Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Saturn Ring

শনির ‘বলয়গ্রাস’! দু’বছর পর আর দেখা যাবে না ‘বৃদ্ধ’ গ্রহের অনন্য বৃত্ত, কেন?

শনির বলয়গুলিকে ধূমকেতু, গ্রহাণু বা ভেঙে যাওয়া উপগ্রহের টুকরো দিয়ে তৈরি বলে মনে করা হয়। শনির মাধ্যাকর্ষণ শক্তি প্রবল। তাই শনির মাটিতে পৌঁছনোর আগেই ধূমকেতু এবং গ্রহাণুগুলি ভেঙে যায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১২:৪৫
Share: Save:
০১ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

সমগ্র সৌরমণ্ডলে কেবলমাত্র একটি গ্রহেরই সুস্পষ্ট বলয় রয়েছে, শনি। শনির সেই বলয়ই নাকি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে।

০২ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

২০১৮ সালে, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)’ এক বিশেষ মহাজাগতিক ঘটনা নিশ্চিত করেছে। নাসা জানিয়েছে, শনির অনন্য বলয় পাকাপাকি ভাবে হারিয়ে যাচ্ছে।

০৩ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

শনির বলয়গুলিকে ধূমকেতু, গ্রহাণু বা ভেঙে যাওয়া উপগ্রহের টুকরো দিয়ে তৈরি বলে মনে করা হয়। শনির মাধ্যাকর্ষণ শক্তি প্রবল। তাই শনির মাটিতে পৌঁছনোর আগেই ধূমকেতু এবং গ্রহাণুগুলি ভেঙে যায়।

০৪ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

ধূমকেতু, উপগ্রহ এবং গ্রহাণুর এই ভাঙা টুকরোগুলির উপর মূলত বরফ এবং ধূলিকণার প্রলেপ থাকে।

০৫ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

নাসা জানিয়েছে, গ্রহের শক্তিশালী মাধ্যাকর্ষণ টান এই বলয় থেকে বরফের কণাগুলোকে আশ্চর্যজনক গতিতে নিজের দিকে টেনে নিচ্ছে। ফলে বলয়গুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

০৬ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

নাসার বিজ্ঞানীদের মতে, এই মুহূর্তে শনি গ্রহে প্রতি সেকেন্ডে ১০ হাজার কিলোগ্রাম বলয় বৃষ্টি হচ্ছে। যা কিছু ক্ষণের মধ্যেই একটি বড় সুইমিং পুল ভর্তি করার জন্য যথেষ্ট।

০৭ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিগত কয়েক কোটি বছরে বলয় বৃষ্টির পরিমাণ অনেক গুণে বেড়ে গিয়েছে। তবে কেন এমনটা হচ্ছে, তার পাকাপাকি উত্তর বিজ্ঞানীদের কাছে নেই।

০৮ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

যদিও নাসা জানিয়েছে শনির বলয়গুলি সম্পূর্ণরূপে অদৃশ্য হতে কয়েক যুগ সময় লাগবে। তবে পৃথিবী থেকে শনির বলয় দেখা যাবে আর মাত্র কয়েক বছর। কিন্তু কেন?

০৯ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

নাসার দাবি, ২০২৫ সালের গোড়ার দিক থেকেই পৃথিবী থেকে শনির বলয় আর দেখতে পাওয়া যাবে না। কারণ, ওই সময় পৃথিবীর সঙ্গে একটি বিশেষ কোণ করে অবস্থান করবে শনি। এমন এক অবস্থানে থাকবে যেখান বলয়গুলিকে পৃথিবী থেকে দেখা যাবে না।

১০ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

তবে চিন্তার কারণ নেই। বেশি দিন শনির মহাজাগতিক বলয়কে চোখে হারাবেন না বিজ্ঞানীরা।

১১ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

পৃথিবীর হিসাবে সূর্যের চারপাশে কক্ষপথ সম্পূর্ণ করতে শনির সময় লাগে প্রায় ২৯.৪ বছর। ফলে কয়েক বছরের মধ্যেই শনি আবার এমন এক অবস্থানে চলে আসবে, যখন পৃথিবী থেকে আবার শনির বলয় দেখা যাবে।

১২ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

নাসা জানিয়েছে, ২০৩২ সাল নাগাদ আবার স্বমহিমায় ‘ফিরে আসবে’ শনির বলয়। আবার দেখতে পাওয়া যাবে সেটিকে।

১৩ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

বর্তমানে পৃথিবীর সাপেক্ষে শনি এমন এক অবস্থানে রয়েছে, যেখান থেকে পৃথিবীর মানুষ এই বলয় পরিষ্কার দেখতে পান।

১৪ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

তবে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। শনি যে হেতু বলয়ে থাকা বরফের কণাগুলি নিজের দিকে টেনে নিচ্ছে, সে ক্ষেত্রে বলয় সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে কত সময় লাগবে?

১৫ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

নাসার বিজ্ঞানীদের দাবি, শনির বলয়গুলি সম্পূর্ণ ভাবে বিলুপ্ত হয়ে এখনও প্রায় ১০ কোটি বছর সময় লাগবে।

১৬ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

তবে মনে রাখতে হবে যে, শনি এখন ‘বৃদ্ধ’। এই গ্রহের জন্ম সাড়ে ৪০০ কোটি বছরেরও বেশি আগে। ফলে সেই তুলনায় বলয় হারাতে আর বেশি দিন সময় নেই শনির।

১৭ ১৭
Saturn is rapidly losing it’s ring and Earth won’t be able to see it after some days

১৬১০ সালে ইটালির জ্যোর্তিবিজ্ঞানী গ্যালিলিও দূরবীন দিয়ে শনির বলয় প্রথম চাক্ষুষ করেন। তবে বর্তমানে যে কেউ ভাল দূরবীন নিয়ে শনির বলয় দেখতে পারেন।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy