এক সাক্ষাৎকারে বাংলার এই আমলা বলেছেন, ‘‘সুযোগ পাব না, সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। কারণ, পরীক্ষা একেবারেই মনের মতো হয়নি। তাই পরের বছর পরীক্ষায় বসার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম। ইউপিএসসি মেন পরীক্ষার জন্য উত্তর লেখার অভ্যাস করতাম। পরীক্ষা শেষ হতেই আবার পুরনো অভ্যাসে ফিরে গিয়েছিলাম।’’ যদিও অনন্যাকে আর দ্বিতীয় বার পরীক্ষায় বসতে হয়নি।
ইউপিএসসি দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে অন্যতম কঠিন বলে গণ্য হয়। অনেক পরীক্ষার্থী এই পরীক্ষার প্রস্তুতির জন্য মাসের পর মাস নিজেদের ঘরে বন্দি রেখে পড়াশোনা করেন। মনঃসংযোগে ব্যাঘাত না হয় এই ভেবে সমাজমাধ্যম থেকে নিজেদের সরিয়েও নেন অনেকে। অথচ অনন্যার প্রস্তুতি সে তুলনায় ছিল অনেক কম পরিশ্রমসাধ্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy