Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Sayali Sanjeev

মডেল, অভিনেত্রী... ইনি নাকি দেশের এক তরুণ ক্রিকেটারের প্রেমিকা

মডেলিংয়ের পেশায় থাকাকালীন ২০১৬ সালে টেলি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। ‘কাঁহে দিয়া পরদেশ’ নামে মরাঠি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন সয়ালি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ ১৭:০৪
Share: Save:
০১ ১৫
রুতুরাজ গায়কোয়াড়। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এক ওভারে ৭টা ছক্কা মেরে রেকর্ড করে রাতারাতি শিরোনামে। ১৫৯ বলে ২২০ রান করেছিলেন মহারাষ্ট্রের এই যুবক।

রুতুরাজ গায়কোয়াড়। বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এক ওভারে ৭টা ছক্কা মেরে রেকর্ড করে রাতারাতি শিরোনামে। ১৫৯ বলে ২২০ রান করেছিলেন মহারাষ্ট্রের এই যুবক।

০২ ১৫
রুতুরাজ সংবাদের শিরোনামে আসার পর থেকেই তাঁর প্রেমিকা কে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।

রুতুরাজ সংবাদের শিরোনামে আসার পর থেকেই তাঁর প্রেমিকা কে, তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে।

০৩ ১৫
গুঞ্জন বলছে, রুতুরাজের প্রেমিকা এক জন মরাঠি অভিনেত্রী। যদিও এই গুঞ্জন প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়াই দেননি রুতুরাজ।

গুঞ্জন বলছে, রুতুরাজের প্রেমিকা এক জন মরাঠি অভিনেত্রী। যদিও এই গুঞ্জন প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়াই দেননি রুতুরাজ।

০৪ ১৫
বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে রুতুরাজের সেই ‘প্রেমিকা’র নাম। দাবি করা হয়েছে, যে মরাঠি অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন চলছে, তিনি সয়ালি সঞ্জীব।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে রুতুরাজের সেই ‘প্রেমিকা’র নাম। দাবি করা হয়েছে, যে মরাঠি অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন চলছে, তিনি সয়ালি সঞ্জীব।

০৫ ১৫
১৯৯৩ সালে মহারাষ্ট্রের ধুলেতে জন্ম সয়ালির। নাসিক কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হয়েছেন। সয়ালির বাবা নাসিকের মহকুমাশাসক।

১৯৯৩ সালে মহারাষ্ট্রের ধুলেতে জন্ম সয়ালির। নাসিক কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হয়েছেন। সয়ালির বাবা নাসিকের মহকুমাশাসক।

০৬ ১৫
ছাত্রাবস্থা থেকেই নানা সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত সয়ালি।

ছাত্রাবস্থা থেকেই নানা সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত সয়ালি।

০৭ ১৫
সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়িতে থাকার সুবাদে মডেলিংয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি ফ্যাশন শোতেও অংশ নেন তিনি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জড়িতে থাকার সুবাদে মডেলিংয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশ কয়েকটি ফ্যাশন শোতেও অংশ নেন তিনি।

০৮ ১৫
ধীরে ধীরে মডেলিংকেই পেশা হিসাবে বেছে নেন সয়ালি। বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনও করেন তিনি।

ধীরে ধীরে মডেলিংকেই পেশা হিসাবে বেছে নেন সয়ালি। বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনও করেন তিনি।

০৯ ১৫
মডেলিংয়ের পেশায় থাকাকালীন ২০১৬ সালে টেলি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। ‘কাঁহে দিয়া পরদেশ’ নামে মরাঠি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সয়ালি।

মডেলিংয়ের পেশায় থাকাকালীন ২০১৬ সালে টেলি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। ‘কাঁহে দিয়া পরদেশ’ নামে মরাঠি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সয়ালি।

১০ ১৫
‘পারফেক্ট পতি’ এবং ‘গুলমোহর’ টেলি সিরিয়ালে দুর্দান্ত অভিনয় সয়ালিকে আরও জনপ্রিয় করে তোলে। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

‘পারফেক্ট পতি’ এবং ‘গুলমোহর’ টেলি সিরিয়ালে দুর্দান্ত অভিনয় সয়ালিকে আরও জনপ্রিয় করে তোলে। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।

১১ ১৫
সয়ালি অভিনীত ছবিগুলি হল— ‘পুলিশ লাইন’, ‘আটপাড়ি নাইটস’, ‘মন ফকিরা’, ‘বাস্তা’, ‘ঝিম্মা’।

সয়ালি অভিনীত ছবিগুলি হল— ‘পুলিশ লাইন’, ‘আটপাড়ি নাইটস’, ‘মন ফকিরা’, ‘বাস্তা’, ‘ঝিম্মা’।

১২ ১৫
২০২০ সালে একটি মিউজ়িক ভিডিয়োতেও ঋষি সাক্সেনার সঙ্গে অভিনয় করেছেন সয়ালি।

২০২০ সালে একটি মিউজ়িক ভিডিয়োতেও ঋষি সাক্সেনার সঙ্গে অভিনয় করেছেন সয়ালি।

১৩ ১৫
বেশ কয়েকটি ওয়েব সিরিজ়ও করেছেন সয়ালি। সেগুলি হল ‘ইউ টার্ন’, ‘শুভমঙ্গল অনলাইন’।

বেশ কয়েকটি ওয়েব সিরিজ়ও করেছেন সয়ালি। সেগুলি হল ‘ইউ টার্ন’, ‘শুভমঙ্গল অনলাইন’।

১৪ ১৫
অভিনয়ের পাশাপাশি গান এবং রাজনীতির সঙ্গেও জড়িত সয়ালি। ২০২০ সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সয়ালিকে চিত্রপট কর্মচারী সেনার সহ সভাপতির দায়িত্ব দিয়েছে।

অভিনয়ের পাশাপাশি গান এবং রাজনীতির সঙ্গেও জড়িত সয়ালি। ২০২০ সালে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) সয়ালিকে চিত্রপট কর্মচারী সেনার সহ সভাপতির দায়িত্ব দিয়েছে।

১৫ ১৫
মরাঠি ছাড়াও তামিল, হিন্দি ভাষাতেও অভিনয় করেছেন সয়ালি। ‘ইউ ইন মাই ড্রিম’ নামে একটি শর্ট ফিল্মের পরিচালনার কাজ করেছেন তিনি।

মরাঠি ছাড়াও তামিল, হিন্দি ভাষাতেও অভিনয় করেছেন সয়ালি। ‘ইউ ইন মাই ড্রিম’ নামে একটি শর্ট ফিল্মের পরিচালনার কাজ করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy