Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Bollywood

‘যৌনশিক্ষার ক্লাস’ এ বার হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে, চক-ডাস্টার নিয়ে এ মাসেই হাজির হবেন নায়িকা

দেশে যৌনতা নিয়ে প্রকাশ্যে আলোচনায় এখনও অনেক বাধা রয়েছে। আছে নানারকম ছুতমার্গ। যা যৌনতা সংক্রান্ত শিক্ষা এবং জ্ঞানের পরিপন্থী।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১২:১০
Share: Save:
০১ ১৫
যৌনতার জন্যও জরুরি শিক্ষা। স্কুলে তার ক্লাস না হোক, ওটিটি প্ল্যাটফর্মে তো আপত্তি নেই! দেশবাসীকে শিক্ষিত করতে তাই সেখানেই বসছে ‘যৌনশিক্ষার ক্লাস’।

যৌনতার জন্যও জরুরি শিক্ষা। স্কুলে তার ক্লাস না হোক, ওটিটি প্ল্যাটফর্মে তো আপত্তি নেই! দেশবাসীকে শিক্ষিত করতে তাই সেখানেই বসছে ‘যৌনশিক্ষার ক্লাস’।

০২ ১৫
শিক্ষিকার নাম রাকুলপ্রীত সিংহ। ইতিমধ্যেই নিজের সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সেই খবর দিয়েছেন। পোস্টার দিয়ে জানিয়েছেন, কী বিষয়ে পড়াতে চলেছেন তিনি।

শিক্ষিকার নাম রাকুলপ্রীত সিংহ। ইতিমধ্যেই নিজের সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সেই খবর দিয়েছেন। পোস্টার দিয়ে জানিয়েছেন, কী বিষয়ে পড়াতে চলেছেন তিনি।

০৩ ১৫
সেই সব পোস্টারের কোনওটিতে রাকুলের হাতে কন্ডোমের প্যাকেট, কোথাও আবার ব্ল্যাকবোর্ডে আঁকা মহিলা এবং পুরুষাঙ্গের ছবি। আর একটি ব্ল্যাকবোর্ডে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে পড়ানোর বিষয়— যৌনশিক্ষা।

সেই সব পোস্টারের কোনওটিতে রাকুলের হাতে কন্ডোমের প্যাকেট, কোথাও আবার ব্ল্যাকবোর্ডে আঁকা মহিলা এবং পুরুষাঙ্গের ছবি। আর একটি ব্ল্যাকবোর্ডে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে পড়ানোর বিষয়— যৌনশিক্ষা।

০৪ ১৫
সেই ব্ল্যাকবোর্ডের সামনেই দাঁড়িয়ে থাকা রাকুলের হাতে একটি জীবন বিজ্ঞানের বই। মাঠের মাঝখানে তাঁর ক্লাসে ছাত্রছাত্রীদের ভিড়ও দেখা যাচ্ছে।

সেই ব্ল্যাকবোর্ডের সামনেই দাঁড়িয়ে থাকা রাকুলের হাতে একটি জীবন বিজ্ঞানের বই। মাঠের মাঝখানে তাঁর ক্লাসে ছাত্রছাত্রীদের ভিড়ও দেখা যাচ্ছে।

০৫ ১৫
অভিনেত্রী রাকুল এখন দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বলিউডের পরিচিত নাম। তবে এক সময় পড়াশোনা করেছেন বিজ্ঞান নিয়েই।

অভিনেত্রী রাকুল এখন দক্ষিণ ভারতীয় সিনেমা এবং বলিউডের পরিচিত নাম। তবে এক সময় পড়াশোনা করেছেন বিজ্ঞান নিয়েই।

০৬ ১৫
নয়াদিল্লির জেসাস মেরি কলেজের ছাত্রী রাকুলের প্রিয় বিষয় ছিল অঙ্ক। স্নাতকও হন অঙ্কে অনার্স নিয়েই। তবে কি যৌনশিক্ষার ক্লাস নেওয়ার জন্যই পড়ার বিষয় বদলালেন?

