Michael Vaughan picks combined India Australia 11 from Border Gavaskar Trophy 2024-25 dgtl
BGT 2024-25
দলে পাঁচ ভারতীয়, নেই বিরাট! ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের যৌথ একাদশে কাদের রাখলেন মাইকেল ভন?
নিজের বেছে নেওয়া দলে পাঁচ জন ভারতীয়কে রেখেছেন ভন। রাখেননি বিরাট কোহলির মতো তারকাকে। ভনের দলে জায়গা পাননি ভারতের অলরাউন্ডার নীতীশ রেড্ডিও।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
সদ্য শেষ হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। ৩-১ ফলাফলে সে সিরিজ় জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজ়ে বার বার ডুবিয়েছে ভারতীয় ব্যাটিং। রোহিত-বিরাটদের ব্যাটে পরিচিত ছন্দ দেখা যায়নি। সেই সিরিজ় থেকে সেরা যৌথ একাদশ বেছে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।
০২১৩
নিজের বেছে নেওয়া দলে পাঁচ জন ভারতীয়কে রেখেছেন ভন। রাখেননি বিরাট কোহলির মতো তারকাকে। ভনের দলে জায়গা পাননি ভারতের অলরাউন্ডার নীতীশ রেড্ডিও। কারা সুযোগ পেলেন ভনের একাদশে? দেখে নেওয়া যাক।
০৩১৩
নিজের বেছে নেওয়া স্বপ্নের দলের শুরুতেই অসি ওপেনার স্যাম কনস্টাসকে রেখেছেন ভন। সদ্য শেষ হওয়া বক্সিং ডে টেস্টে লাল বলের পাঁচ দিনের ক্রিকেটে জাতীয় দলে অভিষেক হয়েছে তাঁর। টেস্ট অভিষেকের প্রথম ইনিংসেই অর্ধ শতরান করেছেন তিনি।
০৪১৩
স্যামের সঙ্গে জুটিতে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে বেছেছেন ভন। বর্তমানে স্বপ্নের ফর্মে রয়েছেন ২৩ বছরের এই বাঁহাতি ব্যাটার। ১৮টি টেস্টে এখনও পর্যন্ত চারটি শতরান করেছেন যশস্বী।
০৫১৩
দলে তিন নম্বর ব্যাটার হিসাবে অভিজ্ঞ লোকেশ রাহুলকে রেখেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। ভারতের হয়ে ৫৮টি টেস্টে রাহুলের ব্যাট থেকে এখনও পর্যন্ত এসেছে তিন হাজারের বেশি রান। ক্রিকেটের এই ফরম্যাটে আটটি শতরান এবং ১৭টি অর্ধ শতরান রয়েছে তাঁর।
০৬১৩
প্রাক্তন অসি অধিনায়ক স্টিভ স্মিথকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে রেখেছেন ভন। ১১৪টি টেস্টে প্রায় ১০ হাজার রান করে ফেলেছেন তিনি। লাল বলের ক্রিকেটে ৩৪টি শতরান রয়েছে তাঁর, সর্বোচ্চ ২৩৯। এই ফর্ম্যাটে স্মিথের স্ট্রাইক রেটও (৫৩.৫৫) নজরকাড়া।
০৭১৩
বর্ডার-গাওস্কর ট্রফিতে আগাগোড়া খুনে মেজাজে ছিলেন ট্রাভিস হেড। ভন তাঁকে রেখেছেন মিডল অর্ডারে। এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ৫৪টি টেস্ট খেলেছেন তিনি। ৯টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
০৮১৩
ভারতীয় উইকেট রক্ষক ঋষভ পন্থকে সেরা একাদশের দলে রেখেছেন মাইকেল ভন। এই টিমে ছ’নম্বরে ব্যাট করতে নামতে হবে তাঁকে। জাতীয় দলের হয়ে মোট ৪৩টি টেস্ট খেলে ফেলেছেন তিনি। করেছেন ২,৯৪৮ রান। পাঁচ দিনের ক্রিকেটে পন্থের শতরানের সংখ্যা ছয়, সর্বোচ্চ ১৫৯।
০৯১৩
বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাডেজাও জায়গা পেয়েছেন ভনের বেছে নেওয়া টিমে। ভারতের হয়ে ৮০ টেস্টে তাঁর শিকার ৩২৩টি উইকেট। পাশাপাশি এই ফর্ম্যাটে ৩,৩৭০ রান রয়েছে তাঁর। টেস্টে জাডেজার শতরান এবং অর্ধশতরানের সংখ্যা যথাক্রমে চার ও ২২। তাঁর অপরাজিত ১৭৫ রানের ইনিংসটি এর মধ্যে সর্বোচ্চ।
১০১৩
বোলারদের মধ্যে ভনের প্রথম পছন্দ অসি ক্রিকেটার প্যাট কামিন্স। জাতীয় দলের হয়ে ৬৭টি টেস্টে ২৯৪টি উইকেট নিয়েছেন তিনি। কামিন্সের বোলিং গড় ও ইকোনমি রেট যথাক্রমে ২২.৪৩ এবং ২.৯০। মাত্র ২৩ রানে ছ’উইকেট শিকারের রেকর্ডও রয়েছে তাঁর।
১১১৩
দলের দ্বিতীয় পেসার হিসাবে মিচেল স্টার্ককে রেখেছেন ভন। ৯৪ টেস্টে ৩৭৬ উইকেটের মালিক এই অসি ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে তাঁর ইকোনমি রেট মাত্র ৩.৪১। স্টার্কের সেরা বোলিং ৪৮/৬।
১২১৩
বর্ডার-গাওস্কর ট্রফিতে বিধ্বংসী ফর্মে থাকা ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ বাদ দিয়ে দল তৈরির কথা কেউই ভাববেন না। ভনও এর অন্যথা করেননি। জাতীয় দলের জার্সিতে ৪৫টি টেস্ট খেলে ফেলেছেন তিনি। এই ফর্ম্যাটে বুমরাহর শিকার ২০৫টি উইকেট। ২৭ রানে ছ’উইকেট তাঁর সেরা বোলিং।
১৩১৩
দলের একাদশতম খেলোয়াড় হিসাবে অসি পেসার স্কট বোল্যান্ডকে রেখেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। জাতীয় দলের জার্সিতে ১৩টি টেস্টে ৫৬টি উইকেট নিয়েছেন তিনি। তাঁর ইকোনমি রেট ২.৭৭।