দু’জনে দু’জনের কপালে কপাল ঠেকিয়ে হাসছেন। দেখানেপনা, পরিমিতিবোধের পরোয়া না করা আকর্ণবিস্তৃত হাসি। সদ্য বিয়ে করা স্ত্রীর হাতখানা শক্ত করে ধরে রেখেছেন রাজকুমার রাও। আরেকটি দৃশ্যে কনের সাজে বাঙালি মেয়ে অন্বিতা পাল ওরফে পর্দার পত্রলেখাকে দেখা যাচ্ছে দু’হাতের তালুতে স্বামীর হাত দু’খানা ধরে থাকতে। লাল বেনারসির পাড়ে লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’। এঁরাই বলিউডের নয়া বিবাহিত জুটি, আগামী কিছু দিনের জন্য বলিউডের সিনেমাপ্রেমীদের নয়নমণি।
দুই সহকর্মী অভিনেতার প্রেমকে বরাবরই আশকারা দিয়েছে বলিউড। বিয়েতে আনন্দ তো হবেই। আবার বিচ্ছেদ হলে বলিউড দুঃখও পেয়েছে। রাজকুমার-পত্রলেখা অবশ্য ১১ বছর প্রেমের পর সবে এক হয়েছেন। বিয়ের পরে একটি ফেসবুক পোস্টে পত্রলেখা লিখেছেন, ‘আগামী বা ভবিষ্যতে কী হবে তাঁরা জানেন না। তবে আপাতত এই এক সঙ্গে থাকতে পারার আনন্দটাই তাদের কাছে যথেষ্ট।’