আর্থিক দিক থেকে দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে দেশ। প্রায় খালি হয়ে এসেছে বিদেশি মুদ্রার ভান্ডার। কিন্তু, ভারতের পশ্চিমের প্রতিবেশী দেশটির সেনাকর্তাদের দেখলে তা বোঝার জো নেই! দিব্যি ঠাটবাট বজায় রেখেছেন তাঁরা। শুধু তা-ই নয়, বেতন কাঠামোর নিরিখে সেখানকার ফৌজি অফিসারদের ঈর্ষা করতে পারে দুনিয়ার তাবড় শক্তিধর রাষ্ট্র।
সম্প্রতি কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। কাবুলের বর্তমান তালিবান শাসকদের পূর্ণ সমর্থন মেলায় পাক সৈনিকদের ক্রমাগত নিশানা করে চলেছে ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি) নামের জঙ্গি গোষ্ঠী। তাঁদের সঙ্গে গেরিলা যুদ্ধে এঁটে উঠতে না পেরে রীতিমতো হিমসিম খাচ্ছেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা।