Russian soldier shot in the forehead miraculously survived, dubbed as the Russian ‘Terminator’ dgtl
The Terminator
Terminator: কপালে গেঁথে থাকা বুলেট বার করছেন সঙ্গীরা! মৃত্যুকে ঠকিয়েও নির্বিকার রাশিয়ার ‘টার্মিনেটর’
প্রায় এক দশক আগে ২০১৩ সালে এ ধরনের একটি ভিডিয়োই তুমুল হইচই ফেলে গিয়েছিল নেটদুনিয়ায়।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১২:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
কপালে বুলেট বিঁধলেও হেসেখেলে মৃত্যুকে ফাঁকি দিয়েছেন রাশিয়ান এক সেনা। এতেই শেষ নয়। ওই বুলেটটি প্লায়ার্স দিয়ে টেনে বার করেছেন তাঁর সঙ্গীরা।
০২১৩
প্রায় এক দশক আগে ২০১৩ সালে এ ধরনের একটি ভিডিয়োই তুমুল হইচই ফেলে গিয়েছিল নেটদুনিয়ায়। ওই সেনাকে অনেকেই আর্নল্ড শোয়ারজেনেগার অভিনীত চরিত্র ‘দ্য টার্মিনেটর’ নাম দিয়েছিলেন।
০৩১৩
অনেকের মতে, ওই ভিডিয়োটি ২০০০ সালের। চেচনিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর অভিযানের সময়কার। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ভাইরাল ভিডিয়োটিতে যা সব দেখা গিয়েছে, তাতেই চোখ কপালে ওঠার জোগাড়।
০৪১৩
রাশিয়ান সেনার বাঁ-চোখের সামান্য উপরে কপালে গেঁথে রয়েছে আস্ত একটি বুলেট। তার খানিকটা অংশ কপালের বাইরে বেরিয়ে রয়েছে। দিনের আলোয় তা যেন জ্বলজ্বল করছে।
০৫১৩
যিনি বুলেটবিদ্ধ, তিনি একেবারেই নির্বিকার। হাসিমুখেই ক্যামেরার সামনে মুখ ঘোরাচ্ছেন। এতেই শেষ নয়। সেনায় তাঁর সঙ্গীরা একটি প্লায়ার্স দিয়ে ওই বুলেটটি টেনে বার করে নিচ্ছেন।
০৬১৩
নেটদুনিয়ার অনেকের মতে, চেচনিয়ার ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের সময় একে-৪৭ রাইফেলের বুলেটই গেঁথে গিয়েছিল ওই রাশিয়ার সেনার কপালে।
০৭১৩
বুলেটবিদ্ধ হওয়ায় কোথায় যন্ত্রণায় কাতরাবেন, তা নয়। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ নির্বিকার ভঙ্গিতেই রয়েছেন তিনি। কালো কাপড়বাঁধা কপাল থেকে বুলেট টেনে খুলে বার করছেন অন্যান্য সেনা। যুদ্ধের ময়দানে এই ‘অস্ত্রোপচারে’ খানিকটা ‘ধর তক্তা, মার পেরেক নীতি’-ই নিয়েছেন রাশিয়ান সেনারা।
০৮১৩
যুদ্ধের ময়দানে বুলেটে জখম সেনাকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হল না? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে ওই ভিডিয়োতে তার কোনও জবাব মেলেনি। বরং একটি চিমটের আকারের প্লায়ার্স দিয়ে ওই বুলেটটি বার করার চেষ্টা করছেন সেনার সঙ্গীরা।
০৯১৩
গোটা ‘অস্ত্রোপচারে’র সময় হাসিমুখে থেকেছেন রাশিয়ার ওই সেনা। বুলেট বার করার পর কপালের রক্ত মুছে দিয়েছেন তাঁর সঙ্গীরা। ক্ষতটি অপরিষ্কার রয়েছে কি না, তা-ও দেখে নিয়েছেন তাঁরা। তার পরের কাণ্ড আরও অবাক করা!
১০১৩
বুলেট বার করার পর নিজেই হাতেই ক্ষত পরীক্ষা করতে দেখা গিয়েছে ওই সেনাকে। তাতেও যন্ত্রণা ফুটে ওঠেনি তাঁর চোখেমুখে। বুলেট বার হওয়ার পর নিশ্চিত হয়ে স্বস্তিতে ক্যামেরার দিকে তাকিয়েও একগাল হাসি দিয়েছেন তিনি।
১১১৩
এ সব দেখে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ারজেনেগারের ‘দ্য টার্মিনেটর’ ছবির কথাই মনে পড়েছে নেটমাধ্যমের বাসিন্দাদের। কল্পবিজ্ঞানের সেই অ্যাকশন ছবিতে শোয়ারজেনেগার একটি ভাবলেশহীন রোবট। এক খুনি সাইবর্গের হাত থেকে যে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে সারা কোনরকে।
১২১৩
জেমস ক্যামেরনের পরিচালনায় তুমুল জনপ্রিয় হয়েছিল ‘দ্য টার্মিনেটর’ ছবিটি। তার পর ‘টার্মিনেটর’-কে কেন্দ্র করে একাধিক ছবিও তৈরি করা হয়। কাল্পনিক অ্যাকশন ছবির দুনিয়ায় ‘টার্মিনেটর’-কে নয়া উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শোয়ারজেনেগার। সাইবর্গের বুলেটেও যার একচুলও ক্ষতি হয় না।
১৩১৩
বুলেটবিদ্ধ হলেও রাশিয়ান ওই সেনার নির্বিকার মুখ দেখে ‘টার্মিনেটর’ ছাড়া আর কার কথাই বা মনে পড়বে!