নয়াদিল্লির জেসাস মেরি কলেজের ছাত্রী রাকুলের প্রিয় বিষয় ছিল অঙ্ক। স্নাতকও হন অঙ্কে অনার্স নিয়েই। তবে কি যৌনশিক্ষার ক্লাস নেওয়ার জন্যই পড়ার বিষয় বদলালেন?

০৭ ১৫
রাকুলপ্রীত তাঁর সামাজিক মাধ্যমে ক্লাসরুমের ছবি দিয়ে যদিও তার ব্যাখ্যা দেননি। শু‌ধু লিখেছেন, ‘‘আর ক্লাস ফাঁকি নয়, এ বার ছত্রিওয়ালির সঙ্গে শিখতে হবে।’’

রাকুলপ্রীত তাঁর সামাজিক মাধ্যমে ক্লাসরুমের ছবি দিয়ে যদিও তার ব্যাখ্যা দেননি। শু‌ধু লিখেছেন, ‘‘আর ক্লাস ফাঁকি নয়, এ বার ছত্রিওয়ালির সঙ্গে শিখতে হবে।’’

০৮ ১৫
পোস্টারেও ক্লাসরুমের ব্ল্যাক বোর্ডের উপরে লেখা ‘ছত্রিওয়ালি’র নাম। এমনকি একটি পোস্টারে কন্ডোমের প্যাকেটেও দেখা যাচ্ছে ওই একই নাম— ‘ছত্রিওয়ালি’। কিন্তু ছত্রিওয়ালি কে?

পোস্টারেও ক্লাসরুমের ব্ল্যাক বোর্ডের উপরে লেখা ‘ছত্রিওয়ালি’র নাম। এমনকি একটি পোস্টারে কন্ডোমের প্যাকেটেও দেখা যাচ্ছে ওই একই নাম— ‘ছত্রিওয়ালি’। কিন্তু ছত্রিওয়ালি কে?

০৯ ১৫
হিন্দি শব্দটির বাংলায় আক্ষরিক অনুবাদ করলে বোঝায় ছাতাধারী কোনও মহিলা। তবে বিষয় যদি হয় যৌনশিক্ষার ক্লাস, তবে ছাতাকে সুরক্ষা ভাবতেও আপত্তি নেই।

হিন্দি শব্দটির বাংলায় আক্ষরিক অনুবাদ করলে বোঝায় ছাতাধারী কোনও মহিলা। তবে বিষয় যদি হয় যৌনশিক্ষার ক্লাস, তবে ছাতাকে সুরক্ষা ভাবতেও আপত্তি নেই।

১০ ১৫
রাকুল অবশ্য এ সব ব্যাখ্যায় যাননি। তাঁর পোস্টারে কালো ব্ল্যাকবোর্ডে লেখা ক্লাস শুরু ২০ জানুয়ারি। সামনে একটি ডাস্টার এবং কয়েকটি চক।

রাকুল অবশ্য এ সব ব্যাখ্যায় যাননি। তাঁর পোস্টারে কালো ব্ল্যাকবোর্ডে লেখা ক্লাস শুরু ২০ জানুয়ারি। সামনে একটি ডাস্টার এবং কয়েকটি চক।

১১ ১৫
আসলে ২০ জানুয়ারি যৌনশিক্ষার ক্লাস শুরু হবে বলিউডের আসন্ন সিনেমা ‘ছত্রিওয়ালি’তে। ওই দিনই মুক্তি পাচ্ছে ‘ছত্রিওয়ালি’। যেখানে যৌনশিক্ষা বিষয়ে শিক্ষিত করবেন ছবির নায়িকা রাকুলপ্রীত।

আসলে ২০ জানুয়ারি যৌনশিক্ষার ক্লাস শুরু হবে বলিউডের আসন্ন সিনেমা ‘ছত্রিওয়ালি’তে। ওই দিনই মুক্তি পাচ্ছে ‘ছত্রিওয়ালি’। যেখানে যৌনশিক্ষা বিষয়ে শিক্ষিত করবেন ছবির নায়িকা রাকুলপ্রীত।

১২ ১৫
দেশে যৌনতা নিয়ে প্রকাশ্যে আলোচনায় এখনও অনেক বাধা রয়েছে। আছে নানারকম ছুতমার্গ। যা যৌনতা সংক্রান্ত শিক্ষা এবং জ্ঞানের পরিপন্থী। ‘ছত্রিওয়ালি’ সেই বাধা ডিঙোতে চাওয়ার প্রচেষ্টা। এমনই বক্তব্য ছবির প্রযোজকের।

দেশে যৌনতা নিয়ে প্রকাশ্যে আলোচনায় এখনও অনেক বাধা রয়েছে। আছে নানারকম ছুতমার্গ। যা যৌনতা সংক্রান্ত শিক্ষা এবং জ্ঞানের পরিপন্থী। ‘ছত্রিওয়ালি’ সেই বাধা ডিঙোতে চাওয়ার প্রচেষ্টা। এমনই বক্তব্য ছবির প্রযোজকের।

১৩ ১৫
ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা। যিনি বলিউডে অন্য ধারার ছবির প্রযোজক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। লাইফ ইন আ মেট্রো, দেব ডি, ফ্যাশন, লক্ষ্য, স্বদেশ, দিল্লি-৬, উড়ান, ডেলি বেলি, চিল্লার পার্টি, বরফি, রং দে বসন্তী, ফিজ়া, কাই পো চে, আ ওয়েডনেস ডে, পান সিং তোমর, গুজ়ারিশ— রনির গৎভাঙা সিনেমার তালিকা থামার নয়।

ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা। যিনি বলিউডে অন্য ধারার ছবির প্রযোজক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। লাইফ ইন আ মেট্রো, দেব ডি, ফ্যাশন, লক্ষ্য, স্বদেশ, দিল্লি-৬, উড়ান, ডেলি বেলি, চিল্লার পার্টি, বরফি, রং দে বসন্তী, ফিজ়া, কাই পো চে, আ ওয়েডনেস ডে, পান সিং তোমর, গুজ়ারিশ— রনির গৎভাঙা সিনেমার তালিকা থামার নয়।

১৪ ১৫
সেই রনিই তৈরি করেছেন ছত্রিওয়ালি। যার পরিচালক তেজসপ্রভা বিজয় দেউস্কর। মূল চরিত্রে অভিনয় করেছেন রাকুলপ্রীত এবং ওটিটির জনপ্রিয় অভিনেতা সুমিত ব্যাস।

সেই রনিই তৈরি করেছেন ছত্রিওয়ালি। যার পরিচালক তেজসপ্রভা বিজয় দেউস্কর। মূল চরিত্রে অভিনয় করেছেন রাকুলপ্রীত এবং ওটিটির জনপ্রিয় অভিনেতা সুমিত ব্যাস।

১৫ ১৫
ভারতের মতো দেশে যৌনতাকে কী ভাবে দেখা হয়, তা নিয়েই কমেডির মোড়কে এই ছবি তৈরি করা হয়েছে। যে খানে রাকুলকে দেখা যাবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর পরীক্ষকের চরিত্রে। তবে তিনি কী ভাবে দেশবাসীকে যৌনশিক্ষা বিষয়ে শিক্ষিত করবেন তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত।

ভারতের মতো দেশে যৌনতাকে কী ভাবে দেখা হয়, তা নিয়েই কমেডির মোড়কে এই ছবি তৈরি করা হয়েছে। যে খানে রাকুলকে দেখা যাবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর পরীক্ষকের চরিত্রে। তবে তিনি কী ভাবে দেশবাসীকে যৌনশিক্ষা বিষয়ে শিক্ষিত করবেন তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারি পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy