National Film Awards 2022: suriya and aparna bagged awards for soorarai pottru dgtl
68th National Award
National Film Awards 2022: জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা ‘সুরারাই পোত্রু’র, কী রয়েছে তামিল ছবিটিতে?
করোনা আবহে দু’ বছর বন্ধ ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার ৬৮তম জাতীয় পুরস্কার ঘোষণা হল।
সংবাদ সংস্থা
নয়াদিল্লিশেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
শুক্রবার ঘোষণা হয়ে গেল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলাই যায়, এ বছর তামিল ছবির জয়জয়াকার। পুরস্কার প্রাপকের তালিকায় একেবারে উপরের দিকে তামিল ছবির নাম।
০২১৩
সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তামিল ছবির সুপারস্টার সুরিয়া। ‘সুরারাই পোত্রু’ ছবির জন্য। এই প্রথম জাতীয় স্বীকৃতি পেলেন তামিল সুপারস্টার।
০৩১৩
জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অপর্ণা বালমুরলি। ওই একই ছবি ‘সুরারাই পোত্রু’–র জন্য।
০৪১৩
ছবিটি বিচারকদের পছন্দের সেরা ছবির স্বীকৃতিও পেয়েছে। ছবির সুরকার জিভি প্রকাশও জাতীয় পুরস্কারের মঞ্চে সেরার তকমা পেয়েছেন।
০৫১৩
২০২০ সালের ১২ নভেম্বর মুক্তি পায় ছবিটি। মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড করে চলেছে। ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে ১০টি বিদেশি ছবি দেখানো হয়েছে। সেখানে জায়গা করে নিয়েছিল ‘সুরারাই পোত্রু’।
০৬১৩
২০২১ সালে অস্কারের দৌড়েও ছিল ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত ছিটকে যায়।
০৭১৩
অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক জিআর গোপীনাথের জীবন নিয়ে তৈরি ছবিটি। এই গোপীনাথই কম খরচে ভ্রমণের জন্য প্রতিষ্ঠিত এয়ার ডেকান নামের এক বিমান সংস্থার অন্যতম রূপকার।
০৮১৩
ছবিতে তাঁর চরিত্রের নাম নেদুমারাম রাজাঙ্গম। এই ভূমিকাতেই অভিনয় করেন সুরিয়া। থাকতেন প্রত্যন্ত গ্রামে। সেখানে বসেই স্বপ্ন দেখতেন, সাধারণ মানুষের সফরের জন্য বিমান পরিষেবা শুরু করবেন।
০৯১৩
নেদুমারামের স্ত্রী সুন্দরীর চরিত্রে অভিনয় করেন অপর্ণা। ছবিতে সুন্দরী স্বামীর জীবনের সব ওঠাপড়ায় পাশে থাকেন। ছবিতে পরেশ রাওয়াল, মোহন বাবুরাও রয়েছন।
১০১৩
ছবিটি সরাসরি ওটিটি মঞ্চেই মুক্তি পায়। দেখে উচ্ছ্বসিত সিনেমা-প্রেমীরা। ‘সুরারাই পোত্রু’–র অন্যতম প্রযোজক হলেন নায়ক সুরিয়া স্বয়ং।
১১১৩
ছবিটি হিন্দিতেও তৈরি হচ্ছে। তামিল ছবিটির মতো হিন্দিটিরও পরিচালনা করবেন সুধা কোঙ্গারা। প্রযোজনাও করবে তাঁরই সংস্থা।