বিভিন্ন উপজাতির নাচে-গানে ২১ মার্চ তাদের নিজস্ব প্রজাতন্ত্র দিবস পালন।
মাদার অফ ইন্ডিয়ান ইনসার্জেন্সি। বাংলায় ভারতে সন্ত্রাসবাদের জননী। জঙ্গি সংগঠন এনএসসিএন-কে এই নামেই ডাকা হয়। দীর্ঘ প্রায় সাত দশক ধরে ভারত ও নাগাদের মধ্যে চলছে টানাপড়েন। বিস্তর রক্তপাত ও ১৮ বছর আলোচনার পরে, ৩ অগস্ট ভারত সরকারের সঙ্গে চুক্তি করল এনএসসিএন আই-এম। তবে, তাদের প্রতিদ্বন্দ্বী শাখাগুলি অবশ্য এখনও চুক্তি মানতে নারাজ। নাগাল্যান্ডের বিভিন্ন এলাকায় রয়েছে এনএসসিএন-এর শিবির। জঙ্গিদের জীবনযাপন, অনুশীলন, উদযাপনের নানা কোলাজ ক্যামেরাবন্দি করে আনল আনন্দবাজার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy