India vs New Zealalnd 2019: India's probable eleven for the 3rd T20 dgtl
Sport Gpallery
হতে পারে একটি পরিবর্তন, দেখুন রবিবারের সিরিজ ডিসাইডারে ভারতের সম্ভাব্য একাদশ
সিরিজ ১-১। শেষ টি২০ জিতে বিশ্বকাপের আগে মানসিক প্রস্তুতি চূড়ান্ত করে নিতে চায় টিম ইন্ডিয়া। দলে দু’একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। দেখে নিন হ্যামিল্টনে সিরিজ ডিসাইডারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন দল নামাতে পারেন রোহিতরা।
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সিরিজ ১-১। শেষ টি২০ জিতে বিশ্বকাপের আগে মানসিক প্রস্তুতি চূড়ান্ত করে নিতে চায় টিম ইন্ডিয়া। দলে দু’একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা। দেখে নিন হ্যামিল্টনে সিরিজ ডিসাইডারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন দল নামাতে পারেন রোহিতরা।
০২১২
শিখর ধওয়ন: ফর্মে রয়েছেন ভারতের এই বাঁহাতি ওপেনার। দ্রুত রান তোলার ক্ষেত্রে তাঁর বিকল্প কমই আছেন। যদিও ধারাবাহিকতার বড্ড অভাব। দ্বিতীয় টি ২০তে ফর্মে থাকার ঝলক দেখিয়েছেন।
০৩১২
রোহিত শর্মা: ফর্মে ফিরেছেন হিট ম্যান। দ্বিতীয় ম্যাচে ২৯ বলে ৫০ করে বুঝিয়ে দিয়েছেন শেষ টি২০তে বিপদ বাড়তে চলেছে নিউজিল্যান্ডের।
০৪১২
ঋষভ পন্থ: কোহালি না থাকায় প্রমাণ করার সুযোগ পেয়েছেন। তিন নম্বরে নেমে শেষ ম্যাচে দারুণ খেলেছেন। তৃতীয় ম্যাচেও এই বাঁহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান দলে থাকছেন।
০৫১২
বিজয় শঙ্কর: চার নম্বরে বিজয় শঙ্করকেই আরও একবার সুযোগ দেওয়া হবে। টি ২০তে এখনও খারাপ ব্যাট করেননি তিনি। শেষ ম্যাচেও বিজয় শঙ্করের উপর আস্থা রাখতে চলেছে দল।
০৬১২
এমএস ধোনি: ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন। আর উইকেটের পিছনে ধোনি থাকা মানে দলের অনেক সমস্যার সমাধান। পাঁচ নম্বরে নামবেন ধোনিই।
০৭১২
দীনেশ কার্তিক: কুড়ি ওভারের ক্রিকেটে কার্তিক ক্রমেই অসাধারণ হয়ে উঠছেন। ফিনিশার হিসেবে কার্তিকের বিকল্প এই মুহূর্তে দলে খুবই কমই আছেন।
০৮১২
ক্রুণাল পাণ্ড্য: অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন। মিডল অর্ডার শক্তিশালী হবে। দ্বিতীয় ম্যাচে বল হাতে সফল। দলে থাকার সম্ভাবনা যথেষ্টই।
০৯১২
হার্দিক পাণ্ড্য: ব্যাটে-বলে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন। হার্দিক নিশ্চয়ই চাইবেন নিজেকে চেনাতে। শেষ ম্যাচে ব্যাট না করলেও বল হাতে একটি উইকেট পান।
১০১২
ভুবনেশ্বর কুমার: দলের এক নম্বর পেসার। পারফরম্যান্সে উন্নতি করতে বদ্ধপরিকর। প্রথম ম্যাচে তেমন কিছু করতে না পারলেও, দ্বিতীয় ম্যাচে যথেষ্ট ভাল বল করেছেন।
১১১২
খলিল আহমেদ: দ্বিতীয় ম্যাচে দলে থাকবেন কি না প্রশ্ন উঠেছিল। সুযোগ পেয়ে দু’টি উইকেটও নেন। হ্যামিল্টনের শেষ ম্যাচেও দলে থাকছেন।
১২১২
কুলদীপ যাদব: দলে আসতে পারেন চায়নাম্যান কুলদীপ যাদব। বিপক্ষ ইনিংসে ভাঙন ধরানোর ক্ষমতা রয়েছে কুলদীপের। যুজবেন্দ্র চহালের জায়গায় দলে আসার সম্ভাবনা বেশি বাঁহাতি স্পিনারের।