখানেই আগামী বছর বসছে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ বাদ দিলে আগামী তিন-চার বছরের মধ্যে ভারতীয় দলের ইংল্যান্ড সফর হওয়ার সম্ভাবনা প্রায় নেই। দেখে নেওয়া যাক, এমন কিছু ক্রিকেটারকে যাঁদের এটাই শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জুলাই ২০১৮ ১১:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এ বারের ইংল্যান্ড সফর বিশেষ গুরুত্বপূর্ণ। এখানেই আগামী বছর বসছে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ বাদ দিলে আগামী তিন-চার বছরের মধ্যে ভারতীয় দলের ইংল্যান্ড সফর হওয়ার সম্ভাবনা প্রায় নেই। দেখে নেওয়া যাক, এমন কিছু ক্রিকেটারকে যাঁদের এটাই শেষ ইংল্যান্ড সফর হতে চলেছে।
০২০৭
মহেন্দ্র সিংহ ধোনি: ইতিমধ্যেই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আগামী বিশ্বকাপে হয়তো থাকবেন ৩৭ বছরের মাহি। কিন্তু, তিন-চার বছর পর ইংল্যান্ড সফরে তাঁর দলে থাকা সম্ভাবনা খুবই কম।
০৩০৭
মুরলি বিজয়: পরবর্তী ইংল্যান্ড সফরের সময় বয়স হয়ে যাবে ৩৭-৩৮। ভারতীয় দলের এই টেস্ট ক্রিকেটারটির বর্তমান বয়স ৩৪ বছর। তিন-চার বছর পর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
০৪০৭
সুরেশ রায়না: এ বার টি-২০ বা একদিনের ম্যাচে সুযোগ পেলেও তেমন কিছু করতে পারেননি। বেশ কিছু দিন টেস্ট দলে ঠাঁই পাননি। টেস্ট তেমন কিছু রেকর্ডও নেই। ফলে তিন-চার বছর পর রায়নার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
০৫০৭
দীনেশ কার্তিক: ৩৩ বছরের এই উইকেটকিপার ব্যাটসম্যানটি বর্তমানে দলের অন্যতম ভরসা। কিন্তু, তারুণ্যের জোয়ারে ভাসতে থাকা ভারতীয় দলে বছর চারেক বাদে তাঁর সুযোগ কতটা আসবে, তা নিয়ে সন্দেহ আছে।
০৬০৭
রবিচন্দ্রন অশ্বিন: কিছু দিন আগেও দলের স্পিন আক্রমণের প্রধান ভরসা ছিলেন। সময় পাল্টেছে। চহাল-কুলদীপ জুটির রমরমায় অনেকটাই ম্রিয়মান তিনি। যদিও টেস্টের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। কিন্তু, ৩১ বছরের অশ্বিনের পরবর্তী ইংল্যান্ড সফরে সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই কম।
০৭০৭
শিখর ধওয়ন: ভারতীয় দলের এই মুহূর্তে ভরসার ওপেনিং ব্যাটসম্যান। পরবর্তী ইংল্যান্ড সফরের সময় ৩২ বছরের শিখরের বয়স হয়ে যাবে ৩৫-৩৬ বছর। স্বাভাবিক ভাবেই তারুণ্যে ঠাসা ভারতীয় দলে শিখরের দলে থাকা কার্যত অসম্ভব বলেই মনে করছেন অনেকে।