Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Amarnath Yatra

Cloudburst At Amarnath: কোথায় হল মেঘভাঙা বৃষ্টি, কোথায় গড়াল প্রবল স্রোত, অমরনাথ বিপর্যয়ের উপগ্রহচিত্র

অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে বলে জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে। এখনও অন্তত ৪০ জন নিখোঁজ বলে উদ্ধারকারী দল সূত্রের খবর।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ১৫:৫৫
Share: Save:
০১ ০৯
শুক্রবার বিকেল ৪টে। বৃষ্টির মধ্যেও অমরনাথ গুহায় দলে দলে পুণ্যার্থীরা যাচ্ছিলেন।

শুক্রবার বিকেল ৪টে। বৃষ্টির মধ্যেও অমরনাথ গুহায় দলে দলে পুণ্যার্থীরা যাচ্ছিলেন।

০২ ০৯
অমরনাথ গুহার কাছেই পুণ্যার্থীদের জন্য কয়েক হাজার অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল। সেই শিবিরেই দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা আশ্রয় নিয়েছিলেন।

অমরনাথ গুহার কাছেই পুণ্যার্থীদের জন্য কয়েক হাজার অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল। সেই শিবিরেই দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা আশ্রয় নিয়েছিলেন।

০৩ ০৯
শুক্রবার বিকেল পাঁচটা। অমরনাথের নিম্ন গুহার কাছে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি হয়। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

শুক্রবার বিকেল পাঁচটা। অমরনাথের নিম্ন গুহার কাছে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি হয়। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

০৪ ০৯
অমরনাথ গুহায় থাকা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে জলের প্রবল স্রোত নীচের দিকে নেমে আসে।

অমরনাথ গুহায় থাকা স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টে থেকে ৬টার মধ্যে অমরনাথ গুহার আশপাশে ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে জলের প্রবল স্রোত নীচের দিকে নেমে আসে।

০৫ ০৯
পুণ্যার্থীদের শিবির বরাবর সেই বিপুল জলস্রোত আচমকাই নেমে আসায় শিবিরগুলিতে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়ে বালতাল এলাকায় আছড়ে ফেলে।

পুণ্যার্থীদের শিবির বরাবর সেই বিপুল জলস্রোত আচমকাই নেমে আসায় শিবিরগুলিতে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গিয়ে বালতাল এলাকায় আছড়ে ফেলে।

০৬ ০৯
জলের প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ২৫টি তাঁবু এবং তিনটি লঙ্গরখানা।

জলের প্রবল স্রোতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ২৫টি তাঁবু এবং তিনটি লঙ্গরখানা।

০৭ ০৯
এই বিপর্যয়ের পরই উদ্ধারকাজে নামে জম্মু-কাশ্মীর পুলিশ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনা।

এই বিপর্যয়ের পরই উদ্ধারকাজে নামে জম্মু-কাশ্মীর পুলিশ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআরপিএফ, আইটিবিপি এবং ভারতীয় সেনা।

০৮ ০৯
বৃষ্টিতে বিপর্যয়ের ১২ ঘণ্টার মধ্যেই ১৫ হাজারের বেশি তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

বৃষ্টিতে বিপর্যয়ের ১২ ঘণ্টার মধ্যেই ১৫ হাজারের বেশি তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্রে খবর।

০৯ ০৯
অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ ৪০ জন। তাঁদের খোঁজে জোর তল্লাশি চলছে।

অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে ১৬ জনের। নিখোঁজ ৪০ জন। তাঁদের খোঁজে জোর তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE