India tour of Australia: India's Probable eleven for First test in Adelaide dgtl
Indian cricketers
মিশন অস্ট্রেলিয়া, অ্যাডিলেডে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ
পৃথ্বীর চোট টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা দিয়েছে। পরিকল্পনা বদল করতে বাধ্য হয়েছেন অধিনায়ক কোহালি। অতীতের সব রেকর্ড মুছে নতুন সূর্য কি উঠবে এ বার অস্ট্রেলিয়ার মাটিতে। কেমনই বা প্রথম একাদশ হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডের প্রথম টেস্টের জন্য।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০৯:০০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পৃথ্বীর চোট টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা দিয়েছে। পরিকল্পনা বদল করতে বাধ্য হয়েছেন অধিনায়ক কোহালি। অতীতের সব রেকর্ড মুছে নতুন সূর্য কি উঠবে এ বার অস্ট্রেলিয়ার মাটিতে। কেমনই বা প্রথম একাদশ হতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডের প্রথম টেস্টের জন্য।
০২১২
মুরলী বিজয়: পৃথ্বীর চোট প্রথম একাদশের দরজা খুলে দিয়েছে। এটাই সম্ভবত শেষ অস্ট্রেলিয়া সফর। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার শেষ সুযোগও বটে।
০৩১২
রোহিত শর্মা: অস্ট্রেলিয়ায় ৩ টেস্টে ২৮ গড় রয়েছে রোহিত শর্মার। করেছেন মাত্র একটি হাফ সেঞ্চুরি। ওপেনারদের আকালে তাঁকেই ওপেন করতে দেখা যেতে পারে।
০৪১২
চেতেশ্বর পূজারা: রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় ক্রিকেটের শূন্যতা পূরণের দায়িত্ব অনেকটা তাঁরই কাঁধে। ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। দলে কতটা ভরসার পাত্র হবেন, তা অনেকটাই নির্ভর করছে এই অস্ট্রেলিয়া সফর।
০৫১২
বিরাট কোহালি: কোনও বিশেষণই বোধ হয় তাঁর ক্ষেত্রে যথেষ্ট নয়। অস্ট্রেলিয়া সফরেও তিনিই দলের প্রধান মুখ। এ বারের সফরে ভারতের সাফল্য অনেকটাই নির্ভর করছে তাঁর উপর।
০৬১২
অজিঙ্ক রাহানে: ধারাবাহিকতা নিয়ে সমস্যা রয়েছে। দ্রাবিড়-সৌরভ-লক্ষ্মণ যুগের উত্তরসূরী হিসাবে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে অন্যতম। অজিদের বিরুদ্ধে সফল হলে অনেক সমালোচনার জবাব দিতে পারবেন।
০৭১২
হনুমা বিহারী: ছ’নম্বরে হনুমাকেই রাখতে পারে ভারত। ব্যাট হাতে আবির্ভাবেই দৃঢ়তা দেখিয়েছেন। প্রয়োজনে বল হাতে চমকে দিতে পারেন স্পিনার হনুমা।
০৮১২
ঋষভ পন্থ: ধোনির বিকল্প ভাবা হচ্ছে তাঁকেই। যদিও পথ এখনও অনেক বাকি। ভরসার পাত্র কি তিনি আদৌ হয়ে উঠবেন? অস্ট্রেলিয়ার মাটিতেই ঠিক হয়ে যাবে তাঁর আগামী দিনের ললাট লিখন।
০৯১২
রবিচন্দ্রণ অশ্বিন: টেস্টে দলের এক নম্বর স্পিনার। অ্যাডিলেডের সবুজ পিচে কেমন ভেলকি দেখাতে পারেন, সেটাই দেখার।
১০১২
ইশান্ত শর্মা: সম্ভবত এটাই শেষ অস্ট্রেলিয়া সফর হতে চলেছে এই ভারতীয় সিমারের। সবুজ পিচে ইশান্তের পেস কার্যকর হয়ে উঠবে বলেই আশা করা যায়।
১১১২
মহম্মদ শামি: ৩৬ টেস্টে ১২৮ উইকেট পাওয়া বাংলার ডানহাতি এই পেসার অ্যাডিলেডের সবুজ পিচে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।
১২১২
যশপ্রীত বুমরা: দলের সিম আক্রমণের বড় সম্পদ। ইশান্ত-ভুবির সঙ্গে বুমরার ত্রিফলা আক্রমণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কী ভাবে সামলান সেটাই দেখার।