উৎপাদন শিল্প, কৃষি উৎপাদন, ক্ষুদ্র শিল্প ইত্যাদির তথ্য রাজ্য দেয়। আবার বনসৃজন, পরিষেবা শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, রেল, বন্দরের মতো শিল্পক্ষেত্রের বৃদ্ধির হিসেব দেয় কেন্দ্র। দুই হিসেব মিলিয়ে তৈরি হয় রাজ্যের জিডিপি। রাজ্য থেকেই হিসেব তৈরি হয় শহরের। জিডিপি ছাড়াও কর্মসংস্থান, বেতন, কর্মক্ষেত্র তৈরির প্রবণতা, গোটা পরিকাঠামোর উপর নির্ভর করে আর্থিক বৃদ্ধি।