১৮ বছরের তামিমের থেকে প্রেমের প্রস্তাব পেলেও গোড়ায় তা প্রত্যাখ্যান করেছিলেন আয়েশা। এর পর মালয়েশিয়ায় পড়াশোনা করতে চলে যান তিনি। তামিমও বাংলাদেশের হয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়েন। যদিও পরে তামিমের প্রতি নিজের অনুভূতি অস্বীকার করেননি আয়েশা। ৮ বছর ধরে তাঁদের প্রেমপর্ব চলেছিল। অবশেষে ২০১৩ সালে চট্টগ্রামে জমকালো অনুষ্ঠান করে দু’জনে ঘর বাঁধেন। দম্পতির দু’টি ছেলেও রয়েছে।
এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসাবে শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান। টেস্ট খেলোয়াড় হিসাবেও সমীহ আদায় করে নিয়েছেন তিনি। ৩৫ বছরের শাকিবের ৬৩টি টেস্টে সংগ্রহ ৪২৫১ রান ও ২২৫টি উইকেট। আবার রবিবারের ম্যাচের আগে পর্যন্ত ২২১টি এক দিনের ম্যাচে ৬৭৫৫ রানের সঙ্গে ২৮৫টি শিকারও রয়েছে তাঁর। টি-টোয়েন্টির ১০৯টি ম্যাচে করেছেন ২২৪৩ রান। নিয়েছেন ১২৮ উইকেট।
ভারত সফরে বাংলাদেশের এক দিনের দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। ২৮ বছরের ব্যাটার উইকেটরক্ষাতেও সমান দক্ষ। মাসখানেক আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাটের জাদু দেখিয়েছিলেন। টেস্টে ২ হাজারের বেশি রানের পাশাপাশি ওডিআই-তে ১৮৩৫ এবং টি-টোয়েন্টিতে ১৩৮৮ রানের সংগ্রহ রয়েছে তাঁর কাছে।
২২ গজে বহু ম্যাচে বাংলাদেশ বিপাকে পড়লেই দলের ত্রাতা হয়ে দাঁড়াতে দেখা গিয়েছেন মুশফিকুর রহিমকে। দীর্ঘ দিন বাংলাদেশের অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি। ১৬ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে পর থেকে ৮২ টেস্ট এবং ২৩৬ এক দিনের ম্যাচে যথাক্রমে ৫২৩৫ ও ৬৭৭৪ রান। সঙ্গে যোগ করুন টি-টোয়েন্টিতে ১৫০০ রান।
বাংলাদেশকে বহু ম্যাচে ভরসা জুগিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এককালে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ৫০টি টেস্ট এবং ২১২টি একদিনের ম্যাচে রয়েছে যথাক্রমে ২৯১৪ ও ৪৭৬৮ রান। এর সঙ্গে ১২১ টি-টোয়েন্টিতে সংগ্রহ ২১২২ রান। আন্তর্জাতিক মঞ্চে সব ফরম্যাট মিলিয়ে রয়েছে ১৬২টি উইকেট। গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy