Shah Rukh Khan Movies Box Office Collection in the last few years as Pathaan is set to release dgtl
Shah Rukh Khan Movies Box Office Collection
মুক্তির আগেই ৩৫ কোটিতে ‘পাঠান’! তবু ভয় ধরাচ্ছে শাহরুখের শেষ পাঁচ ছবির প্রথম দিনের ব্যবসা
প্রথম দিনের লক্ষ্মীলাভে ‘পাঠান’ নজির গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই আন্দাজ করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের নজির নতুন নয়।
সংবাদ সংস্থা
মুম্বইশেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১৩:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
চার বছর পর বড়পর্দায় ফিরছেন ‘কিং’। ‘পাঠান’ মুক্তির আগে তাই চেনা মেজাজে শাহরুখ খানের অনুরাগীরা। প্রথম দিনের প্রথম শোতেই এই ছবি দেখে ফেলতে মরিয়া অনেকে।
০২১৫
আগামী বুধবার, ২৫ জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাচ্ছে বড় পর্দায়। তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথম দিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত প্রথম দিনে ‘পাঠান’ দেখার জন্য ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই।
০৩১৫
প্রথম দিনের লক্ষ্মীলাভে ‘পাঠান’ নজির গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। টিকিট বিক্রির ধুম দেখে তেমনটাই আন্দাজ করছেন অনেকে। তবে শাহরুখের ছবিতে প্রথম দিনের নজির নতুন নয়।
০৪১৫
এর আগেও একাধিক ছবিতে প্রথম দিনেই চমকে দিয়েছেন কিং খান। ছবিটি হয়তো ‘সুপারহিট’ তকমা পায়নি। তবে অনুরাগীরা কেবল তাঁর ক্যারিশ্মা দেখতেই দলে দলে হল ভরিয়েছেন প্রথম দিনেই।
০৫১৫
শাহরুখের শেষ ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালের ২১ ডিসেম্বর। বাণিজ্যিক ভাবে ‘জ়িরো’ তেমন সফল হয়নি। তবে ছবিটির প্রথম দিনের আয় ছিল চোখে পড়ার মতো।
০৬১৫
প্রথম দিনে ১৯ কোটি ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছিল শাহরুখ, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ অভিনীত ‘জ়িরো’। এই ছবির মোট ব্যবসায়িক রোজগার ১৮৬ কোটি টাকা।
০৭১৫
২০১৭ সালে মুক্তি পায় শাহরুখ, অনুষ্কা অভিনীত ‘জব হ্যারি মেট সেজল’। শাহরুখের ক্যারিশ্মা এই ছবির ক্ষেত্রেও ২০০ কোটির গণ্ডি পার করাতে পারেনি।
০৮১৫
তবে প্রথম দিনে এই ছবিও ১৫ কোটির বেশি ব্যবসা করে। প্রথম দিন ‘জব হ্যারি মেট সেজল’-এর আয় ছিল ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। সব মিলিয়ে এই ছবি ১৫৩ কোটি টাকার ব্যবসা করেছে।
০৯১৫
২০১৭ সালেই শাহরুখের আর এক বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পায়। ‘পাঠান’-এর মতোই ‘রইস’ মুক্তির দিন ধার্য হয়েছিল ২৫ জানুয়ারি। তবে বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি এই ছবি।
১০১৫
‘রইস’ ছবিতে কিং খানের একার উপরেই বাজি লড়েছিলেন নির্মাতারা। ছবিটি প্রথম দিনে ২০ কোটি ৪২ লক্ষ টাকার ব্যবসা করে। কিন্তু ‘রইস’-এর রোজগারের দৌড় থেমে যায় মাত্র ১২৮ কোটিতেই।
১১১৫
২০১৬ সালে মুক্তি পায় শাহরুখের অন্যতম চর্চিত ছবি ‘ডিয়ার জ়িন্দেগি’। আলিয়া ভট্টের সঙ্গে তথাকথিত ভিন্ন ধারার এই ছবিতে কাজ করেছিলেন কিং খান। ছবিটির ব্যবসায়িক সাফল্য অন্য অনেক ছবির থেকে অনেক কম।
১২১৫
‘ডিয়ার জ়িন্দেগি’ প্রথম দিনে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা আয় করেছিল। ছবির মোট বক্স অফিস রোজগার গিয়ে থামে ১৩৫ কোটিতে।
১৩১৫
২০১৬ সালের এপ্রিল মাসে মুক্তি পায় ‘ফ্যান’। যুগ্ম চরিত্রে শাহরুখের অভিনয়কে কেন্দ্র করে এই ছবি প্রত্যাশার পারদ চড়িয়েছিল অনেকটা। তবে ২০০ কোটির গণ্ডি পেরোতে পারেনি ‘ফ্যান’ও।
১৪১৫
‘ফ্যান’ ছবি মুক্তির প্রথম দিনে ১৯ কোটি ২০ লক্ষ টাকার ব্যবসা করে। পরে ১৮৮ কোটিতে গিয়ে থামে ‘ফ্যান’-এর সাফল্যের দৌড়।
১৫১৫
গত কয়েক বছরে ২০০ কোটির ক্লাবে ঢুকতে পারেননি শাহরুখ। বলিউডে তাঁর ক্যারিশ্মা কি ফিকে হচ্ছে ধীরে ধীরে? উঠে গিয়েছে সেই প্রশ্নও। শেষ বার ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ২০০ কোটির বেশি ব্যবসা করেছিল। ‘পাঠান’ সেই নজির ভাঙতে পারবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।