Advertisement
২২ নভেম্বর ২০২৪
Startup

Pankhuri Shrivastava: মেধাবী ছাত্রী থেকে সেরা সুন্দরী, সফল উদ্যোগীও, হঠাৎই ঝরে গেলেন ৩২-এর পঙ্খুড়ী

উত্তরপ্রদেশের ঝাঁসির কন্যা। জন্ম ১৯৮৯ সালের ২২ নভেম্বর। ২২ বছর বয়সে মেয়েটি ৩২ লক্ষ ডলার আয় করে ফেলল। তা-ও আবার বাড়িতে বসে ব্যবসা করেই!

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ০৯:২০
Share: Save:
০১ ১২
বাবা গ্রামীণ ব্যাঙ্কের কর্মী। মা চিকিৎসক। তাঁদের দুই সন্তান। এক কন্যা এবং এক পুত্র। মেয়েটি বড়। পড়াশোনায় ভাল। সে বাবা-মায়ের মতো নিরাপদ পেশা বেছে নিতে পারত। কিন্তু স্নাতকস্তরের পাঠ শেষ হলে পঙ্খুড়ী শ্রীবাস্তব ঠিক করলেন, ব্যবসা করবেন।

বাবা গ্রামীণ ব্যাঙ্কের কর্মী। মা চিকিৎসক। তাঁদের দুই সন্তান। এক কন্যা এবং এক পুত্র। মেয়েটি বড়। পড়াশোনায় ভাল। সে বাবা-মায়ের মতো নিরাপদ পেশা বেছে নিতে পারত। কিন্তু স্নাতকস্তরের পাঠ শেষ হলে পঙ্খুড়ী শ্রীবাস্তব ঠিক করলেন, ব্যবসা করবেন।

০২ ১২
উত্তরপ্রদেশের ঝাঁসির কন্যা। জন্ম ১৯৮৯ সালের ২২ নভেম্বর। ২২ বছর বয়সে মেয়েটি ৩২ লক্ষ ডলার আয় করে ফেলল। তা-ও আবার বাড়িতে বসে ব্যবসা করেই!

উত্তরপ্রদেশের ঝাঁসির কন্যা। জন্ম ১৯৮৯ সালের ২২ নভেম্বর। ২২ বছর বয়সে মেয়েটি ৩২ লক্ষ ডলার আয় করে ফেলল। তা-ও আবার বাড়িতে বসে ব্যবসা করেই!

০৩ ১২
অদ্ভুত সব ব্যবসার ভাবনা গজগজ করত মাথায়। যে ব্যবসা করে ওই লাভের টাকা ঘরে তুলেছিলেন, সেটি একটি সাধারণ স্টার্টআপ। দালালি ছাড়া বাড়ি ভাড়া দেওয়ার পরিষেবা দিতেন অনলাইনে।

অদ্ভুত সব ব্যবসার ভাবনা গজগজ করত মাথায়। যে ব্যবসা করে ওই লাভের টাকা ঘরে তুলেছিলেন, সেটি একটি সাধারণ স্টার্টআপ। দালালি ছাড়া বাড়ি ভাড়া দেওয়ার পরিষেবা দিতেন অনলাইনে।

০৪ ১২
স্টার্টআপটি এতটাই জনপ্রিয় হয় যে চার বছর পর সেটি কিনে নেয় কুইকার। নগদ এবং শেয়ারে হয় চুক্তি। ২৭ বছর বয়সেই কোটিপতি হয়ে যান পঙ্খুড়ী।

স্টার্টআপটি এতটাই জনপ্রিয় হয় যে চার বছর পর সেটি কিনে নেয় কুইকার। নগদ এবং শেয়ারে হয় চুক্তি। ২৭ বছর বয়সেই কোটিপতি হয়ে যান পঙ্খুড়ী।

০৫ ১২
কনভেন্টে পড়াশোনা করেছেন। স্কুলের নাম সেন্ট ফ্রান্সিস কনভেন্ট ইন্টারকলেজ। উচ্চশিক্ষা কম্পিউার সায়েন্স নিয়ে। রাজীব গাঁধী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হন।

কনভেন্টে পড়াশোনা করেছেন। স্কুলের নাম সেন্ট ফ্রান্সিস কনভেন্ট ইন্টারকলেজ। উচ্চশিক্ষা কম্পিউার সায়েন্স নিয়ে। রাজীব গাঁধী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক হন।

০৬ ১২
ছোট থেকেই সাজগোজে আগ্রহ। কলেজে পড়া শেষ হওয়ার পরই ঝাঁসির একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর কী আশ্চর্য! সবাইকে হারিয়ে সেরা সুন্দরীও হয়ে যান। সেটা ২০১১ সাল।

ছোট থেকেই সাজগোজে আগ্রহ। কলেজে পড়া শেষ হওয়ার পরই ঝাঁসির একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর কী আশ্চর্য! সবাইকে হারিয়ে সেরা সুন্দরীও হয়ে যান। সেটা ২০১১ সাল।

০৭ ১২
তবে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছেন বলেই সিনেমা বা মডেলিংয়ের জন্য মেতে ওঠেননি পঙ্খুড়ী। তিনি স্বাধীন ভাবে নিজের স্টার্টআপ সংস্থা তৈরির উদ্যোগ নেন।

তবে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছেন বলেই সিনেমা বা মডেলিংয়ের জন্য মেতে ওঠেননি পঙ্খুড়ী। তিনি স্বাধীন ভাবে নিজের স্টার্টআপ সংস্থা তৈরির উদ্যোগ নেন।

০৮ ১২
বিদেশে স্টার্টআপ সংস্থাগুলিকে সাহায্য করার একাধিক সংস্থা থাকে। তেমনই একটি সংস্থা সিকোয়ার সাহায্য নিয়ে ২০১২ সালে তৈরি করেন বাড়ি ভাড়া দেওয়ার অনলাইন পরিষেবা গ্র্যাবহাউস। যা ২০১৬ সালে কিনে নেয় কুইকার।

বিদেশে স্টার্টআপ সংস্থাগুলিকে সাহায্য করার একাধিক সংস্থা থাকে। তেমনই একটি সংস্থা সিকোয়ার সাহায্য নিয়ে ২০১২ সালে তৈরি করেন বাড়ি ভাড়া দেওয়ার অনলাইন পরিষেবা গ্র্যাবহাউস। যা ২০১৬ সালে কিনে নেয় কুইকার।

০৯ ১২
পঙ্খুড়ী অবশ্য থামেননি । ২০১৯ সালে আবার নতুন সংস্থা তৈরি করেন। মেয়েদের জন্য বিশেষ অনলাইন পরিষেবা। যেখানে মহিলারা নিজেদের মধ্যে নানা বিষয়ে আলোচনা করতে পারবেন, পেশাদার প্রশিক্ষণ নিতে পারবেন, নানা বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাইতে পারবেন আবার নিজেদের আগ্রহ নিয়ে সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে কথাও বলতে পারবেন। সংস্থাটির নাম নিজের নামেই দেন। পঙ্খুড়ী। ।

পঙ্খুড়ী অবশ্য থামেননি । ২০১৯ সালে আবার নতুন সংস্থা তৈরি করেন। মেয়েদের জন্য বিশেষ অনলাইন পরিষেবা। যেখানে মহিলারা নিজেদের মধ্যে নানা বিষয়ে আলোচনা করতে পারবেন, পেশাদার প্রশিক্ষণ নিতে পারবেন, নানা বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাইতে পারবেন আবার নিজেদের আগ্রহ নিয়ে সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে কথাও বলতে পারবেন। সংস্থাটির নাম নিজের নামেই দেন। পঙ্খুড়ী। ।

১০ ১২
‘পঙ্খুড়ী’ সাফল্যের নতুন কুঁড়ি ফোটায়। ১০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেন পঙ্খুড়ী। ২০২০ সালের ডিসেম্বর বিয়ে করেন। পুরনো প্রেমিক আদিত্যকে।

‘পঙ্খুড়ী’ সাফল্যের নতুন কুঁড়ি ফোটায়। ১০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেন পঙ্খুড়ী। ২০২০ সালের ডিসেম্বর বিয়ে করেন। পুরনো প্রেমিক আদিত্যকে।

১১ ১২
দিন কয়েক আগেই সেই বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। আচমকাই প্রয়াত হলেন পঙ্খুড়ী।

দিন কয়েক আগেই সেই বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। আচমকাই প্রয়াত হলেন পঙ্খুড়ী।

১২ ১২
 ২৪ ডিসেম্বর, ২০২১ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্টার্ট আপ সংস্থার সমকালীনরা তো বটেই পঙ্খুড়ীর মৃত্যুতে শোক জানিয়েছেন বড় উদ্যোগপতিরাও।

২৪ ডিসেম্বর, ২০২১ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্টার্ট আপ সংস্থার সমকালীনরা তো বটেই পঙ্খুড়ীর মৃত্যুতে শোক জানিয়েছেন বড় উদ্যোগপতিরাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy