Narendra Modi will have a whole new gallery for his name in 'Pradhanmantri Sangrahalaya' dgtl
Narendra Modi
নোটবন্দি থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ, বিজেপি নেতা থেকে প্রধানমন্ত্রী, এক ঝলকে মোদী-কথা
নরেন্দ্র মোদীর রাজনৈতিক এবং শাসকজীবনের নানা মোড়ঘোরানো ঘটনা এ বার ফুটে উঠবে রাজধানীর এক সংগ্রহালয়ের গ্যালারিতে। নয়াদিল্লির তিনমূর্তি চকে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে তার ঠাঁই হবে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৪:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
বিজেপির এক সাধারণ নেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠা। প্রধানমন্ত্রী হিসাবে সার্জিক্যাল স্ট্রাইক, ৩৭০ অনুচ্ছেদ রদ বা নোটবন্দির মতো নানা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ। নরেন্দ্র মোদীর রাজনৈতিক এবং শাসকজীবনের নানা মোড়ঘোরানো ঘটনার খণ্ডচিত্র এ বার ফুটে উঠবে রাজধানীর এক সংগ্রহালয়ে।
ছবি: সংগৃহীত।
০২১৬
সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির তিনমূর্তি চকে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে এ বার নরেন্দ্র মোদীর নামেও একটি গ্যালারি খোলা হবে। চলতি বছরের ১৪ এপ্রিল সংগ্রহালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী মোদী। তবে সে সময় এতে মোদীর নামে আলাদা করে কোনও গ্যালারির বন্দোবস্ত ছিল না।
ছবি: সংগৃহীত।
০৩১৬
এপ্রিলে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধনের পর দেখা গিয়েছিল, স্বাধীনতার পরবর্তী সময় থেকে দেশের প্রত্যেক প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে এই সংগ্রহালয়ে। দেশের উন্নয়নে প্রত্যেক প্রধানমন্ত্রীর নানা গুরুত্বপূর্ণ অবদানের সম্পর্কেও খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে এতে। যদিও এত দিন তাতে শুধু মাত্র মোদীকে নিয়ে কোনও সংগ্রহশালা ছিল না। এ বার সে খামতিও পূরণ হবে।
ছবি: সংগৃহীত।
০৪১৬
‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, আগামী বছর থেকে এই সংগ্রহালয়ের একটি অংশে মোদীর রাজনৈতিক জীবন ও তাঁর কর্মকাণ্ড বিষয়ক প্রদর্শ থাকবে। আগামী বছরের জানুয়ারি থেকে তাতে প্রবেশের সুযোগ পাবে আমজনতা। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে গত মাসে একটি বিবৃতিতে করে এ কথা জানানো হয়েছে।
ছবি: সংগৃহীত।
০৫১৬
মোদী সরকারের শীর্ষ আধিকারিকেরা ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, আমজনতার জন্য মোদী-বিষয়ক এই সংগ্রহালয় খোলার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে। প্রধানমন্ত্রী মোদীর কোন কোন দিক ঠাঁই পেয়েছে এখানে?
ছবি: সংগৃহীত।
০৬১৬
নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক ‘দ্য প্রিন্ট’-কে জানিয়েছেন, মোদীর রাজনৈতিক জীবনের গোড়ার কথা, প্রধানমন্ত্রী হিসাবে তাঁর এখনও পর্যন্ত কর্মকাল এবং সেই কর্মকালে বিভিন্ন সিদ্ধান্তই এই সংগ্রহালয়ের প্রদর্শের মাধ্যমে তুলে ধরা হবে।
ছবি: সংগৃহীত।
০৭১৬
সংগ্রহালয়ে প্রদর্শগুলির মধ্যে থাকবে পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত, বালাকোটের আকাশপথে অভিযান বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনাও। এ ছাড়া, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খণ্ডন করা অথবা অযোধ্যায় রামমন্দির নির্মাণের মতো মোদী সরকারের সিদ্ধান্তও এতে গুরুত্ব পেয়েছে।
ছবি: সংগৃহীত।
০৮১৬
অতিমারির সময় কোভিডের মোকাবিলায় দেশ জুড়ে মোদী সরকারের টিকাকরণ কর্মসূচির নানা দিকও তুলে ধরা হয়েছে এই সংগ্রহালয়ে।
ছবি: সংগৃহীত।
০৯১৬
নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক ‘দ্য প্রিন্ট’-কে বলেছেন, ‘‘সংগ্রহালয়ে অন্যান্য প্রধানমন্ত্রীর মতোই এখানে প্রধানমন্ত্রী মোদীর গ্যালারিটি কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। মূলত সেগুলি হল, তাঁর গোড়ার জীবন, রাজনৈতিক সফর এবং প্রধানমন্ত্রী হিসাবে কার্যকাল।’’
ছবি: সংগৃহীত।
১০১৬
২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রথম বার প্রধানমন্ত্রী হন মোদী। ’১৯-এও ক্ষমতা ধরে রাখে এনডিএ। বিজেপি নেতৃত্বাধীন সেই জোটের প্রধানমন্ত্রী হিসাবে মোদীর কার্যকালের নানা দিকগুলিও এখানে জায়গা করে নিয়েছে। মোদী সরকারের অর্থনৈতিক ও কূটনৈতিক নীতি-সহ সামাজিক ক্ষেত্রে তাঁর নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপের খুঁটিনাটি নিয়েও বিভাগ থাকবে এতে।
ছবি: সংগৃহীত।
১১১৬
এক আধিকারিকের কথায়, ‘‘প্রধানমন্ত্রী মোদীর সংগ্রহালয়ের অর্থনৈতিক বিভাগে নোটবন্দি-সহ এই সরকারের নানা নীতির কথা জানানোর বন্দোবস্ত থাকবে। অন্য দিকে, বৈদেশিক বিষয়ক বিভাগে দেখানো হবে, কী ভাবে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরেছে এই সরকার। প্রতিবেশী ছাড়াও বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ-সহ অতিমারির সময় টিকা-কূটনীতির কথাও জানানো হবে।’’
ছবি: সংগৃহীত।
১২১৬
২০১৬ সালে ৮ নভেম্বর থেকে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার। তার আগে সে বছরের ফেব্রুয়ারিতে বালাকোটের আকাশপথে ভারতীয় বায়ুসেনার অভিযান এবং ২০১৯ সালের সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনা ঘটেছে মোদী সরকারের আমলেই।
ছবি: সংগৃহীত।
১৩১৬
এ ছাড়া, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা খণ্ডন করা এবং ওই রাজ্যকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাঙা অথবা অযোধ্যায় রামমন্দির নির্মাণের মতো মোদী সরকারের সিদ্ধান্ত— এ সবই এই সংগ্রহালয়ে গুরুত্ব পেয়েছে।
ছবি: সংগৃহীত।
১৪১৬
‘দ্য প্রিন্ট’ জানিয়েছে, ‘মন কী বাত’-এর মতো রেডিয়ো অনুষ্ঠান হোক বা ‘পরীক্ষা পে চর্চা’— প্রধানমন্ত্রীর জনসংযোগ বিষয়ক দিকগুলির খুঁটিনাটিও এই সংগ্রহালয়ে রাখা হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। তিনি জানিয়েছেন, ‘পরীক্ষা পে চর্চা’-র মতো বিশেষ শোয়ে স্কুলপড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি কথোপকথনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই সংগ্রহালয়ে।
ছবি: সংগৃহীত।
১৫১৬
ওই সরকারি আধিকারিক আরও জানিয়েছেন, সামাজিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর ‘বেটি বচাঁও, বেটি পঢ়াও’-এর মতো প্রকল্প অথবা উজ্জ্বলা যোজনায় আওতায় দারিদ্রসীমার নীচে থেকে মহিলাদের রান্নার গ্যাস দেওয়ার প্রকল্পের কথাও এই সংগ্রহালয়ের প্রদর্শনীর বিষয় হবে।
ছবি: সংগৃহীত।
১৬১৬
ওই সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের নীচের তলায় মোদী সম্পর্কিত এই প্রদর্শনীগুলি চলবে।