Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Rajkot ODI

সমতা ফেরাতে দলে দুই পরিবর্তন? দেখে নিন রাজকোটে ভারতের সম্ভাব্য একাদশ

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে শুধু দশ উইকেটে হারেনি ভারত। বিরাট কোহালির দল রীতিমতো বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে রাজকোটে নামছে ভারত। আরব সাগরের পারে দল নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার, সবেতেই অনেক ভুল চোখে পড়েছে বিশেষজ্ঞদের। শুক্রবার দল বাছার সময় তাই নানা দিক খেয়াল রাখতে হবে। এগারোয় রাখতে হবে ভারসাম্যও। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ০০:১০
Share: Save:
০১ ১২
মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে শুধু দশ উইকেটে হারেনি ভারত। বিরাট কোহালির দল রীতিমতো বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে রাজকোটে নামছে ভারত। আরব সাগরের পারে দল নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার, সবেতেই অনেক ভুল চোখে পড়েছে বিশেষজ্ঞদের। শুক্রবার দল বাছার সময় তাই নানা দিক খেয়াল রাখতে হবে। এগারোয় রাখতে হবে ভারসাম্যও। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে শুধু দশ উইকেটে হারেনি ভারত। বিরাট কোহালির দল রীতিমতো বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে রাজকোটে নামছে ভারত। আরব সাগরের পারে দল নির্বাচন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার, সবেতেই অনেক ভুল চোখে পড়েছে বিশেষজ্ঞদের। শুক্রবার দল বাছার সময় তাই নানা দিক খেয়াল রাখতে হবে। এগারোয় রাখতে হবে ভারসাম্যও। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২
রোহিত শর্মা রান পাননি প্রথম একদিনের ম্যাচে। ১৫ বলে করেন ১০। মিচেল স্টার্কের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়েছিলেন তিনি। সদ্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন হিটম্যান। শুক্রবার তাঁর ব্যাটে বড় রান চাইছে ভারত।

রোহিত শর্মা রান পাননি প্রথম একদিনের ম্যাচে। ১৫ বলে করেন ১০। মিচেল স্টার্কের বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়েছিলেন তিনি। সদ্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন হিটম্যান। শুক্রবার তাঁর ব্যাটে বড় রান চাইছে ভারত।

০৩ ১২
শিখর ধওয়ন মঙ্গলবার ৭৪ রান করেছেন। কিন্তু খেলেছেন অনেক ডট বল। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে তেমন আগ্রাসীও ছিলেন না তিনি। যা নিয়ে সমালোচনাও হয়েছে। শিখরকে তাই দলে নিজের জায়গা পাকা করতে গিয়ে স্বার্থপরের মতো খেললে হবে না। ক্রিজে জমে যাওয়ার পর উইকেট ছুড়ে দেওয়ার প্রবণতাও বন্ধ করতে হবে। থাকতে হবে আক্রমণাত্মকও।

শিখর ধওয়ন মঙ্গলবার ৭৪ রান করেছেন। কিন্তু খেলেছেন অনেক ডট বল। প্রথম পাওয়ারপ্লে-র ১০ ওভারে তেমন আগ্রাসীও ছিলেন না তিনি। যা নিয়ে সমালোচনাও হয়েছে। শিখরকে তাই দলে নিজের জায়গা পাকা করতে গিয়ে স্বার্থপরের মতো খেললে হবে না। ক্রিজে জমে যাওয়ার পর উইকেট ছুড়ে দেওয়ার প্রবণতাও বন্ধ করতে হবে। থাকতে হবে আক্রমণাত্মকও।

০৪ ১২
ওয়াংখেড়েতে পছন্দের তিন নম্বর জায়গায় নামেননি বিরাট কোহালি। তিনি এসেছিলেন ইনিংসের ২৮তম ওভারে। যা দলের সেরা ব্যাটসম্যানের পক্ষে বড্ড দেরি বলে মনে করা হচ্ছে। ফেরেন ১৪ বলে ১৬ রান করে। রাজকোটে তিন নম্বর জায়গায় ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহালি। তবে শুধু ফিরলেই হবে না, বড় রানও করতে হবে তাঁকে।

ওয়াংখেড়েতে পছন্দের তিন নম্বর জায়গায় নামেননি বিরাট কোহালি। তিনি এসেছিলেন ইনিংসের ২৮তম ওভারে। যা দলের সেরা ব্যাটসম্যানের পক্ষে বড্ড দেরি বলে মনে করা হচ্ছে। ফেরেন ১৪ বলে ১৬ রান করে। রাজকোটে তিন নম্বর জায়গায় ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহালি। তবে শুধু ফিরলেই হবে না, বড় রানও করতে হবে তাঁকে।

০৫ ১২
তিন নম্বরে নেমে আরব সাগরের পারে ৬১ বলে ৪৭ করেছিলেন লোকেশ রাহুল। দুর্দান্ত ছন্দে আছেন তিনি। কিন্তু তাতেও তিন নম্বরে কোহালির বিকল্প হয়ে উঠতে পারেননি। তাই রাজকোটে সম্ভবত চার নম্বরে নামানো হবে তাঁকে। পাশাপাশি, ঋষভ পন্থের অনুপস্থিতিতে উইকেটকিপারের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

তিন নম্বরে নেমে আরব সাগরের পারে ৬১ বলে ৪৭ করেছিলেন লোকেশ রাহুল। দুর্দান্ত ছন্দে আছেন তিনি। কিন্তু তাতেও তিন নম্বরে কোহালির বিকল্প হয়ে উঠতে পারেননি। তাই রাজকোটে সম্ভবত চার নম্বরে নামানো হবে তাঁকে। পাশাপাশি, ঋষভ পন্থের অনুপস্থিতিতে উইকেটকিপারের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

০৬ ১২
শ্রেয়াস আইয়ার নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মঙ্গলবার তিনি নেমেছিলেন পাঁচে। নয় বলে করেন মাত্র চার। বড় ইনিংস চাওয়া হচ্ছে তাঁর কাছে। মাঝের ওভারে রানের গতি বজায় রেখে শেষের দিকে ঝড় তোলার দায়িত্ব তাঁর উপর।

শ্রেয়াস আইয়ার নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু মঙ্গলবার তিনি নেমেছিলেন পাঁচে। নয় বলে করেন মাত্র চার। বড় ইনিংস চাওয়া হচ্ছে তাঁর কাছে। মাঝের ওভারে রানের গতি বজায় রেখে শেষের দিকে ঝড় তোলার দায়িত্ব তাঁর উপর।

০৭ ১২
কেদার যাদবের নাম শোনা গেলেও মণীশ পাণ্ডেই সম্ভবত খেলবেন আহত ঋষভের জায়গায়। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে সুযোগ কাজে লাগিয়েছিলেন তিনি। এ বার একদিনের দলে নিজের দাবি জোরালো করার সুযোগ তাঁর সামনে। তাঁর অন্তর্ভুক্তি বাড়াবে দলের ব্যাটিংয়ের শক্তি।

কেদার যাদবের নাম শোনা গেলেও মণীশ পাণ্ডেই সম্ভবত খেলবেন আহত ঋষভের জায়গায়। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে সুযোগ কাজে লাগিয়েছিলেন তিনি। এ বার একদিনের দলে নিজের দাবি জোরালো করার সুযোগ তাঁর সামনে। তাঁর অন্তর্ভুক্তি বাড়াবে দলের ব্যাটিংয়ের শক্তি।

০৮ ১২
রবীন্দ্র জাডেজা হলেন দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ওয়াংখেড়েতে ২৫ রান করেছিলেন। বাঁ-হাতি স্পিনে আট ওভারে দিয়েছিলেন ৪১ রান। কিন্তু তাঁর বোলিং মূলত রান আটকানোর। বিপক্ষ ইনিংসে আঘাত হানার মতো নয়। তাই কোনও কোনও মহলে তাঁকে বসানোর দাবি উঠেছে। তাঁর বদলে চহালকে খেলানোর কথাও বলা হচ্ছে।

রবীন্দ্র জাডেজা হলেন দলের ‘থ্রি-ডি’ ক্রিকেটার। ওয়াংখেড়েতে ২৫ রান করেছিলেন। বাঁ-হাতি স্পিনে আট ওভারে দিয়েছিলেন ৪১ রান। কিন্তু তাঁর বোলিং মূলত রান আটকানোর। বিপক্ষ ইনিংসে আঘাত হানার মতো নয়। তাই কোনও কোনও মহলে তাঁকে বসানোর দাবি উঠেছে। তাঁর বদলে চহালকে খেলানোর কথাও বলা হচ্ছে।

০৯ ১২
কুলদীপ যাদব হলেন রিস্ট স্পিনার। চায়নাম্যান বলেই তাঁর বোলিংয়ের সঙ্গে যুক্ত রহস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে কুলদীপ সুবিধা করতে পারেননি। ১০ ওভারে দেন ৫৫ রান। কুলদীপ নিজেও জানেন যে, তাঁর কাছে মাঝের ওভারে উইকেট চাইছে দল।

কুলদীপ যাদব হলেন রিস্ট স্পিনার। চায়নাম্যান বলেই তাঁর বোলিংয়ের সঙ্গে যুক্ত রহস্য। কিন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে কুলদীপ সুবিধা করতে পারেননি। ১০ ওভারে দেন ৫৫ রান। কুলদীপ নিজেও জানেন যে, তাঁর কাছে মাঝের ওভারে উইকেট চাইছে দল।

১০ ১২
মহম্মদ শামিকে ওয়াংখেড়েতে একেবারেই ছন্দে দেখায়নি। ৭.৪ ওভারে তিনি দেন ৫৮ রান। ইকনমি রেট সাড়ে সাতেরও বেশি। গত বছর রীতিমতো ছন্দে ছিলেন ডানহাতি পেসার। সেই ছন্দে দ্রুত তাঁকে দেখতে চাইছে টিম ইন্ডিয়া।

মহম্মদ শামিকে ওয়াংখেড়েতে একেবারেই ছন্দে দেখায়নি। ৭.৪ ওভারে তিনি দেন ৫৮ রান। ইকনমি রেট সাড়ে সাতেরও বেশি। গত বছর রীতিমতো ছন্দে ছিলেন ডানহাতি পেসার। সেই ছন্দে দ্রুত তাঁকে দেখতে চাইছে টিম ইন্ডিয়া।

১১ ১২
নবদীপ সাইনি নজর কেড়েছিলেন দুরন্ত গতি ও নিশানার জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়েছিলেন সেরা। শার্দুল ঠাকুরের জায়গায় শুক্রবার খেলানো হতে পারে তাঁকে। কারণ, পাঁচ ওভারে ৪৩ রান দিয়েছিলেন শার্দুল। নবদীপের গতিকে সেই জন্যই কাজে লাগানোর ভাবনা রয়েছে।

নবদীপ সাইনি নজর কেড়েছিলেন দুরন্ত গতি ও নিশানার জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়েছিলেন সেরা। শার্দুল ঠাকুরের জায়গায় শুক্রবার খেলানো হতে পারে তাঁকে। কারণ, পাঁচ ওভারে ৪৩ রান দিয়েছিলেন শার্দুল। নবদীপের গতিকে সেই জন্যই কাজে লাগানোর ভাবনা রয়েছে।

১২ ১২
চোট সারিয়ে ফেরার পর জশপ্রীত বুমরাকে এখনও বিপজ্জনক দেখায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও সাদামাটা দেখিয়েছে তাঁকে। সাত ওভারে দিয়েছিলেন ৫০ রান। ওয়ার্নার ও ফিঞ্চ, অজি ওপেনারদের দ্রুত ফেরানোর দায়িত্ব তাঁর উপরেই থাকবে।

চোট সারিয়ে ফেরার পর জশপ্রীত বুমরাকে এখনও বিপজ্জনক দেখায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টির পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচেও সাদামাটা দেখিয়েছে তাঁকে। সাত ওভারে দিয়েছিলেন ৫০ রান। ওয়ার্নার ও ফিঞ্চ, অজি ওপেনারদের দ্রুত ফেরানোর দায়িত্ব তাঁর উপরেই থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy