
বড় পর্দায় অভিনয় করবেন বলে হাজারো স্বপ্ন নিয়ে এসেছিলেন অনেকে। কিন্তু শুধুমাত্র পেশাগত জীবনেই যে পরিচিতি পেয়েছেন তা নয়, তাঁদের নামের সঙ্গে ‘কলঙ্ক’ এমনই ওতপ্রোত ভাবে জড়িয়ে পড়েছিল যে, অভিনয় থেকেই দূরে সরে গিয়েছেন তাঁরা। বলি তারকাদের সেই তালিকায় রয়েছে মমতা কুলকার্নি থেকে শুরু করে শক্তি কপূরের নাম। কারও গোপন ভিডিয়ো ফাঁস হয়েছে। আবার কারও বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ।

নব্বইয়ের দশকে ‘করণ অর্জুন’, ‘ঘাতক’, ‘তিরঙ্গা’র মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন মমতা কুলকার্নি। ইন্ডাস্ট্রিতে একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে জনপ্রিয় হয়েছিলেন মমতা। ২০০২ সালে ‘কভি তুম কভি হম’ ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় মমতাকে। তার পর ইন্ডাস্ট্রি থেকে একেবারে উধাও হয়ে যান তিনি। চার বছর পর মমতার নাম উঠে আসে মাদক পাচারকাণ্ডে।