Players who are in race for the golden boot in FIFA World Cup 2022 dgtl
Golden Boot Winner
মেসি না এমবাপে, বিশ্বকাপে সোনার বুটের দৌড় জমে গিয়েছে, ফাইনালের আগে লড়াইয়ে আর কারা?
বিশ্বকাপে এখনও দু’টি ম্যাচ বাকি। খেলা বাকি চার দলের। তাদের মধ্যে থেকে সোনার বুট ছিনিয়ে নেবেন কোন তারকা? মেসি, এমবাপে ছাড়াও সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে উঠে এসেছে আরও কিছু নাম।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৪:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
কাতার বিশ্বকাপের ফাইনালে খেলবে কোন দুই দল, বৃহস্পতিবার রাতেই তা নিশ্চিত হয়ে গিয়েছে। বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ের সেই ম্যাচে মাঠে বল গড়াতে বাকি আর তিন দিন।
০২১৫
আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনাল খেলার আগে তৃতীয় হওয়ার দৌড়ে মাঠে নামবে ক্রোয়েশিয়া এবং মরক্কো। অর্থাৎ, বিশ্বকাপে এখনও দু’টি ম্যাচ বাকি। খেলা বাকি চার দলের।
০৩১৫
তাদের মধ্যে থেকে সোনার বুট ছিনিয়ে নেবেন কোন তারকা? লিয়োনেল মেসি থেকে শুরু করে কিলিয়ান এমবাপে, সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে উঠে আসছে আরও কিছু নাম।
০৪১৫
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় সোনার বুট। এই বিশেষ সম্মান পেতে মুখিয়ে থাকেন তারকারা। এ ক্ষেত্রে, পেনাল্টিতে করা গোলও বিবেচ্য হয়ে থাকে।
০৫১৫
কিন্তু যদি দুই বা তার বেশি ফুটবলারের গোলসংখ্যা সর্বোচ্চ হয়, সে ক্ষেত্রে ফিফার নিয়ম অন্য। তখন সোনার বুটের লড়াইয়ে দেখা হয় কার ক’টি অ্যাসিস্ট। অর্থাৎ, কে ক’টি গোল করাতে সাহায্য করেছেন। সেটিও সমান হলে দেখা হয়, কে কত কম মিনিট মাঠে ছিলেন।
০৬১৫
এ বারের বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন মেসি। আর্জেন্টিনীয় অধিনায়ক এখনও একটি ম্যাচ খেলবেন। ইতিমধ্যে তাঁর চলতি বিশ্বকাপে ৫টি গোল করা হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট, অর্থাৎ তাঁর দেওয়া পাস থেকে ৩টি গোল হয়েছে।
০৭১৫
মেসি সেমিফাইনালের পরই জানিয়ে দিয়েছেন, রবিবারের ফাইনালই হবে দেশের হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। আর নীল-সাদা জার্সিতে তাঁর জাদু দেখা যাবে না। এই বিশ্বকাপে সোনার বুটের দৌড়ে এখনও পর্যন্ত তিনিই এগিয়ে রয়েছেন।
০৮১৫
সোনার বুটের দৌড়ে দ্বিতীয় ফ্রান্সের কিলিয়ান এমবাপে। মেসির সঙ্গে তাঁর গোলসংখ্যা সমান। তিনিও ৫টি গোল করেছেন। তবে গোলের ঠিকানা লেখা পাস দেওয়ায় খানিক পিছিয়ে ফ্রান্সের এই স্ট্রাইকার।
০৯১৫
এমবাপের পাস থেকে এখনও পর্যন্ত ২টি গোল হয়েছে। সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে ফ্রান্স যে দু’টি গোল করেছে, দু’টিতেই ছিল এমবাপের ছোঁয়া।
১০১৫
মেসি এবং এমবাপের পর সোনার বুটের দৌড়ে উঠে এসেছে আরও এক আর্জেন্টাইন তারকার নাম। তিনি ইউলিয়ান আলভারেস। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর পর দু’টি গোল করেছেন তিনি। মোট ৪টি গোল রয়েছে তাঁর।
১১১৫
আলভারেসের নামের পাশে অবশ্য কোনও ‘অ্যাসিস্ট’ নেই। অর্থাৎ, বিশ্বকাপে এখনও তাঁর দেওয়া পাস থেকে কোনও গোল হয়নি। মোট ৩৬৪ মিনিট খেলেছেন। তাঁর সেমিফাইনালের ফর্ম ফাইনালেও দেখতে চাইছেন অনুরাগীরা।
১২১৫
সোনার বুটের লড়াইয়ে রয়েছেন ফ্রান্সের আরও এক তারকা ফুটবলার। আলভারেসের মতো অলিভিয়ের জিহুও এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ৪টি গোল করেছেন। খেলেছেন মোট ৩৮৩ মিনিট।
১৩১৫
জিহুর নামের পাশেও কোনও গোলের পাস নেই। ফাইনালের আগে সোনার বুটের দৌড়ে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন আলভারেস এবং জিহু।
১৪১৫
আগামী রবিবার ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে কাতারের লুসেইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা, ফ্রান্স। দুই দলই দু’বার করে বিশ্বকাপ ছুঁয়ে দেখেছে। ফ্রান্স বিশ্বকাপ জিতেছে ১৯৯৮ এবং ২০১৮ সালে। আর্জেন্টিনা শেষ বার বিশ্বকাপ পেয়েছিল ১৯৮৬ সালে।
১৫১৫
জীবনের শেষ বিশ্বকাপে দেশের ৩৬ বছরের বিশ্বকাপ খরা কি কাটাতে পারবেন মেসি? না কি ফাইনালে শেষ হাসি হাসবেন তাঁর চেয়ে ১২ বছরের ছোট তাঁরই ক্লাব সতীর্থ এমবাপে? সোনার বুট শেষ পর্যন্ত যাঁর হাতেই উঠুক, ফাইনালে এই দুই সেরার লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।