জুলাই মাসের শেষে মুক্তি পেয়েছিল ক্রিস্টোফার এ়ডওয়ার্ড নোলান পরিচালিত ‘ওপেনহাইমার’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি। হলিউডের এই দুই ছবি যে বক্স অফিস থেকে দুর্দান্ত ব্যবসা করেছে, তা আর বলার অপেক্ষা থাকে না। শোনা যায়, প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগেই সাড়ে তিন লাখ টিকিট বুক হয়ে গিয়েছিল এই দু’টি ছবির। তা-ও অনলাইন টিকিট বুক করার প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-এর মাধ্যমে।
সিনেপ্রেমীরা প্রেক্ষাগৃহের সামনে ছবি শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতেন। সে দৃশ্য ধীরে ধীরে শহরের বুক থেকে বিরল হয়ে যাচ্ছে। এখন আগাম টিকিট বুকিং করা যায়। বাড়িতে বসেই। টাকা দেওয়ার প্রক্রিয়াও খুব সহজ। মোবাইল ফোনে একের পর এক অপশন বেছে নিলেই সিনেমার টিকিট কাটা হয়ে যায়। কিন্তু এই অত্যাধুনিক পরিকল্পনার সূত্রপাত কোথা থেকে?