সাম্প্রতিক কালে কেরল ছাড়ার হিড়িক এতটাই বেড়ে গিয়েছে যে, এর প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে দক্ষিণের এই রাজ্যটির অর্থনীতিতে। কেরল সরকারের নিজস্ব রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে ১৮২টি দেশে কর্মরত কেরলের বহু মানুষ। ২০১৮ সালের ‘কেরল মাইগ্রেশন রিপোর্ট’ অনুযায়ী, ইতিমধ্যেই ২১ লক্ষ মালয়ালি বিদেশে পাড়ি দিয়েছেন। যদিও অনেকের দাবি, আসল সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি।