ধূসর রঙের একটি ডায়েরি যেন নিয়োগ দুর্নীতির নতুন গোলক ধাঁধাঁ। তার পরতে পরতে নতুন দরজা খুলে যাচ্ছে তদন্তকারীদের সামনে। তবে সেই সব দরজা শেষ পর্যন্ত কোথায় নিয়ে গিয়ে ফেলবে তা স্পষ্ট হচ্ছে না কিছুতেই। যত পাতা উল্টোচ্ছে, ততই জটিল হচ্ছে কুন্তল নামের এক ভুলভুলাইয়া। ধূসর রঙা ডায়েরির ভিতরে ক্রমেই দেখা যাচ্ছে নানা রঙের উঁকিঝুঁকি।
বাংলার স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তকারী ইডির হাতেই আপাতত রয়েছে সেই ধূসর ডায়েরি। যা তারা উদ্ধার করেছিল নিয়োগ মামলায় অভিযুক্ত শাসকদল তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে। কিন্তু ডায়েরির পাঠোদ্ধার করতে গিয়ে ক্ষণে ক্ষণেই চমৎকৃত হচ্ছেন ইডির গোয়েন্দারা। এক পাতার বিষয়বস্তুর সঙ্গে আরেক পাতার বক্তব্যের মিলই নেই যে!