অমরনাথ গুহায় থাকা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে জলের প্রবল স্রোত নীচের দিকে নেমে আসে।
০৫০৯
পুণ্যার্থীদের শিবির বরাবর সেই বিপুল জলস্রোত আচমকাই নেমে আসায় শিবিরগুলিতে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়ে বালতাল এলাকায় আছড়ে ফেলে।
০৬০৯
জলের প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ২৫টি তাঁবু এবং তিনটি লঙ্গরখানা।
০৭০৯
এই বিপর্যয়ের পরই উদ্ধারকাজে নামে জম্মু-কাশ্মীর পুলিশ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনা।
০৮০৯
বৃষ্টিতে বিপর্যয়ের ১২ ঘণ্টার মধ্যেই ১৫ হাজারের বেশি তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।
০৯০৯
অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ ৪০ জন। তাঁদের খোঁজে জোর তল্লাশি চলছে।