Advertisement
০৭ নভেম্বর ২০২৪
Chinu Kala

থাকতেন স্টেশনে, কাজ করতেন রেস্তরাঁয়, ভাল ভাবে খাবার জুটত না! এখন ৪০ কোটির মালকিন চিনু

১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন চিনু কালা। তার পর রাস্তায় ঘুরে ঘুরে ‘সেলসগার্ল’-এর চাকরি করতেন তিনি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১০:০১
Share: Save:
০১ ১৮
Chinu Kala

পরিবারের সঙ্গে ঝামেলা। রাগের মাথায় ব্যাগে ৩০০ টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন মুম্বইয়ের চিনু কালা। মাথার উপর ছাদ ছিল না বলে মেট্রো স্টেশনে রাতকাটিয়েছেন। বর্তমানে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক চিনু।

০২ ১৮
Chinu Kala

১৫ বছর বয়সে ঘরছাড়া হয়েছিলেন চিনু। তখন দশম শ্রেণিতে পড়তেন তিনি। স্কুলে যাতায়াতের সময় তিনি লক্ষ করেছিলেন যে, সকলে ব্যাগপত্র নিয়ে স্টেশনের দিকে যান। তাই তাঁর ধারণা ছিল যে, রেলস্টেশনে বুঝি থাকা যায়।

০৩ ১৮
Chinu Kala

বাড়িতে এক দিন তুমুল অশান্তি হওয়ায় একটি ছোট ব্যাগে কয়েকটি জামাকাপড় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান চিনু। তখন তাঁর ব্যাগে মাত্র ৩০০ টাকা। বাড়ি থেকে বেরিয়ে সোজা মুম্বই রেলস্টেশনে চলে গিয়েছিলেন তিনি।

০৪ ১৮
Chinu Kala

দু’দিন মুম্বই স্টেশনে কোনও রকমে দিন কাটানোর পর চিনু বুঝতে পারেন যে, স্টেশনে সারা জীবন কাটানো যায় না। সেই মুহূর্তে তাঁর আলাপ হয় এক মহিলার সঙ্গে। ওই মহিলাই তাঁকে সেলসগার্লের কাজ দেন।

০৫ ১৮
Chinu Kala

বাড়ি বাড়ি গিয়ে ছুরি এবং কোস্টারের সেট বিক্রি করতেন চিনু। দিনপ্রতি ২০ টাকা রোজগার করতেন তিনি। সে টাকায় কোনও মতে এক বেলার খাবার জুটত তাঁর।

০৬ ১৮
Chinu Kala

এক সাক্ষাৎকারে চিনু বলেন, ‘‘১০০টি বাড়িতে ধাক্কা দিলে মাত্র দু-তিনটি বাড়ির দরজা খুলত। অনেকে মুখের উপর দরজা বন্ধ করে দিতেন।’’ দু’বছর রাস্তায় রাস্তায় ঘুরে বি‌ভিন্ন জিনিস বিক্রি করতেন তিনি।

০৭ ১৮
Chinu Kala

২০০০ সালে একটি দোকানে কর্মীর কাজে যুক্ত হন চিনু। ছ’মাস দোকানে কাজ করার পর একটি রেস্তরাঁয় কাজ শুরু করেন তিনি।

০৮ ১৮
Chinu Kala

২০০৪ সালে বিয়ে করার দু’বছর পর রূপটান শিল্পী হওয়ার শখ হয় চিনুর। সেই কারণে ২০০৬ সালে মুম্বইয়ে বিশেষ প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি।

০৯ ১৮
Chinu Kala

প্রশিক্ষণ নেওয়ার সময় চিনু খবর পান যে, ভারত জুড়ে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। ২০০৭ সালে তিনি প্রতিযোগীদের মধ্যে প্রথম পাঁচে জায়গা করে নেন।

১০ ১৮
Chinu Kala

তার পর চিনু মডেলিং জগতে পা রাখেন। মডেলিং পেশায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছিলেন তিনি। মুম্বই থেকে তার পর বেঙ্গালুরু চলে যান চিনু।

১১ ১৮
Chinu Kala

২০০৮ সালে নিজস্ব সংস্থা গড়ে তোলেন চিনু। কিন্তু তাঁর মন পড়েছিল অন্য দিকে। মডেলিং করার সময় তিনি বুঝতে পেরেছিলেন যে, সাজসজ্জার জন্য গয়নাগাটির ভূমিকা কতখানি। পোশাকের সঙ্গে মানানসই গয়না তৈরি করার কথা ভাবেন চিনুর।

১২ ১৮
Chinu Kala

২০১৪ সালে বেঙ্গালুরুর একটি শপিং মলে গয়না বিক্রির ছোট দোকান খুলে ফেলেন চিনু। এই ব্যবসা শুরু করতে ৩ লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি।

১৩ ১৮
Chinu Kala

চিনু প্রথমে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে, তাঁর ব্যবসা কোনও দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু প্রথম দিন থেকেই ব্যবসা লাভের মুখ দেখতে শুরু করে।

১৪ ১৮
Chinu Kala

‘দ্য উইকেন্ড লিডার’কে দেওয়া এক সাক্ষাৎকারে চিনু বলেন, ‘‘আমার ব্যবসা গোড়াতেই এমন জায়গায় পৌঁছে যায় যে, আমি খুব সহজেই দিনে ১ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারতাম।’’ তবে অতিমারির সময় চিনু সব থেকে বেশি লাভ করেছেন বলে দাবি করেন।

১৫ ১৮
Chinu Kala

এর পর নিজের ব্যবসার ধরন পরিবর্তন করে ফেলেন চিনু। তিনি ক্রেতাদের সুবিধার জন্য অনলাইন মাধ্যমে গয়না কেনাকাটার সুযোগ এনে দেন। অতিমারির সময়েই প্রচুর লাভ করেছিলেন তিনি।

১৬ ১৮
Chinu Kala

১৫ বছর বয়সে যে মেয়েটি নিজের জীবন নিয়ে দিশাহীন হয়ে রেলস্টেশনে বসেছিলেন, বর্তমানে তাঁর অনুরাগীদের সংখ্যা দেখলে বিস্মিত হতে হয়। চিনুর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা নব্বই হাজার ছুঁইছুঁই।

১৭ ১৮
Chinu Kala

২০১৮ সালের মধ্যে চিনু সারা ভারত জু়ড়ে তাঁর সংস্থার পাঁচটি দোকান খুলে ফেলেছেন। তার মধ্যে দু’টি বেঙ্গালুরুতে, দু’টি হায়দরাবাদে এবং একটি কোচিতে।

১৮ ১৮
Chinu Kala

চিনুর পাশাপাশি তাঁর স্বামীও সংস্থার ডিরেক্টর পদে যুক্ত রয়েছেন। চিনুর ইচ্ছা, ভারতে ‘ফ্যাশন জুয়েলারি’র বাজারে মোট ২৫ শতাংশের দখল নেওয়ার। সেই সিঁড়িতেই ধাপে ধাপে চড়ছেন চিনু কালা।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE