সেই কথা মাথায় রেখেই মুহূর্ত ট্রেডিং চালু করেছে বম্বে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ১৯৫৭ সাল থেকে যা চলে আসছে। এ বারও তার কোনও ব্যতিক্রম হবে না। এই দিন থেকে শুরু হয় আর্থিক ক্যালেন্ডার। যার নাম ‘সম্বৎ’। এ বার ১ নভেম্বরের থেকে সম্বৎ ২০৮১ শুরু হচ্ছে। যার সূচনায় যে শেয়ার লেনদেন করা হয় তাকেই বলে মুহূর্ত ট্রেডিং।
ব্রোকারেজ ফার্মগুলির দাবি, অক্টোবরে গত চার বছরের নিরিখে সবচেয়ে খারাপ ফল করেছে শেয়ার বাজার। বছরের দশম মাসটিতে সেনসেক্স এবং নিফটি পড়ছে ছয় শতাংশের বেশি। ২০২০ সালের মার্চে কোভিড অতিমারী শুরু হওয়ার পর এত বড় পতন আর দেখা যায়নি। তবে ২০৮০-তে ছোট এবং মাঝারি সংস্থাগুলির শেয়ারে মোট ৩০ শতাংশ ঊর্ধ্বগতি দেখা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy