Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
ICC

‘হয়তো আমার দোষ’, বুমরাহের সঙ্গে গন্ডগোল দায় স্বীকার কনস্টাসের

গন্ডগোলের দায় এক প্রকার স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-৩ ব্যবধানে হেরে যায় ভারত। শেষ ম্যাচের সময়ই গন্ডগোল হয় দুই দেশের দুই ক্রিকেটারের মধ্যে।

Sam Konstas, Jasprit Bumrah

স্যাম কনস্টাসের সঙ্গে গণ্ডগোল জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ২৩:০৮
Share: Save:

সিডনিতে শেষ টেস্টে জসপ্রীত বুমরাহের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল স্যাম কনস্টাসের। যে গন্ডগোলের দায় এক প্রকার স্বীকার করে নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার। বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-৩ ব্যবধানে হেরে গিয়েছে ভারত। শেষ ম্যাচের সময়ই গন্ডগোল হয়েছিল দুই দেশের দুই ক্রিকেটারের মধ্যে।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহ বল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তাঁকে দাঁড়াতে বলেছিলেন উসমান খোয়াজা। ভারতীয় পেসার তাতে অস্ট্রেলীয় ব্যাটারকে কিছু একটা বলেছিলেন। হঠাৎ করে তাঁদের মাঝে ঢুকে পড়েছিলেন নন-স্ট্রাইকার কনস্টাস। দিনের খেলা তখন শেষের পর্যায়। বুমরাহের সঙ্গে সেই সময় ঝগড়া শুরু করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার। যা থামাতে এগিয়ে আসতে হয়েছিল খোয়াজাকে। কিন্তু দিনের শেষ বলে বুমরাহ আউট করেছিলেন তাঁকে। যার পরেই গোটা ভারতীয় দল কনস্টাসকে লক্ষ্য করে উৎসব করেছিল। ভারতীয় দল যে তাঁর আচরণ ভাল ভাবে নেয়নি সেটা বোঝা গিয়েছিল।

টেস্ট জয়ের দু’দিন পর কনস্টাস বলেন, “খোয়াজা সময় চুরি করার চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে ও আউট হয়ে যায়। দোষটা হয়তো আমার। তবে ক্রিকেটে এমন হতেই পারে। তবে বুমরাহকে কৃতিত্ব দিতে হবে। ও উইকেটটা তুলে নেয়।”

কনস্টাসের সঙ্গে যদিও শুধু বুমরাহ নয়, বিরাট কোহলিরও গন্ডগোল হয়েছিল। যে ঘটনায় দোষ বিরাটেরই ছিল। তিনি ইচ্ছাকৃত ভাবে দিক পরিবর্তন করে কনস্টাসকে ধাক্কা মেরেছিলেন। যে কারণে কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেয় আইসিসি।

অন্য বিষয়গুলি:

ICC Virat Kohli Sam Konstas Jasprit Bumrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy