Miss Argentina and Miss Puerto Rico marries each other and shares their love story dgtl
Same Sex Wedding
উদ্দাম সমকামী প্রেমের পর বিয়েটাও সেরে ফেললেন দুই দেশের দুই সেরা সুন্দরী
মিস আর্জেন্তিনা এবং মিস পুয়ের্তো রিকো। সৌন্দর্যের একটি প্রতিযোগিতায় দু’জনের প্রথম দেখা। আলাপ গড়িয়েছিল প্রেমে। তবে সম্পর্কের কথা গোপন রেখেছিলেন দু’জনেই। গোপনে প্রেম করেছেন ২ বছর।
সংবাদ সংস্থা
নিউ ইয়র্কশেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ০৮:৫২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৭
এক জন আর্জেন্তিনার আর এক জন পুয়ের্তো রিকোর। দু’জনেই নিজের নিজের দেশে সেরা সুন্দরীর তকমা পেয়েছেন। একে অপরকে বিয়ে করলেন সেই সুন্দরীরা।
০২১৭
২০২০ সালে মিস আর্জেন্তিনার শিরোপা জেতেন মারিয়ানা ভারেলা। ওই বছরই মিস পুয়ের্তো রিকো হন ফাবিওলা ভ্যালেন্তিন। ৩১ অক্টোবর, সোমবার তাঁরা বিয়ের কথা ঘোষণা করেছেন।
০৩১৭
নেটমাধ্যমে তাঁদের পোস্ট অনুযায়ী, ২৮ অক্টোবর আংটি বদলের মাধ্যমে মারিয়ানা এবং ফাবিওলার চার হাত এক হয়েছে। শুরু হয়েছে প্রেমিকা যুগলের নতুন যাত্রা।
০৪১৭
একটি ভিডিয়ো পোস্ট করে বিয়ের কথা সকলকে জানিয়েছেন দুই সুন্দরী। এক সঙ্গে কাটানো নানা মুহূর্তের কোলাজ দিয়ে ভিডিয়োটি সাজিয়েছেন তাঁরা। সঙ্গে প্রেম নিবেদনের বিশেষ সেই মুহূর্তের ঝলকও দেখিয়েছেন ভিডিয়োতে।
০৫১৭
ভিডিয়োর সঙ্গে অল্প কথায় নিজেদের খুশি ভাগ করে নিয়েছেন দুই মডেল। লিখেছেন, ‘‘আমরা আমাদের সম্পর্ক গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার পর ২৮ অক্টোবর, বিশেষ দিনে আমরা গোপনীয়তার দরজা খুলে দিলাম।’’
০৬১৭
পুয়ের্তো রিকোয় তাঁদের বিয়ের আসর বসেছিল। উজ্জ্বল সাদা পোশাকে সেজে একে অপরের হাতে আংটি পরিয়ে দিয়েছেন মারিয়ানা এবং ফাবিওলা।
০৭১৭
২০২০ সালে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’- এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল মারিয়ানা এবং ফাবিওলার। তার পর থেকেই তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। তবে এই সম্পর্কের কথা গোপনেই রেখেছিলেন ফ্যাশন দুনিয়ার দুই তারকা।
০৮১৭
দুই মডেলের বিয়ের খবর পেয়ে ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল’-এর তরফেও ইনস্টাগ্রামে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে। তাদের পোস্টে বার্তা, ‘‘দু’জনকে অনেক শুভেচ্ছা। যে ভালবাসা কোনও বাধা মানে না, আমরা সব সময় তার পাশে আছি।’’
০৯১৭
২০১৯ সালে ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে প্রতিযোগিতা করেছেন মারিয়ানা। ২০২০-র ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল’-এ তিনি প্রথম দশের মধ্যে ছিলেন। এ ছাড়া, নানা সময়ে সৌন্দর্যের নানা প্রতিযোগিতায় তিনি অংশ নিয়েছেন।
১০১৭
মারিয়ানার বান্ধবী ফাবিওলা নিউ ইয়র্কের একটি মডেলিং সংস্থায় কর্মরত। ২০২০-র ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশানাল’-এ তিনিও ছিলেন প্রথম দশের মধ্যে।
১১১৭
মারিয়ানা এবং ফাবিওলা— দু’জনের দেশেই সমলিঙ্গ বিবাহ আইনসম্মত। আর্জেন্তিনায় সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি দেওয়া হয় ২০১০ সালে। পুয়ের্তো রিকোতে দুই নারী বা দুই পুরুষের বিয়ে স্বীকৃতি পায় ২০১৫ সালে।
১২১৭
দুই নারীর এই সাহসী প্রেম, বিয়ে নেটমাধ্যমে চর্চার কেন্দ্রে উঠে এসেছে। অনেকেই বলছেন, ‘‘তোমাদের দেখে বিশ্বাস করতে ইচ্ছে করছে, পৃথিবীতে এখনও সত্যিকারের ভালবাসার অস্তিত্ব রয়েছে।’’
১৩১৭
আর্জেন্তিনা এবং পুয়ের্তো রিকো থেকে মারিয়ানা আর ফাবিওলার জন্য অসংখ্য শুভেচ্ছাবার্তা এসেছে। তবে শুধু নিজেদের দেশেই নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ কুড়িয়েছেন তাঁরা।
১৪১৭
এত শুভেচ্ছাবার্তা পেয়ে দু’জনেই উচ্ছ্বসিত। নেটমাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে মারিয়ানা লিখেছেন, ‘‘আমাদের এত ভালবাসার জন্য সকলকে ধন্যবাদ। আমরা খুব খুশি। আশা করি আপনাদের জীবনও এমন খুশিতে ভরে উঠুক।’’
১৫১৭
মারিয়ানা, ফাবিওলা দু’জনেই সমকামী। নিজেদের সেই পরিচয় কখনও গোপন করেননি তাঁরা। বরং সমকাম এবং সমপ্রেমের জন্য লড়াই করেছেন মাথা উঁচু করে।
১৬১৭
নানা সময়ে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধেও গর্জে উঠতে দেখা গিয়েছে এই মডেল যুগলকে। নেটমাধ্যমে কিংবা প্রকাশ্য সাক্ষাৎকারে সমাজের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন বারবার।
১৭১৭
মারিয়ানা, ফাবিওলার প্রেম বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সমকামী প্রেমিক যুগলকে প্রেরণা জোগাবে, মনে করছেন বিশেষজ্ঞরা।