তিনি বলিউডের প্রথম সারির নায়িকা নন ঠিকই, তবে তাঁর জনপ্রিয়তা যে কোনও তাবড় তারকার থেকে কোনও অংশে কম নয়। যত দিন গড়াচ্ছে, ততই যেন মোহময়ী হয়ে উঠছেন বলিপাড়ার ‘আইটেম গার্ল’। নাচে যে কোনও নায়িকাকে টেক্কা দিতে পারেন তিনি। বি-টাউনের নায়িকা না হয়েও সারাক্ষণই প্রচারের আলোয় আলোকিত। তিনি মালাইকা অরোরা খান।