Pakistan cricketer Hasan Ali to marry Indian girl Shamia arzoo dgtl
Cricket
ভারতের জামাই হচ্ছেন পাক বোলার হাসান আলি, কাকে বিয়ে করতে চলেছেন জানেন?
মহসিন খান, শোয়েব মালিকের পর ফের এক পাক ক্রিকেটার ভারতের জামাই হতে চলেছেন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৬:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
মহসিন খান, শোয়েব মালিকের পর ফের এক পাক ক্রিকেটার ভারতের জামাই হতে চলেছেন। তিনি পাকিস্তানি পেসার হাসান আলি। কাকে বিয়ে করতে চলেছেন তিনি? দেখে নেওয়া যাক।
০২১০
পাত্রীর নাম শামিয়া আরজু। শামিয়া বর্তমানে দুবাইতে কাজ করেন একটি বেসরকারি বিমান সংস্থার ইঞ্জিনিয়ার হিসেবে।
০৩১০
শামিয়ার জন্ম হরিয়ানার চান্দেনি গ্রামে ১৫ সেপ্টেম্বর ১৯৯৫ সালে জন্মগ্রহন করেন। তিনি বি.টেক ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।
০৪১০
প্রায় তিন বছর ধরে দুবাইতেই চাকরি করেন শামিয়া। বছর খানেক আগে এক বন্ধুর মাধ্যমে আলাপ হয় হাসান আলির সঙ্গে।
০৫১০
এর পর এক বছর ধরে নাকি প্রেম চলার পর অবশেষে বিয়ে করতে চলেছেন তাঁরা। শামিয়ার নয়াদিল্লির আত্মীয়রা এই খবর ফাঁস করেছেন।
০৬১০
শামিয়ার পারিবারিক সূত্রের খবর, দুই দেশের জটিল সম্পর্কের জন্যই এই খবর প্রকাশ্যে আনতে চাননি হাসান আলি।
০৭১০
শোনা যাচ্ছে, দুবাইতে অগস্টের ২০ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। তবে হাসান আলি বলছেন, তাঁদের পরিবার একে অপরের সঙ্গে দেখা করেছে। এখনও বিয়ের কথা নিয়ে কোনও আলোচনা হয়নি। শীঘ্রই এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
০৮১০
ভারতীয় অধিনায়ক বিরাট কোহালির বড় ভক্ত শামিয়া। বিয়ের পরেও সেই সমর্থন অটুট থাকবে বলেই জানিয়েছে তাঁর পরিবার।
০৯১০
কিছু দিন আগেই ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। তিনি ছাড়াও ভারতীয় অভিনেত্রী রিনা রয়কে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার মহসিন খান।
১০১০
বিয়ে নিয়ে না হলেও পাকিস্তান দলে জায়গা পাওয়া নিয়ে চাপে রয়েছেন হাসান আলি। বিশ্বকাপে চোটের জন্য দল থেকে ছিটকে যাওয়ায় দলে ফিরতে হলে তাঁকে আমির-আফ্রিদিদের সঙ্গে লড়াই করতে হবে।